ETV Bharat / state

President Droupadi Murmu Birthday: 65তম জন্মদিনে রাষ্ট্রপতি মুর্মুকে শুভেচ্ছা মোদি ও মমতার - President Droupadi Murmu Birthday

আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন ৷ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, উপ-রাষ্ট্রপতি থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ৷

President Droupadi Murmu Birthday
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন
author img

By

Published : Jun 20, 2023, 2:27 PM IST

কলকাতা, 20 জুন: আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 65তম জন্মদিন ৷ রাষ্ট্রপতিকে শুভেচ্ছা বার্তায় ভরালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এবারে রথযাত্রার দিনই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন ৷ তাই রথ উপলক্ষে দিল্লির জগন্নাথ মন্দিরে পুজো দিতে যান রাষ্ট্রপতি ৷ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, "রাষ্ট্রপতিজিকে জন্মদিনের শুভেচ্ছা । তিনি আমাদের জনগণের কল্যাণ, মর্যাদা এবং প্রতিশ্রুতির আলোকবর্তিকা ৷ তিনি দেশের অগ্রগতির ক্ষেত্রে তাঁর প্রচেষ্টার জন্য প্রশংসিত । তাঁর দেশের প্রতি উৎসর্গ আমাদের সকলকে অনুপ্রাণিত করে চলেছে । তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি ।" রাষ্ট্রপতি শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে ৷

  • Birthday greetings to Rashtrapati Ji. A beacon of wisdom, dignity and commitment to the welfare of our people, she is admired for her efforts to further the nation’s progress. Her dedication continues to inspire us all. Wishing her good health and a long life. @rashtrapatibhvn

    — Narendra Modi (@narendramodi) June 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এছাড়াও রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন লোকসভার স্পীকার ওম বিড়লা ৷ তিনি লেখেন, "মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু জিকে জন্মদিনের শুভেচ্ছা । সমাজের সকল শ্রেণির ক্ষমতায়ন এবং একটি উন্নত ভারত গড়ার প্রতি আপনার প্রগতিশীল চিন্তাভাবনা এবং দক্ষ নির্দেশিকা অনুপ্রেরণাদায়ক । ঈশ্বরের কাছে আপনার সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করছি ।" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাষ্ট্রপতি মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেলনি ৷ তিনি লেখেন, "রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা ৷ আমি তাঁর দীর্ঘায়ু ও খুশি কামনা করি ৷"

President Droupadi Murmu Birthday wish
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
President Droupadi Murmu Birthday wish
দ্রৌপদী মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা সস্ত্রীক উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের

পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সস্ত্রীক উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড় ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি ভবনে গিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান ৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাষ্ট্রপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷

  • माननीया राष्ट्रपति श्रीमती द्रौपदी मुर्मु जी को जन्मदिन की अनंत शुभकामनाएं। समाज के सभी वर्गों के सशक्तिकरण तथा विकसित भारत के निर्माण की दिशा में आपका प्रगतिशील चिंतन और कुशल मार्गदर्शन प्रेरणादायी है। ईश्वर से आपके स्वस्थ जीवन तथा दीर्घायु की प्रार्थना है।@rashtrapatibhvn

    — Om Birla (@ombirlakota) June 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • माननीय राष्ट्रपति श्रीमती द्रौपदी मुर्मू जी को जन्मदिन पर हार्दिक बधाई एवं शुभकामनाएं। आपके स्वस्थ एवं सुदीर्घ जीवन की कामना है। @rashtrapatibhvn

    — Nitish Kumar (@NitishKumar) June 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ দিবসে বাংলার জনগণকে শুভেচ্ছা রাষ্ট্রপতির, স্মরণে নেতাজি থেকে সত্যজিৎ

উল্লেখ্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওড়িশার বাসিন্দা ৷ 1958 সালে 20 জুন ওড়িশার উপরবেড়া গ্রামে সাঁওতালি উপজাতি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ৷ 2022 সালে জুলাই মাসে তিনি দেশের 15তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন ৷ তার আগে 2015 থেকে 2021 সাল পর্যন্ত ঝাড়খণ্ডের নবম রাজ্যপাল হিসাবে তিনি দাযিত্বভার সামলেছেন ৷ উপজাতি পরিবার থেকে তিনি দেশের প্রথম রাষ্ট্রপতি এবং প্রতিভা পাতিলের পর দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি ৷

