ETV Bharat / state

বাড়ি বাড়ি গিয়ে সবচেয়ে বেশি সমীক্ষা হয়েছে পশ্চিমবঙ্গে : মুখ্যমন্ত্রী

বাড়ি বাড়ি গিয়ে দেশের মধ্যে সবচেয়ে বেশি সমীক্ষা হয়েছে পশ্চিমবঙ্গে । আজ এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই কাজের জন্য আশাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি ।

author img

By

Published : Jun 17, 2020, 9:07 PM IST

মমতা
মমতা

কলকাতা, 17 জুন : কোরোনা পরিস্থিতিতে বাড়ি বাড়ি গিয়ে সবচেয়ে বেশি সমীক্ষা হয়েছে পশ্চিমবঙ্গে । যা দেশে সর্বোচ্চ । নবান্নের সাংবাদিক বৈঠকে আজ এমন দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, "কোনও রাজ্য বলছে 1.5 কোটি । কেউ বলছে 3 কোটি । কিন্তু আপনারা কি জানেন বাংলায় 16 কোটি সার্ভে হয়েছে । রাজ্যে 2.5 কোটি পরিবার রয়েছে । এক একটি বাড়িতে কতবার গেলে 16 কোটি হয় ভাবুন । আমাদের আশাকর্মীরা এই কাজ করেছেন । আমি মনে করি ভারতে এটি সর্বোচ্চ । বাড়ি বাড়ি যাওয়ার পর দেখা গেছে, 1.92 লাখ ILI কেস রয়েছে বাংলায় । আর SARI কেস রয়েছে, 4,337 জন ।"

আজকের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "কোরোনা পরিস্থিতিতে প্রথমের দিকে পরীক্ষার সংখ্যা কম ছিল । অন্য রাজ্যগুলিতে ল্যাবরেটরির সুবিধা, পরীক্ষার পরিকাঠামো ভালো ছিল । ধীরে ধীরে রাজ্যেও পরীক্ষার ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি হয় । ল্যাবগুলির সংখ্যা বাড়তে থাকে । সেই অনুযায়ী এপ্রিলের শেষে দুটি ল্যাব নিয়ে পরীক্ষার সংখ্যা ছিল 16,500 । পরে মে মাসের শেষে 2 লাখে গিয়ে দাঁড়ায় সেই সংখ্যা । গতকাল পর্যন্ত যে সংখ্যাটা 3 লাখে পৌঁছেছে । এখন গড় পরীক্ষার পরিমাণ 9,500 । আমাদের ক্ষমতার থেকেও বেশি টেস্ট করা হয়েছে ।"

যাঁদের মধ্যে অল্পবিস্তর উপসর্গ রয়েছে । এবার তাঁদের জন্য খোলা হচ্ছে সেফ হোম সেন্টার । মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ক্রমবর্ধমান সংক্রমণের কথা ভেবে সেফ হোম সেন্টার খোলা হচ্ছে । এপর্যন্ত 104 টি সেফ হোম সেন্টার খোলা হয়েছে । যাঁদের অল্পবিস্তর উপসর্গ রয়েছে, তাঁদের এই সেফ হোমে রাখা হবে । চিকিৎসকরা নিয়মিত এসে দেখাশোনা করবেন । এতে হাসপাতালের শয্যাগুলিকে গুরুতর রোগীর জন্য সংরক্ষণ করা যাবে । একইসঙ্গে ওই রোগীদেরও চিকিৎসা চলবে । "

পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরায় সংক্রমণ যে বেড়েছে, আজ মুখ্যমন্ত্রীর বক্তব্যে তা আরও একবার স্পষ্ট হয়ে ওঠে । মুখ্যমন্ত্রীর কথায়, "এপর্যন্ত 12 লাখ পরিযায়ী শ্রমিক ফিরেছেন । সংক্রমণ কেন বেড়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না । " আজ ইন্টার্নদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, "ইন্টার্নরা এইসময় কাজ করলে, তাঁদের বন্ডের সময়সীমাও কমবে । পাশাপাশি তাঁদের একটি কোভিড ওয়ারিয়র সার্টিফিকেট দেওয়া হবে ।"

শেষে সচেতনতামূলক বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যবাসীর উদ্দেশে তিনি বলেন,"সবাইকে আমার অনুরোধ, দয়া করে মাস্ক ব্যবহার করুন । ঘণ্টায় ঘণ্টায় হাত ধোয়া অভ্যাস করুন । বেশ কিছুক্ষণ একই জায়গায় থাকবেন না । এর পাশাপাশি বলতে চাই, কোরোনা হলে লুকোবেন না । শরীর খারাপ লাগলে, হাসপাতালে ভরতি হন । চিকিৎসা শুরু করুন । "

