ETV Bharat / state

NIA Director: ইডি ডিরেক্টরের পর শহরে এনআইএ প্রধান, বৈঠক আধিকারিকদের সঙ্গে - এনআইএ ডিরেক্টর দিনকর গুপ্তা

মঙ্গলবার কলকাতায় এসেছেন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এর প্রধান দিনকার গুপ্তা । গত সপ্তাহে শহরে এসেছিলে ইডি'র ডিরেক্টরেটের ডিজি সঞ্জয় মিশ্র ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 6, 2023, 5:28 PM IST

কলকাতা, 6 জুন: কলকাতায় এলেন আরও এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রধান ৷ গত সপ্তাহে শহরে এসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিজি সঞ্জয় মিশ্র বৈঠক করে গিয়েছেন এরাজ্যের ইডি'র তদন্তকারীরা ৷ আর মঙ্গলবার এবার কলকাতায় পা রাখলেন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ'র ডিরেক্টর জেনারেল দিনকর গুপ্তা।

নিউটাউনে এনআইএ'র দফতরে যান তিনি ৷ আদালতের নির্দেশে এই রাজ্যে বিধানসভা ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্ত করছে এনআইএ ৷ তবে শুধু ভোট পরবর্তী হিংসা নয় রাজ্যে বিভিন্ন বিস্ফোরণের ঘটনার তদন্তেও নেমেছে এনআইএ । মনে করা হচ্ছে, এই দুই মামলা-সহ রাজ্যে এনআইএ'র হাতে থাকে অন্যান্য ঘটনার তদন্তগুলি কীভাবে এগোচ্ছে এবং ভারতীয় দণ্ডবিধির কোন কোন ধারা প্রয়োগ করে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়া হচ্ছে সেই বিষয়ে আলোচনা করতে পারেন এনআইএ প্রধান ৷ এরসঙ্গে দাড়িভিটকাণ্ডের তদন্তভারও রয়েছে এনআইএ'র কাছে ৷

উল্লেখ্য, দেশের 12টি শহরে ন্যাশনাল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বিভিন্ন কেন্দ্র বা শাখা গড়ে তোলা হয়েছে । তার মধ্যে অন্যতম হল এই রাজ্যের কলকাতাস্থিত দফতরটি ৷ এনআইএ সূত্রের খবর, একাধিক ঘটনার তদন্তভার তাদের উপর থাকলেও পর্যাপ্ত পরিকাঠামোর অভাবের বিষয়টি তুলে ধরে ইতিমধ্যেই দিল্লির সদর দফতরে চিঠি পাঠানো হয়েছে ৷ ভোট পরবর্তী হিংসার ঘটনার বেশ কয়েকটি মামলায় ইতিমধ্যেই এনআইএ'র তরফে চার্জশিট পেশ করা হয়েছে । কিন্তু অনেক মামলা রয়েছে যেখানে তদন্ত প্রক্রিয়া থেমে গিয়েছে । ফলে তদন্ত প্রক্রিয়া ফের চালু করতে এবং অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত এগোনের বিষয়ে এনআইএ ডিজি আলোচনা করতে পারেন বলে খবর ৷

আরও পড়ুন: শুরু হল দাড়িভিটকাণ্ডের এনআইএ তদন্ত, ইসলামপুরে গেলেন তদন্তকারীরা

এদিন মূলত এনআইএ'র এসপি, ডিআইজি এবং ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকদের সঙ্গে দিনকর গুপ্তা কথা বলেন । সূত্রের খবর, বিভিন্ন ঘটনার চার্জশিট থেকে শুরু করে বিভিন্ন আইনি কাগজপত্র তিনি খতিয়ে দেখবেন । এছাড়াও এনআইএ তদন্ত করতে কোথায় কোথায় বাধার সম্মুখীন হচ্ছে সেই বিষয়গুলি নিয়েও আলোচনা হতে পারে ৷

কলকাতা, 6 জুন: কলকাতায় এলেন আরও এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রধান ৷ গত সপ্তাহে শহরে এসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিজি সঞ্জয় মিশ্র বৈঠক করে গিয়েছেন এরাজ্যের ইডি'র তদন্তকারীরা ৷ আর মঙ্গলবার এবার কলকাতায় পা রাখলেন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ'র ডিরেক্টর জেনারেল দিনকর গুপ্তা।

নিউটাউনে এনআইএ'র দফতরে যান তিনি ৷ আদালতের নির্দেশে এই রাজ্যে বিধানসভা ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্ত করছে এনআইএ ৷ তবে শুধু ভোট পরবর্তী হিংসা নয় রাজ্যে বিভিন্ন বিস্ফোরণের ঘটনার তদন্তেও নেমেছে এনআইএ । মনে করা হচ্ছে, এই দুই মামলা-সহ রাজ্যে এনআইএ'র হাতে থাকে অন্যান্য ঘটনার তদন্তগুলি কীভাবে এগোচ্ছে এবং ভারতীয় দণ্ডবিধির কোন কোন ধারা প্রয়োগ করে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়া হচ্ছে সেই বিষয়ে আলোচনা করতে পারেন এনআইএ প্রধান ৷ এরসঙ্গে দাড়িভিটকাণ্ডের তদন্তভারও রয়েছে এনআইএ'র কাছে ৷

উল্লেখ্য, দেশের 12টি শহরে ন্যাশনাল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বিভিন্ন কেন্দ্র বা শাখা গড়ে তোলা হয়েছে । তার মধ্যে অন্যতম হল এই রাজ্যের কলকাতাস্থিত দফতরটি ৷ এনআইএ সূত্রের খবর, একাধিক ঘটনার তদন্তভার তাদের উপর থাকলেও পর্যাপ্ত পরিকাঠামোর অভাবের বিষয়টি তুলে ধরে ইতিমধ্যেই দিল্লির সদর দফতরে চিঠি পাঠানো হয়েছে ৷ ভোট পরবর্তী হিংসার ঘটনার বেশ কয়েকটি মামলায় ইতিমধ্যেই এনআইএ'র তরফে চার্জশিট পেশ করা হয়েছে । কিন্তু অনেক মামলা রয়েছে যেখানে তদন্ত প্রক্রিয়া থেমে গিয়েছে । ফলে তদন্ত প্রক্রিয়া ফের চালু করতে এবং অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত এগোনের বিষয়ে এনআইএ ডিজি আলোচনা করতে পারেন বলে খবর ৷

আরও পড়ুন: শুরু হল দাড়িভিটকাণ্ডের এনআইএ তদন্ত, ইসলামপুরে গেলেন তদন্তকারীরা

এদিন মূলত এনআইএ'র এসপি, ডিআইজি এবং ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকদের সঙ্গে দিনকর গুপ্তা কথা বলেন । সূত্রের খবর, বিভিন্ন ঘটনার চার্জশিট থেকে শুরু করে বিভিন্ন আইনি কাগজপত্র তিনি খতিয়ে দেখবেন । এছাড়াও এনআইএ তদন্ত করতে কোথায় কোথায় বাধার সম্মুখীন হচ্ছে সেই বিষয়গুলি নিয়েও আলোচনা হতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.