কলকাতা, 20 জুন: আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 65তম জন্মদিন ৷ রাষ্ট্রপতিকে শুভেচ্ছা বার্তায় ভরালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এবারে রথযাত্রার দিনই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন ৷ তাই রথ উপলক্ষে দিল্লির জগন্নাথ মন্দিরে পুজো দিতে যান রাষ্ট্রপতি ৷ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, "রাষ্ট্রপতিজিকে জন্মদিনের শুভেচ্ছা । তিনি আমাদের জনগণের কল্যাণ, মর্যাদা এবং প্রতিশ্রুতির আলোকবর্তিকা ৷ তিনি দেশের অগ্রগতির ক্ষেত্রে তাঁর প্রচেষ্টার জন্য প্রশংসিত । তাঁর দেশের প্রতি উৎসর্গ আমাদের সকলকে অনুপ্রাণিত করে চলেছে । তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি ।" রাষ্ট্রপতি শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে ৷

  • Birthday greetings to Rashtrapati Ji. A beacon of wisdom, dignity and commitment to the welfare of our people, she is admired for her efforts to further the nation’s progress. Her dedication continues to inspire us all. Wishing her good health and a long life. @rashtrapatibhvn

    — Narendra Modi (@narendramodi) June 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এছাড়াও রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন লোকসভার স্পীকার ওম বিড়লা ৷ তিনি লেখেন, "মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু জিকে জন্মদিনের শুভেচ্ছা । সমাজের সকল শ্রেণির ক্ষমতায়ন এবং একটি উন্নত ভারত গড়ার প্রতি আপনার প্রগতিশীল চিন্তাভাবনা এবং দক্ষ নির্দেশিকা অনুপ্রেরণাদায়ক । ঈশ্বরের কাছে আপনার সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করছি ।" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাষ্ট্রপতি মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেলনি ৷ তিনি লেখেন, "রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা ৷ আমি তাঁর দীর্ঘায়ু ও খুশি কামনা করি ৷"

President Droupadi Murmu Birthday wish
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
President Droupadi Murmu Birthday wish
দ্রৌপদী মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা সস্ত্রীক উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের

পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সস্ত্রীক উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড় ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি ভবনে গিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান ৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাষ্ট্রপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷

  • माननीया राष्ट्रपति श्रीमती द्रौपदी मुर्मु जी को जन्मदिन की अनंत शुभकामनाएं। समाज के सभी वर्गों के सशक्तिकरण तथा विकसित भारत के निर्माण की दिशा में आपका प्रगतिशील चिंतन और कुशल मार्गदर्शन प्रेरणादायी है। ईश्वर से आपके स्वस्थ जीवन तथा दीर्घायु की प्रार्थना है।@rashtrapatibhvn

    — Om Birla (@ombirlakota) June 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • माननीय राष्ट्रपति श्रीमती द्रौपदी मुर्मू जी को जन्मदिन पर हार्दिक बधाई एवं शुभकामनाएं। आपके स्वस्थ एवं सुदीर्घ जीवन की कामना है। @rashtrapatibhvn

    — Nitish Kumar (@NitishKumar) June 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ দিবসে বাংলার জনগণকে শুভেচ্ছা রাষ্ট্রপতির, স্মরণে নেতাজি থেকে সত্যজিৎ

উল্লেখ্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওড়িশার বাসিন্দা ৷ 1958 সালে 20 জুন ওড়িশার উপরবেড়া গ্রামে সাঁওতালি উপজাতি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ৷ 2022 সালে জুলাই মাসে তিনি দেশের 15তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন ৷ তার আগে 2015 থেকে 2021 সাল পর্যন্ত ঝাড়খণ্ডের নবম রাজ্যপাল হিসাবে তিনি দাযিত্বভার সামলেছেন ৷ উপজাতি পরিবার থেকে তিনি দেশের প্রথম রাষ্ট্রপতি এবং প্রতিভা পাতিলের পর দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.