কলকাতা, 17 জুন : কোরোনা পরিস্থিতিতে বাড়ি বাড়ি গিয়ে সবচেয়ে বেশি সমীক্ষা হয়েছে পশ্চিমবঙ্গে । যা দেশে সর্বোচ্চ । নবান্নের সাংবাদিক বৈঠকে আজ এমন দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, "কোনও রাজ্য বলছে 1.5 কোটি । কেউ বলছে 3 কোটি । কিন্তু আপনারা কি জানেন বাংলায় 16 কোটি সার্ভে হয়েছে । রাজ্যে 2.5 কোটি পরিবার রয়েছে । এক একটি বাড়িতে কতবার গেলে 16 কোটি হয় ভাবুন । আমাদের আশাকর্মীরা এই কাজ করেছেন । আমি মনে করি ভারতে এটি সর্বোচ্চ । বাড়ি বাড়ি যাওয়ার পর দেখা গেছে, 1.92 লাখ ILI কেস রয়েছে বাংলায় । আর SARI কেস রয়েছে, 4,337 জন ।"

আজকের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "কোরোনা পরিস্থিতিতে প্রথমের দিকে পরীক্ষার সংখ্যা কম ছিল । অন্য রাজ্যগুলিতে ল্যাবরেটরির সুবিধা, পরীক্ষার পরিকাঠামো ভালো ছিল । ধীরে ধীরে রাজ্যেও পরীক্ষার ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি হয় । ল্যাবগুলির সংখ্যা বাড়তে থাকে । সেই অনুযায়ী এপ্রিলের শেষে দুটি ল্যাব নিয়ে পরীক্ষার সংখ্যা ছিল 16,500 । পরে মে মাসের শেষে 2 লাখে গিয়ে দাঁড়ায় সেই সংখ্যা । গতকাল পর্যন্ত যে সংখ্যাটা 3 লাখে পৌঁছেছে । এখন গড় পরীক্ষার পরিমাণ 9,500 । আমাদের ক্ষমতার থেকেও বেশি টেস্ট করা হয়েছে ।"

যাঁদের মধ্যে অল্পবিস্তর উপসর্গ রয়েছে । এবার তাঁদের জন্য খোলা হচ্ছে সেফ হোম সেন্টার । মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ক্রমবর্ধমান সংক্রমণের কথা ভেবে সেফ হোম সেন্টার খোলা হচ্ছে । এপর্যন্ত 104 টি সেফ হোম সেন্টার খোলা হয়েছে । যাঁদের অল্পবিস্তর উপসর্গ রয়েছে, তাঁদের এই সেফ হোমে রাখা হবে । চিকিৎসকরা নিয়মিত এসে দেখাশোনা করবেন । এতে হাসপাতালের শয্যাগুলিকে গুরুতর রোগীর জন্য সংরক্ষণ করা যাবে । একইসঙ্গে ওই রোগীদেরও চিকিৎসা চলবে । "

পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরায় সংক্রমণ যে বেড়েছে, আজ মুখ্যমন্ত্রীর বক্তব্যে তা আরও একবার স্পষ্ট হয়ে ওঠে । মুখ্যমন্ত্রীর কথায়, "এপর্যন্ত 12 লাখ পরিযায়ী শ্রমিক ফিরেছেন । সংক্রমণ কেন বেড়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না । " আজ ইন্টার্নদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, "ইন্টার্নরা এইসময় কাজ করলে, তাঁদের বন্ডের সময়সীমাও কমবে । পাশাপাশি তাঁদের একটি কোভিড ওয়ারিয়র সার্টিফিকেট দেওয়া হবে ।"

শেষে সচেতনতামূলক বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যবাসীর উদ্দেশে তিনি বলেন,"সবাইকে আমার অনুরোধ, দয়া করে মাস্ক ব্যবহার করুন । ঘণ্টায় ঘণ্টায় হাত ধোয়া অভ্যাস করুন । বেশ কিছুক্ষণ একই জায়গায় থাকবেন না । এর পাশাপাশি বলতে চাই, কোরোনা হলে লুকোবেন না । শরীর খারাপ লাগলে, হাসপাতালে ভরতি হন । চিকিৎসা শুরু করুন । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.