ETV Bharat / state

খাদ্যসাথী প্রকল্পে দুর্নীতি, শোকজ় 25 জন রেশন ডিলার

খাদ্যসাথী প্রকল্পে দুর্নীতির অভিযোগ । 25 জন রেশন ডিলারের বিরুদ্ধে সরাসরি খাদ্যসাথী প্রকল্পে দুর্নীতির অভিযোগ জমা পড়ে নবান্নে । প্রশাসনের তরফে তাদের শোকজ় করা হয়েছে ।

nabanna
author img

By

Published : Jul 6, 2019, 6:57 PM IST

কলকাতা, 6 জুলাই : খাদ্যসাথী প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠছিল বেশ কিছুদিন ধরেই । জঙ্গলমহলের বিভিন্ন গ্রামের মানুষ অভিযোগ করেছিলেন, সরকারের বেঁধে দেওয়া কোটার থেকে কম চাল পান তারা । এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ । 25 জন রেশন ডিলারের বিরুদ্ধে সরাসরি খাদ্যসাথী প্রকল্পে দুর্নীতির অভিযোগ জমা পড়েছিল নবান্নে । প্রশাসনের তরফে তাদের শোকজ় করা হয়েছে ।

সরকারি প্রকল্পে দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নবান্ন তরফে । দিনকয়েক আগেই দেওয়া হয়েছে সেই বার্তা । এমনকী CMO-তে নিয়োগ করা হয়েছে একজন IAS অফিসার । খাদ্যসাথী প্রকল্পে দুর্নীতি নিয়ে প্রচুর অভিযোগ জমা পড়েছে গ্রিভান্স সেলে । মূলত রেশন ডিলারদের বিরুদ্ধেই দেদার দুর্নীতির অভিযোগ জানাচ্ছে মানুষ । খাদ্যসাথী প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন বহু মানুষ । আর সেসব অভিযোগ পেয়েই তত্‍‌পর হয়েছে প্রশাসন । নবান্ন সূত্রে খবর, যে 25 জন রেশন ডিলারকে শোকজ় করা হয়েছে, উত্তর না পেলে তাদের সাসপেন্ড পর্যন্ত করা হতে পারে বলে নবান্ন সূত্রে খবর ।

কলকাতা, 6 জুলাই : খাদ্যসাথী প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠছিল বেশ কিছুদিন ধরেই । জঙ্গলমহলের বিভিন্ন গ্রামের মানুষ অভিযোগ করেছিলেন, সরকারের বেঁধে দেওয়া কোটার থেকে কম চাল পান তারা । এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ । 25 জন রেশন ডিলারের বিরুদ্ধে সরাসরি খাদ্যসাথী প্রকল্পে দুর্নীতির অভিযোগ জমা পড়েছিল নবান্নে । প্রশাসনের তরফে তাদের শোকজ় করা হয়েছে ।

সরকারি প্রকল্পে দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নবান্ন তরফে । দিনকয়েক আগেই দেওয়া হয়েছে সেই বার্তা । এমনকী CMO-তে নিয়োগ করা হয়েছে একজন IAS অফিসার । খাদ্যসাথী প্রকল্পে দুর্নীতি নিয়ে প্রচুর অভিযোগ জমা পড়েছে গ্রিভান্স সেলে । মূলত রেশন ডিলারদের বিরুদ্ধেই দেদার দুর্নীতির অভিযোগ জানাচ্ছে মানুষ । খাদ্যসাথী প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন বহু মানুষ । আর সেসব অভিযোগ পেয়েই তত্‍‌পর হয়েছে প্রশাসন । নবান্ন সূত্রে খবর, যে 25 জন রেশন ডিলারকে শোকজ় করা হয়েছে, উত্তর না পেলে তাদের সাসপেন্ড পর্যন্ত করা হতে পারে বলে নবান্ন সূত্রে খবর ।

Intro:কলকাতা, ৬ জুলাই: খাদ্য সাথী প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছিল বেশ কিছুদিন ধরেই। জঙ্গলমহলের বিভিন্ন গ্রামের মানুষ অভিযোগ করেছিলেন, সরকারের বেঁধে দেওয়া কটার থেকে কম চাল পান তারা। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ। 25 জন রেশন ডিলারের বিরুদ্ধে সরাসরি খাদ্য সাথী প্রকল্পে দুর্নীতির অভিযোগ জমা পড়েছিল নবান্নে। সূত্রে খবর, প্রশাসনের তরফে তাদের শোকজ করা হয়েছে।
Body:সরকারি প্রকল্পে দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ করবে নবান্ন। দিন কয়েক আগেই দেওয়া হয়েছে সেই বার্তা। এমন কি CMO তে নিয়োগ করা হয়েছে একজন আইএএস অফিসার। সূত্র জানাচ্ছে, মুখ্যমন্ত্রী প্রশাসনকে জানিয়ে দিয়েছেন সরকারি প্রকল্পে কাটমানি কোন ভাবেই বরদাশ্ত করা হবে না। পাশাপাশি সম্প্রতি মুখ্যমন্ত্রী খবর পান, তার অত্যন্ত প্রিয় খাদ্য সাথী প্রকল্পে দুর্নীতি হচ্ছে। তখনই তিনি স্পষ্ট জানিয়ে দেন, রেশন ডিলারদের দুর্নীতি বরদাস্ত করা হবে না৷ প্রয়োজনে বাতিল করা হবে লাইসেন্স৷ Conclusion:সূত্র জানাচ্ছে, খাদ্য সাথী প্রকল্পে দুর্নীতি নিয়ে প্রচুর অভিযোগ জমা পড়েছে গ্রিভান্স সেলে। মূলত রেশন ডিলারদের বিরুদ্ধে দেদার দুর্নীতির অভিযোগ জানান মানুষ৷ সেই খবর পান খোদ মুখ্যমন্ত্রী। পাশাপাশি জানতে পারেন, খাদ্যসাথী প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন বহু মানুষ৷ অভিযোগ পেয়েই তত্‍‌পর হয়েছে প্রশাসন। নবান্ন সূত্রে খবর শোকজ করা হয়েছে 25 ডিলারকে। শোকজের উত্তর পাওয়া তো আর তাদের সাসপেন্ড পর্যন্ত করা হতে পারে বলে নবান্ন সূত্রে খবর। বাতিল হতে পারে লাইসেন্স।



ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.