কলকাতা, 21 সেপ্টেম্বর: শূন্য অথবা নেগেটিভ নম্বর পেলেও এ বার হওয়া যাবে এমডি ! পশ্চিমবঙ্গ সরকার নয়, নয়া এই বিজ্ঞপ্তি এ বার জারি করল কেন্দ্রীয় সরকার ।
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের নির্দেশের পরে জাতীয় মেডিক্যাল কমিশনের মেডিক্যাল কাউন্সেলিং কমিটি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । তাতে বলা হয়েছে, নিট স্নাতকোত্তর প্রবেশিকা পরীক্ষার (এনইইটি-পিজি) তৃতীয় রাউন্ডের কাউন্সেলিং-এর যোগ্যতার মানদণ্ড কমানো হয়েছে । কেউ পরীক্ষায় অংশ নিলেই এমডি ডিগ্রি অর্জন করতে পারবেন । যদি তিনি শূন্য অথবা শূন্যের কমও নম্বর পেয়ে থাকেন, তাহলেও তিনি স্নাতকোত্তর মেডিক্যাল এবং ডেন্টাল কোর্সে এমডি, এমএস ও এমডিএস আসন পাওয়ার যোগ্য হবেন । তবে এ ক্ষেত্রে শুধুমাত্র বেসরকারি হাসপাতালেই তিনি কাউন্সেলিং-এ অংশ নিতে পারবেন ।
এই বছরের কাউন্সেলিং প্রক্রিয়া ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে । তবে জাতীয় মেডিক্যাল কমিশনের নয়া এই বিজ্ঞপ্তির পর ফের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে । যাঁরা একবার নিজেদের রেজিস্ট্রেশন করে নিয়েছেন, তাঁদের নতুন করে আর রেজিস্ট্রেশন করাতে হবে না । বরং যাঁরা কম নম্বরের জন্য রেজিস্ট্রেশন করাতে পারেননি, তাঁরা এ বার এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন ।
এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই এর বিরোধিতা করেছে বহু চিকিৎসক সংগঠন । তাদের মতে, এটা চিকিৎসা শাস্ত্রের বেসরকারিকরণের একটা ধাপ । অ্যাসোসিয়েশন অফ হেলথ ডক্টরস সার্ভিসের সাধারণ সম্পাদক মানস গুমটা বলেন,"এর থেকে খারাপ আর কিছু হতে পারে না । মেধার সঙ্গে এইভাবে আপোস করলে একটা ভয়ংকর পরিস্থিতি তৈরি হবে । আমাদের ধারণা পুরোপুরি বেসরকারিকরণের লক্ষ্যে, ব্যবসায়ীদের মুনাফার তৈরি করে দেওয়ার লক্ষ্যে, যাঁদের পয়সা আছে শুধু তাঁরাই ডাক্তারি পড়বেন, এই ভাবনাতেই এগিয়ে চলেছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন । আমরা এর তীব্র বিরোধিতা করছি ।"
আরও পড়ুন: কোটায় নিট প্রস্তুতিরত ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার
একই সুর শোনা গিয়েছে, মেডিক্যাল সার্ভিস ফোরামের সর্বভারতীয় সম্পাদকমণ্ডলীর সদস্য চিকিৎসক শুভংকর চট্টোপাধ্যায় বলেন, "এই নয়া বিজ্ঞপ্তির জন্য মেডিক্যাল এবং ডেন্টালে বেসরকারিকরণের সমস্ত দরজা খুলে দেওয়া হল । জয়েন্ট এন্ট্রান্স তুলে নিটের মাধ্যমে বিভিন্ন রাজ্য দুর্নীতি দমন করা হবে বলে বলা হয়েছিল । আমরা প্রথম থেকেই এর বিরোধিতা করেছি । এই নতুন বিজ্ঞপ্তির ফলে চিকিৎসকদের যে মান ছিল তা নেমে যাবে না ? আমরা মনে করি, এর ফলে মেধা, চিকিৎসকদের মান সব কিছুই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে ।"
তবে এই প্রসঙ্গে বিজেপি সমর্থিত চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায় বলেন,"ভারতের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে । বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সেই দুর্নীতি রুখতেই এই পদক্ষেপ । শূন্য দেখে আতঙ্কিত হওয়ার কিছু নেই । কারণ, নিট পরীক্ষায় নেগেটিভ মার্কিং হয় । তবে, আমাদের দল কেন্দ্রীয় সরকারকে আর্জি জানাবে মেধাই যেন শেষ কথা হয় ।"