কলকাতা, 14 অক্টোবর: মুক্তি পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন পুজোর অ্যালবাম 'আলো দাও' । প্রত্যেকবার মহালয়ার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের গানের অ্যালবাম প্রকাশিত হয় । সেইমতো এবারও দলের মুখপত্রের উৎসব সংখ্যা প্রকাশের দিনই আনুষ্ঠানিকভাবে নজরুল মঞ্চ থেকে মুক্তি পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নতুন অ্যালবাম ।
তবে যাঁর অ্যালবাম তিনিই এদিন উপস্থিত হতে পারলেন এই অনুষ্ঠানে ৷ পায়ে অস্ত্রোপচারের জেরে আপাতত মমতা বন্দোপাধ্যায় গৃহবন্দি । কালীঘাটের বাড়িতে বসেই এই অ্যালবামের উদ্বোধন করলেন তিনি । এবারের পুজোর অ্যালবামে মোট সাতটি গান রয়েছে । গানগুলির কথা এবং সুরের দায়িত্ব সামলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গানগুলি গিয়েছেন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন, শ্রীরাধা মিত্র, রূপঙ্কর বাগচী, মনোময় ভট্টাচার্য, অদিতি মুন্সি এবং তৃষা পোড়েল ।
এর আগেও একাধিক অ্যালবাম প্রকাশ পেয়েছে মুখ্য়মন্ত্রীর ৷ তাঁর কবিতার বইও রয়েছে বেশ কয়েকটি ৷ রয়েছে বেশকিছু প্রবন্ধ এবং ছড়ার সংকলনও ৷ প্রসঙ্গত, শনিবার নজরুল মঞ্চ থেকেই দলের মুখপত্রে প্রকাশিত কবিতার একটি সংকলনও প্রকাশ করা হয় । বইটির নাম দেওয়া হয়েছে 'কবিতা' । বই প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সবাইকে অনুরোধ করব, পুজোর সময়ে স্টলে বইগুলি রাখুন । বিশেষ করে যে সব বই থেকে তৃণমূল কংগ্রেস সম্পর্কে জানা যাবে । সংগ্রাম, আন্দোলন, দেশ সম্পর্কে জানতে এই বইগুলি পড়ুন ।"
আরও পড়ুন: পায়ে সেপটিক হয়েছিল, লড়াই করে ফিরেছেন; জানালেন মমতা
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবের মরশুমে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আবেদন করেছেন। তিনি বলেন, "প্ররোচনা আর উত্তেজনায় পা দেবেন না । কয়েকটা লোক কী বলল, শুনবেন । কিন্তু পাত্তা দেবেন । দেবী হল আমাদের মা । দেবী দুর্গাকে আবাহন করুন । ধর্ম আপনার, উৎসব সবার । কোনও বিদ্বেষ নয় । সবাই আমরা এক ।"