ETV Bharat / state

শীঘ্রই পঞ্চম থেকে অষ্টম শ্রেণির জন্যেও টেলিফোনিক ক্লাস - রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর

প্রাথমিকভাবে নবম ও দশম শ্রেণির জন্য চালু করা টেলিফোনিক ক্লাসে সাফল্য মেলার পর এবার পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্যেও এই পদ্ধতিতে ক্লাস চালু করার পরিকল্পনা করেছে স্কুল শিক্ষা দপ্তর । জানা গেছে, ইতিমধ্যেই সেই উদ্দেশ্যে হাজারের বেশি শিক্ষক-শিক্ষিকাকে প্রশিক্ষণ দেওয়ার কাজ সম্পূর্ণ হয়ে গেছে । সূত্রের খবর, আগামী সপ্তাহেই চালু করে দেওয়া হতে পারে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির জন্য টেলিফোনিক ক্লাস ।

telephone class
রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর
author img

By

Published : Sep 9, 2020, 7:15 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর: চলতি বছর কোরোনা নিয়ে চলা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকাকালীন সময়ে পড়ুয়াদের পঠন-পাঠন চালিয়ে নিয়ে যেতে একাধিক উদ্যোগ নিয়েছিল রাজ্যের স্কুল শিক্ষা । তারমধ্যে সাম্প্রতিকতম উদ্যোগ ছিল টেলিফোনের মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করা । প্রাথমিকভাবে নবম ও দশম শ্রেণির জন্য চালু করা হয়েছিল টেলিফোনিক ক্লাস । এক মাসের বেশি সময় ধরে তার সাফল্য দেখে এবার পঞ্চম থেকে অষ্টম শ্রেণির জন্যেও এই উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর । সম্ভবত আগামী সপ্তাহেই পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য টেলিফোনিক ক্লাস চালু হয়ে যেতে পারে বলে জানা গেছে ।

টেলিভিশনের মাধ্যমে ক্লাস, বাংলার শিক্ষা পোর্টালে অ্যাক্টিভিটি টাস্ক আপলোড, ইউটিউবে বিষয়ভিত্তিক ক্লাস আপলোডের মতো একাধিক উপায়ে স্কুল পড়ুয়াদের পঠন-পাঠন চালিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ লকডাউন শুরুর পরপরই নিয়েছিল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর । কিন্তু, টেলিভিশন বা অনলাইন মাধ্যমে শিক্ষা সব পড়ুয়াদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছিল না । সেই কারণে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের ও আর্থিকভাবে দুর্বল পড়ুয়া, যাদের কাছে স্মার্টফোন, টেলিভিশন বা ইন্টারনেট পরিষেবা নেই তাঁদের কাছে পৌঁছাতে গত 4 অগাস্ট থেকে নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের জন্য টেলিফোনিক ক্লাস চালু করে স্কুল শিক্ষা দপ্তর । এই মাধ্যমে প্রথম থেকেই ব্যাপক সাড়া মিলেছিল পড়ুয়াদের । স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে 8 হাজারের মতো ফোন আসত পড়ুয়াদের । সবমিলিয়ে একমাসে আড়াই লক্ষের মতো ফোন এসেছিল টেলিফোনিক ক্লাসে ।

প্রাথমিকভাবে নবম ও দশম শ্রেণির জন্য চালু করা টেলিফোনিক ক্লাসে সাফল্য মেলার পর এবার পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্যেও এই পদ্ধতিতে ক্লাস চালু করার পরিকল্পনা করেছে স্কুল শিক্ষা দপ্তর । জানা গেছে, ইতিমধ্যেই সেই উদ্দেশ্যে হাজারের বেশি শিক্ষক-শিক্ষিকাকে প্রশিক্ষণ দেওয়ার কাজ সম্পূর্ণ হয়ে গেছে । সূত্রের খবর, আগামী সপ্তাহেই চালু করে দেওয়া হতে পারে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির জন্য টেলিফোনিক ক্লাস ।

স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, নবম ও দশম শ্রেণির পড়ুয়ার বিষয়ভিত্তিক প্রশ্ন করতেন ফোন করে । অপরপ্রান্তে থাকা শিক্ষক-শিক্ষিকা তার সেই প্রশ্নের উত্তর দিতেন । পঞ্চম থেকে অষ্টম শ্রেণির জন্য এই পদ্ধতিতে একটু বদল আনার সিদ্ধান্ত হয়েছে । এক্ষেত্রে শুধু বিষয়ভিত্তিক প্রশ্ন নয়, পড়ুয়ারা চাইলে কোনও বিষয়ের অধ্যায় বুঝতে চাইলেও তা বুঝিয়ে দেবেন শিক্ষক-শিক্ষিকারা । মূলত, স্কুল খোলা থাকলে অগাস্ট মাস পর্যন্ত পড়ুয়াদের যা পড়ানো হত সেই অংশগুলির উপরেই ক্লাস নেওয়া হবে।

