ETV Bharat / state

West Bengal Post Circle: বিপুল আয় বৃদ্ধি, দুয়ারে পরিষেবা দিতে 'জাতীয় ডাক সপ্তাহ' পালন পশ্চিমবঙ্গ সার্কেলের

ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল সিদ্ধান্ত নিয়েছে যে, 10 অক্টোবর সশক্তিকরণ দিবস, 11 অক্টোবর ফিলাটেলি দিবস, 12 ও 13 অক্টোবর মেল এবং পার্সেল দিবস পালন করবে । এর মাধ্যমে জনসাধারণকে ডাক বিভাগের বিভিন্ন পরিষেবা সম্পর্কে সচেতন করা হবে ।

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 10:25 PM IST

Etv Bharat
পোস্ট অফিসের লেটার বক্স

কলকাতা, 9 অক্টোবর: বিশ্ব পোস্ট দিবস ও জাতীয় পোস্টাল সপ্তাহ উপলক্ষে ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল 9 থেকে 13 অক্টোবর পর্যন্ত জাতীয় ডাক সপ্তাহ পালন করার সিদ্ধান্ত নিয়েছে । যার থিম রাখা হয়েছে 'টুগেদার ফর ট্রাস্ট' । একইসঙ্গে ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের লক্ষ্য জাতির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ভারতীয় ডাক বিভাগের ভূমিকা তুলে ধরা ।

ডাক বিভাগের পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেল কোভিড পরবর্তী সময়ে অর্থনৈতিক উত্থানের পরিপ্রেক্ষিতে, AePs-এর মাধ্যমে DNK, পার্সেল প্যাকেজিং ইউনিট, ODOP এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা সুবিধার মতো পরিষেবাগুলির ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে । এই পরিষেবাগুলি ডিজিটাল ভারতের নীতির সঙ্গে সঙ্গতি রেখেই নাগরিক পরিষেবা প্রদান করছে । সাধারণ নাগরিকের দোরগোড়ায় পরিষেবা দিতে পশ্চিমবঙ্গ সার্কেল ডাক সংক্রান্ত যাবতীয় পরিষেবার উন্নয়ন কর্মসূচিও শুরু করেছে । যা মাসিক ভিত্তিতে প্রতিটি বিভাগে পরিচালিত হচ্ছে । ইভেন্টগুলির লক্ষ্য হল এক ছাদের নীচে দফতরের সমস্ত পরিষেবা আনা এবং জনগণের চাহিদা মেটানো ।

ওয়েস্ট বেঙ্গল সার্কেল বর্তমানে 30টি জায়গায় ঝামেলামুক্ত আন্তর্জাতিক মেল পরিষেবা প্রদান করছে । ইএমএস (EMS) পণ্যদ্রব্য এবং নথি বুকিং, আন্তর্জাতিক বিমান পার্সেল এবং নিবন্ধিত চিঠি এবং প্যাকেটগুলি বাইরের দেশে পাঠাতে সক্ষম হচ্ছে ।

ই-কমার্স গ্রাহক এবং এমএসএমইগুলির উপর গুরুত্ব দিয়ে ভারতীয় রেলওয়ের সঙ্গে যৌথভাবে এক্সপ্রেস কার্গো সার্ভিস বিভাগে সফলতা এসেছে । এই পরিষেবায় 35 থেকে 100 কেজি ওজনের আইটেম পরিবহণ করছে ডাক বিভাগ । এই বিষয়ে পশ্চিমবঙ্গ সার্কেলের পিজিএম মেইল ও বিডি অনিল কুমার বলেন, "আমাদের সার্কেল জানুয়ারি থেকে অগস্ট 2023 পর্যন্ত বুক করা পার্সেলের সংখ্যা 1 হাজার 721 ৷ যার মোট চার্জের পরিমাণ 31 লক্ষ 38 হাজার 373 টাকা । সামগ্রিকভাবে, 2022-23 অর্থ বছরে রাজস্বে ব্যাপক হারে লাভবান হয়েছে । স্পিড পোস্ট ডকুমেন্ট এবং পার্সেলের মোট আয় ছিল 196.39 কোটি এবং অন্যান্য পণ্যে আয় হয়েছে 97.78 কোটি টাকা । সব মিলিয়ে এই সার্কেল 126.36% আয় বৃদ্ধি পেয়েছে ।"

তাই ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল সিদ্ধান্ত নিয়েছে যে, 10 অক্টোবর সশক্তিকরণ দিবস, 11 অক্টোবর ফিলাটেলি দিবস, তারপরে 12 ও 13 অক্টোবর মেল এবং পার্সেল দিবস পালন করবে । যার মাধ্যমে জনসাধারণকে ডাক বিভাগের বিভিন্ন পরিষেবা সম্পর্কে সচেতন করা হবে ।

