কলকাতা, 26 ডিসেম্বর : "গত দিনে আমরা যে রাজনৈতিক দল করে এসেছি সেটি এখন কম্পানিতে পরিণত হয়েছে । সেই রাজনৈতিক দলে কোনও শৃঙ্খলা নেই । সেই কম্পানি থেকে বেরিয়ে এসে আমরা একটি পরিণত রাজনৈতিক দলে এসেছি ।" আজ হেস্টিংসের বিজেপি কার্যালয়ে এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী ।
আজকের সাংগঠনিক বৈঠকে নতুন দলের গুণগানে শুরু থেকেই মুগ্ধ ছিলেন বিজেপি নেতা । বললেন, "বিজেপি শৃঙ্খলা-পরায়ণ দল । জাতীয়তাবাদ, দেশপ্রেম এবং বহুত্ববাদকে স্বীকার করে নিয়ে এই দলের সদস্য হয়েছি । এই দলের মানুষের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে, সেটিকে সঙ্গে নিয়ে এগোব। "
প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধির টাকা থেকে বাংলার কৃষকদের বঞ্চিত করা হচ্ছে বলে গতকালই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছিলেন নরেন্দ্র মোদি । আজ সেই একই কথা শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায় । বললেন, "বিজেপি শাসিত রাজ্য ছাড়াও অনেক রাজ্য আছে । সেই সব রাজ্যের শাসক দলের মতাদর্শ আলাদা । কিন্তু পিএম কিষান সম্মাননিধি থেকে কৃষকদের বঞ্চিত করেননি । বাংলার 73 লাখ কৃষক কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন ।"
আরও পড়ুন : শুভেন্দুকে জেড ক্যাটেগরির নিরাপত্তা কেন্দ্রের
সোনার বাংলা গড়ার জন্য অমিত শাহ যে ডাক দিয়ে গেছেন, আজ কলকাতায় হেস্টিংসের দলীয় কার্যালয়ে আরও একবার সেই একই কথা প্রতিধ্বনিত হল শুভেন্দু অধিকারীর গলায় । বলেন, "আমাদের একটাই লক্ষ্য থাকবে, সোনার বাংলা গড়ার যে পরিকল্পনা বিজেপি দিয়েছে সেটাই পূরণ করা আমাদের কাজ ।"
সাংসদ সুনীল মণ্ডলের গাড়ি ঘিরে তৃণমূলের বিক্ষোভের ঘটনা নিয়েও আজ সরব হন শুভেন্দু অধিকারী । বলেন, "এখানে আপনারা এই আচরণটা দেখলেন । আমার এখন লজ্জা হচ্ছে যে 21 বছর ধরে এই পার্টিটা আমি করেছি ।"