:

কলকাতা, 9 সেপ্টেম্বর: চলতি বছর কোরোনা নিয়ে চলা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকাকালীন সময়ে পড়ুয়াদের পঠন-পাঠন চালিয়ে নিয়ে যেতে একাধিক উদ্যোগ নিয়েছিল রাজ্যের স্কুল শিক্ষা । তারমধ্যে সাম্প্রতিকতম উদ্যোগ ছিল টেলিফোনের মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করা । প্রাথমিকভাবে নবম ও দশম শ্রেণির জন্য চালু করা হয়েছিল টেলিফোনিক ক্লাস । এক মাসের বেশি সময় ধরে তার সাফল্য দেখে এবার পঞ্চম থেকে অষ্টম শ্রেণির জন্যেও এই উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর । সম্ভবত আগামী সপ্তাহেই পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য টেলিফোনিক ক্লাস চালু হয়ে যেতে পারে বলে জানা গেছে ।

টেলিভিশনের মাধ্যমে ক্লাস, বাংলার শিক্ষা পোর্টালে অ্যাক্টিভিটি টাস্ক আপলোড, ইউটিউবে বিষয়ভিত্তিক ক্লাস আপলোডের মতো একাধিক উপায়ে স্কুল পড়ুয়াদের পঠন-পাঠন চালিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ লকডাউন শুরুর পরপরই নিয়েছিল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর । কিন্তু, টেলিভিশন বা অনলাইন মাধ্যমে শিক্ষা সব পড়ুয়াদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছিল না । সেই কারণে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের ও আর্থিকভাবে দুর্বল পড়ুয়া, যাদের কাছে স্মার্টফোন, টেলিভিশন বা ইন্টারনেট পরিষেবা নেই তাঁদের কাছে পৌঁছাতে গত 4 অগাস্ট থেকে নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের জন্য টেলিফোনিক ক্লাস চালু করে স্কুল শিক্ষা দপ্তর । এই মাধ্যমে প্রথম থেকেই ব্যাপক সাড়া মিলেছিল পড়ুয়াদের । স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে 8 হাজারের মতো ফোন আসত পড়ুয়াদের । সবমিলিয়ে একমাসে আড়াই লক্ষের মতো ফোন এসেছিল টেলিফোনিক ক্লাসে ।

প্রাথমিকভাবে নবম ও দশম শ্রেণির জন্য চালু করা টেলিফোনিক ক্লাসে সাফল্য মেলার পর এবার পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্যেও এই পদ্ধতিতে ক্লাস চালু করার পরিকল্পনা করেছে স্কুল শিক্ষা দপ্তর । জানা গেছে, ইতিমধ্যেই সেই উদ্দেশ্যে হাজারের বেশি শিক্ষক-শিক্ষিকাকে প্রশিক্ষণ দেওয়ার কাজ সম্পূর্ণ হয়ে গেছে । সূত্রের খবর, আগামী সপ্তাহেই চালু করে দেওয়া হতে পারে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির জন্য টেলিফোনিক ক্লাস ।

স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, নবম ও দশম শ্রেণির পড়ুয়ার বিষয়ভিত্তিক প্রশ্ন করতেন ফোন করে । অপরপ্রান্তে থাকা শিক্ষক-শিক্ষিকা তার সেই প্রশ্নের উত্তর দিতেন । পঞ্চম থেকে অষ্টম শ্রেণির জন্য এই পদ্ধতিতে একটু বদল আনার সিদ্ধান্ত হয়েছে । এক্ষেত্রে শুধু বিষয়ভিত্তিক প্রশ্ন নয়, পড়ুয়ারা চাইলে কোনও বিষয়ের অধ্যায় বুঝতে চাইলেও তা বুঝিয়ে দেবেন শিক্ষক-শিক্ষিকারা । মূলত, স্কুল খোলা থাকলে অগাস্ট মাস পর্যন্ত পড়ুয়াদের যা পড়ানো হত সেই অংশগুলির উপরেই ক্লাস নেওয়া হবে।

:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.