আরও পড়ুন : করোনাকালে ডাক বিভাগের সঞ্চয় প্রকল্পে বিপুল টাকা জমা, দেশের মধ্যে শীর্ষে বাংলা

কলকাতা, 9 অক্টোবর: বিশ্ব পোস্ট দিবস ও জাতীয় পোস্টাল সপ্তাহ উপলক্ষে ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল 9 থেকে 13 অক্টোবর পর্যন্ত জাতীয় ডাক সপ্তাহ পালন করার সিদ্ধান্ত নিয়েছে । যার থিম রাখা হয়েছে 'টুগেদার ফর ট্রাস্ট' । একইসঙ্গে ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের লক্ষ্য জাতির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ভারতীয় ডাক বিভাগের ভূমিকা তুলে ধরা ।

ডাক বিভাগের পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেল কোভিড পরবর্তী সময়ে অর্থনৈতিক উত্থানের পরিপ্রেক্ষিতে, AePs-এর মাধ্যমে DNK, পার্সেল প্যাকেজিং ইউনিট, ODOP এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা সুবিধার মতো পরিষেবাগুলির ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে । এই পরিষেবাগুলি ডিজিটাল ভারতের নীতির সঙ্গে সঙ্গতি রেখেই নাগরিক পরিষেবা প্রদান করছে । সাধারণ নাগরিকের দোরগোড়ায় পরিষেবা দিতে পশ্চিমবঙ্গ সার্কেল ডাক সংক্রান্ত যাবতীয় পরিষেবার উন্নয়ন কর্মসূচিও শুরু করেছে । যা মাসিক ভিত্তিতে প্রতিটি বিভাগে পরিচালিত হচ্ছে । ইভেন্টগুলির লক্ষ্য হল এক ছাদের নীচে দফতরের সমস্ত পরিষেবা আনা এবং জনগণের চাহিদা মেটানো ।

ওয়েস্ট বেঙ্গল সার্কেল বর্তমানে 30টি জায়গায় ঝামেলামুক্ত আন্তর্জাতিক মেল পরিষেবা প্রদান করছে । ইএমএস (EMS) পণ্যদ্রব্য এবং নথি বুকিং, আন্তর্জাতিক বিমান পার্সেল এবং নিবন্ধিত চিঠি এবং প্যাকেটগুলি বাইরের দেশে পাঠাতে সক্ষম হচ্ছে ।

ই-কমার্স গ্রাহক এবং এমএসএমইগুলির উপর গুরুত্ব দিয়ে ভারতীয় রেলওয়ের সঙ্গে যৌথভাবে এক্সপ্রেস কার্গো সার্ভিস বিভাগে সফলতা এসেছে । এই পরিষেবায় 35 থেকে 100 কেজি ওজনের আইটেম পরিবহণ করছে ডাক বিভাগ । এই বিষয়ে পশ্চিমবঙ্গ সার্কেলের পিজিএম মেইল ও বিডি অনিল কুমার বলেন, "আমাদের সার্কেল জানুয়ারি থেকে অগস্ট 2023 পর্যন্ত বুক করা পার্সেলের সংখ্যা 1 হাজার 721 ৷ যার মোট চার্জের পরিমাণ 31 লক্ষ 38 হাজার 373 টাকা । সামগ্রিকভাবে, 2022-23 অর্থ বছরে রাজস্বে ব্যাপক হারে লাভবান হয়েছে । স্পিড পোস্ট ডকুমেন্ট এবং পার্সেলের মোট আয় ছিল 196.39 কোটি এবং অন্যান্য পণ্যে আয় হয়েছে 97.78 কোটি টাকা । সব মিলিয়ে এই সার্কেল 126.36% আয় বৃদ্ধি পেয়েছে ।"

তাই ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল সিদ্ধান্ত নিয়েছে যে, 10 অক্টোবর সশক্তিকরণ দিবস, 11 অক্টোবর ফিলাটেলি দিবস, তারপরে 12 ও 13 অক্টোবর মেল এবং পার্সেল দিবস পালন করবে । যার মাধ্যমে জনসাধারণকে ডাক বিভাগের বিভিন্ন পরিষেবা সম্পর্কে সচেতন করা হবে ।

আরও পড়ুন : করোনাকালে ডাক বিভাগের সঞ্চয় প্রকল্পে বিপুল টাকা জমা, দেশের মধ্যে শীর্ষে বাংলা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.