ETV Bharat / state

Durga Idols Art Gallery: দুর্গাপ্রতিমার সংখ্যায় বৃদ্ধি, বহরে বাড়ছে 'মা ফিরে এল' প্রদর্শনী কেন্দ্র

New Art Gallery for Durga Idols: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুর্গামূর্তি প্রদর্শনী কেন্দ্র 'মা ফিরে এল' ৷ রবীন্দ্র সরোবরে দুই বিঘা জমি নিয়ে প্রতিমা রাখার জন্য তৈরি হচ্ছে নতুন গ্যালারি ।

new art gallery for Durga idols
দুর্গা মূর্তি প্রদর্শনী কেন্দ্রে নতুন গ্যালারি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2023, 8:30 PM IST

রবীন্দ্র সরোবরে দুর্গা মূর্তি প্রদর্শনী কেন্দ্রে হচ্ছে নতুন গ্যালারি

কলকাতা, 29 অক্টোবর: দিনে দিনে বাড়ছে প্রতিমার সংখ্যা ৷ এখন প্রতিমাগুলির উচ্চতাও আগের থেকে অনেক বেশি ৷ তাই এবার তার সঙ্গে তাল মিলিয়ে আড়ে-বহরে আরও বাড়ানো হচ্ছে রবীন্দ্র সরোবরের দুর্গামূর্তি প্রদর্শনী কেন্দ্র 'মা ফিরে এল' ৷ আগে ছিল কেবল আর্ট গ্যালারি ৷ এবার তার পাশেই করা হচ্ছে নতুন গ্যালারি । গোটা কাজটি করছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। কেএমডিএ সূত্রে খবর, প্রতি বছর এখানে প্রদর্শনীর জন্য কলকাতার বিভিন্ন মণ্ডপের বেশ কিছু প্রতিমা জায়গা পায় । বেশ কয়েক বছর ধরেই প্রতিমা রাখতে রাখতে গ্যালারিতে জায়গা আর নেই বললেই চলে । তাই পাশেই একটি ফাঁকা জমি রয়েছে ৷ সেখানেই নতুন গ্যালারি করার কাজ শুরু করেছে কেএমডিএ । প্রায় কমবেশি দুই বিঘা জমি নিয়ে তৈরি হচ্ছে এই নতুন গ্যালারি ।

এই বছর এখন পর্যন্ত 6 থেকে 7টি দুর্গা প্রতিমা গ্যালারিতে রাখার জন্য এসেছে । আরও 6-8টি প্রতিমা আসবে । গ্যালারিতে মোট 15টি প্রতিমা রাখা হবে প্রদর্শনীর জন্য । এ ক্ষেত্রে অবশ্য পুরনো বেশ কিছু প্রতিমা সরিয়ে ফেলা হবে । এখন দিন কয়েক অস্থায়ী গ্যালারিতে থাকবে প্রতিমাগুলি । মাস তিনেকের মধ্যে সুন্দর করে স্থায়ী গ্যালারি তৈরির কাজ শেষ হয়ে যাবে বলে জানা গিয়েছে । এ বছর কার্নিভাল শেষে নিজের পাড়ার ঠাকুর দিতে 'মা ফিরে এল' প্রদর্শনী কেন্দ্রে এসেছিলেন ফিরহাদ হাকিম । সেসময় গোটা বিষয়টি তদারকি করে গিয়েছেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কেএমডিএ চেয়ারম্যান ৷

new art gallery for Durga idols
দিনে দিনে বাড়ছে প্রতিমার সংখ্যা

এই বিষয়ে এক কেএমডিএ আধিকারিক বলেন, "পুরনো গ্যালারি থেকে বেশ কিছু প্রতিমা সরানো হবে । কিন্তু এ বছর নতুন যেসব প্রতিমা এসেছে তাদের প্রত্যেকটার যা উচ্চতা তাতে সেগুলিকে এখনই গ্যালারির ভিতর রাখা যাবে না। এখন সবে 7টি প্রতিমা এসেছে । চেতলা অগ্রণী, বড়িশা, ত্রিধারার দুর্গা প্রতিমা এসে গিয়েছে । আরও কয়েকটি পুজো কমিটির প্রতিমা আসবে । এখন লাইট দিয়ে হ্যাঙ্গিং তাঁবু করে রাখা হবে প্রতিমাগুলি । মাসতিনেকের মধ্যে সুন্দর করে সাজিয়ে নতুন গ্যালারির অংশ আকর্ষণীয় করে তোলা হবে ।"

new art gallery for Durga idols
প্রতিমাগুলির উচ্চতাও আগের থেকে এখন অনেক বেশি

উল্লেখ্য, ধীরে ধীরে বাংলার শ্রেষ্ট উৎসব দুর্গাপুজোর জৌলুস বৃদ্ধি পেয়েছে । তাকে ঘিরে আনন্দ উচ্ছ্বাস থেকে শুরু করে ব্যবসা সবটাই অন্যমাত্রা নিয়েছে । সম্প্রতি এই দুর্গাপুজোর মুকুটে জুটেছে ইউনেসকোর নতুন পালক । মিলেছে অধরা ঐতিহ্যের স্বীকৃতি । তবে উৎসব মিটলেও বিভিন্ন মাতৃ প্রতিমা সংরক্ষণ করে প্রদর্শনী কেন্দ্র গড়ে তুলেছে রাজ্য সরকার । বছর 5,6 আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে অনুসারে রবীন্দ্র সরোবরে এক ধার ধরে বেশ কিছুটা ফাঁকা জায়গা নিয়ে গড়ে তোলা হয় 'মা ফিরে এল' নামক আর্ট গ্যালারিটি ।

new art gallery for Durga idols
আরে বহরে বাড়ছে 'মা ফিরে এল' প্রদর্শনী কেন্দ্র

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী পৌঁছে যেতেই আধঘণ্টা আগে শুরু কার্নিভাল, দেখুন ভিডিয়ো

বেশ কয়েক বছর ধাপে ধাপে গোটা প্রদর্শনী কেন্দ্র আকর্ষণীয় করে সাজিয়ে তোলা হয়েছে । ঢোকার মুখেই দেখতে পাওয়া যায় দু’টো বিরাট টেরাকোটার প্রদীপ । সাজানো বাগানের মাঝে সুন্দর করে রাখা রয়েছে প্রতিমা । আবার একটু বড় হল ঘরের ভিতর ঢুকলে প্রায় 10-15 টি সাজানো প্রতিমার দেখা মিলবে । প্রত্যেকটি মূর্তির নীচে লেখা রয়েছে নির্দিষ্ট ক্লাব ও শিল্পীর নাম । কোন সালের প্রতিমা তাও রয়েছে লেখা সেখানে । এক্কেবারে সংগ্রহশালার আদলেই গড়ে উঠেছে এই প্রতিমা প্রদর্শনী কেন্দ্রটি ।

রবীন্দ্র সরোবরে দুর্গা মূর্তি প্রদর্শনী কেন্দ্রে হচ্ছে নতুন গ্যালারি

কলকাতা, 29 অক্টোবর: দিনে দিনে বাড়ছে প্রতিমার সংখ্যা ৷ এখন প্রতিমাগুলির উচ্চতাও আগের থেকে অনেক বেশি ৷ তাই এবার তার সঙ্গে তাল মিলিয়ে আড়ে-বহরে আরও বাড়ানো হচ্ছে রবীন্দ্র সরোবরের দুর্গামূর্তি প্রদর্শনী কেন্দ্র 'মা ফিরে এল' ৷ আগে ছিল কেবল আর্ট গ্যালারি ৷ এবার তার পাশেই করা হচ্ছে নতুন গ্যালারি । গোটা কাজটি করছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। কেএমডিএ সূত্রে খবর, প্রতি বছর এখানে প্রদর্শনীর জন্য কলকাতার বিভিন্ন মণ্ডপের বেশ কিছু প্রতিমা জায়গা পায় । বেশ কয়েক বছর ধরেই প্রতিমা রাখতে রাখতে গ্যালারিতে জায়গা আর নেই বললেই চলে । তাই পাশেই একটি ফাঁকা জমি রয়েছে ৷ সেখানেই নতুন গ্যালারি করার কাজ শুরু করেছে কেএমডিএ । প্রায় কমবেশি দুই বিঘা জমি নিয়ে তৈরি হচ্ছে এই নতুন গ্যালারি ।

এই বছর এখন পর্যন্ত 6 থেকে 7টি দুর্গা প্রতিমা গ্যালারিতে রাখার জন্য এসেছে । আরও 6-8টি প্রতিমা আসবে । গ্যালারিতে মোট 15টি প্রতিমা রাখা হবে প্রদর্শনীর জন্য । এ ক্ষেত্রে অবশ্য পুরনো বেশ কিছু প্রতিমা সরিয়ে ফেলা হবে । এখন দিন কয়েক অস্থায়ী গ্যালারিতে থাকবে প্রতিমাগুলি । মাস তিনেকের মধ্যে সুন্দর করে স্থায়ী গ্যালারি তৈরির কাজ শেষ হয়ে যাবে বলে জানা গিয়েছে । এ বছর কার্নিভাল শেষে নিজের পাড়ার ঠাকুর দিতে 'মা ফিরে এল' প্রদর্শনী কেন্দ্রে এসেছিলেন ফিরহাদ হাকিম । সেসময় গোটা বিষয়টি তদারকি করে গিয়েছেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কেএমডিএ চেয়ারম্যান ৷

new art gallery for Durga idols
দিনে দিনে বাড়ছে প্রতিমার সংখ্যা

এই বিষয়ে এক কেএমডিএ আধিকারিক বলেন, "পুরনো গ্যালারি থেকে বেশ কিছু প্রতিমা সরানো হবে । কিন্তু এ বছর নতুন যেসব প্রতিমা এসেছে তাদের প্রত্যেকটার যা উচ্চতা তাতে সেগুলিকে এখনই গ্যালারির ভিতর রাখা যাবে না। এখন সবে 7টি প্রতিমা এসেছে । চেতলা অগ্রণী, বড়িশা, ত্রিধারার দুর্গা প্রতিমা এসে গিয়েছে । আরও কয়েকটি পুজো কমিটির প্রতিমা আসবে । এখন লাইট দিয়ে হ্যাঙ্গিং তাঁবু করে রাখা হবে প্রতিমাগুলি । মাসতিনেকের মধ্যে সুন্দর করে সাজিয়ে নতুন গ্যালারির অংশ আকর্ষণীয় করে তোলা হবে ।"

new art gallery for Durga idols
প্রতিমাগুলির উচ্চতাও আগের থেকে এখন অনেক বেশি

উল্লেখ্য, ধীরে ধীরে বাংলার শ্রেষ্ট উৎসব দুর্গাপুজোর জৌলুস বৃদ্ধি পেয়েছে । তাকে ঘিরে আনন্দ উচ্ছ্বাস থেকে শুরু করে ব্যবসা সবটাই অন্যমাত্রা নিয়েছে । সম্প্রতি এই দুর্গাপুজোর মুকুটে জুটেছে ইউনেসকোর নতুন পালক । মিলেছে অধরা ঐতিহ্যের স্বীকৃতি । তবে উৎসব মিটলেও বিভিন্ন মাতৃ প্রতিমা সংরক্ষণ করে প্রদর্শনী কেন্দ্র গড়ে তুলেছে রাজ্য সরকার । বছর 5,6 আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে অনুসারে রবীন্দ্র সরোবরে এক ধার ধরে বেশ কিছুটা ফাঁকা জায়গা নিয়ে গড়ে তোলা হয় 'মা ফিরে এল' নামক আর্ট গ্যালারিটি ।

new art gallery for Durga idols
আরে বহরে বাড়ছে 'মা ফিরে এল' প্রদর্শনী কেন্দ্র

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী পৌঁছে যেতেই আধঘণ্টা আগে শুরু কার্নিভাল, দেখুন ভিডিয়ো

বেশ কয়েক বছর ধাপে ধাপে গোটা প্রদর্শনী কেন্দ্র আকর্ষণীয় করে সাজিয়ে তোলা হয়েছে । ঢোকার মুখেই দেখতে পাওয়া যায় দু’টো বিরাট টেরাকোটার প্রদীপ । সাজানো বাগানের মাঝে সুন্দর করে রাখা রয়েছে প্রতিমা । আবার একটু বড় হল ঘরের ভিতর ঢুকলে প্রায় 10-15 টি সাজানো প্রতিমার দেখা মিলবে । প্রত্যেকটি মূর্তির নীচে লেখা রয়েছে নির্দিষ্ট ক্লাব ও শিল্পীর নাম । কোন সালের প্রতিমা তাও রয়েছে লেখা সেখানে । এক্কেবারে সংগ্রহশালার আদলেই গড়ে উঠেছে এই প্রতিমা প্রদর্শনী কেন্দ্রটি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.