ETV Bharat / state

Governor Principal Secretary: সোমবার রাতেও রাজ্যপালের প্রধান সচিবকে নিয়ে ধোঁয়াশা জারি, নবান্ন নীরব; সংঘাতই কি ভবিতব্য

সোমবার বিকেলে নন্দিনী চক্রবর্তীর বিষয়ে রাজ্যের বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনিক কর্তাদের প্রশ্ন করা হলে কমবেশি সকলেই মুখে কুলুপ এঁটেছেন। সবমিলিয়ে রাজ্যপালের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে (Nandini Chakrabarty) নিয়ে সংঘাতের আবহ রাজভবন এবং নবান্নের মধ্যে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 13, 2023, 11:10 PM IST

Updated : Feb 14, 2023, 6:18 AM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি: রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে (Nandini Chakrabarty) নিয়ে সংঘাতের আবহ রাজভবন এবং নবান্নের মধ্যে ৷ রবিবার রাতে রাজ্যপাল স্পষ্ট করে দিয়েছিলেন যে, নন্দিনী চক্রবর্তীকে আর প্রধান সচিবের পদে রাখতে চান না তিনি। এরপর গড়িয়েছে অনেক জল। রাজ্যজুড়ে দিনভর চলেছে বিতর্ক। কিন্তু এরপরেও বিষয়টি নিয়ে সরকারপক্ষের তরফে কোনও সদুত্তর পাওয়া যায়নি (Nabanna did not say anything yet on Governor principal secretary)। সোমবার বিকেলে নন্দিনী চক্রবর্তীর বিষয়ে রাজ্যের বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনিক কর্তাদের প্রশ্ন করা হলে কমবেশি সকলেই মুখে কুলুপ এঁটেছেন।

এরইমধ্যে খবর, সোমবার যথারীতি রাজভবনে নিজের দায়িত্ব পালন করেছেন রাজ্যপালের প্রধান সচিব। তবে তাঁর উপস্থিতি নিয়ে রাজভবনের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি জারি করা হয়নি। যদিও এদিন কলকাতায় ছিলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি রয়েছেন দিল্লিতে। গতকাল রাতেই জানা গিয়েছিল দিল্লি যাচ্ছেন রাজ্যপাল। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তার বৈঠক হতে পারে। কিন্তু সোমবার দেখা যায়, রাজধানীতে প্রাক্তন রাজ্যপাল তথা বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন সিভি আনন্দ বোস। আর তাতেই উঠে গিয়েছে একাধিক প্রশ্ন ৷

উল্লেখ্য, রবিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নয়া রাজ্যপালের গতিপ্রকৃতি সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁদে উনি পা দিয়েছেন। রাজ্যপাল ভাল মানুষ। শিক্ষিত লোক। উনি ট্র্যাকে ফিরে আসুন, সঠিক রাস্তায় ফিরে আসুন। গোপাল কৃষ্ণ গান্ধী ও জগদীপ ধনকড়ের দেখানো পথে সাংবিধানের রক্ষক হিসেবে উনি কাজ করুন। আমার বিশ্বাস, উনি ট্র্যাকে আসতে শুরু করেছেন। গতকাল প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। উনি আস্তে আস্তে ট্র্যাকে ফিরছেন, এটা আমাদের জন্য ভাল।"

আরও পড়ুন: 24-এ কেন্দ্রে মানুষের সরকার প্রতিষ্ঠা করার ডাক মমতার

সোমবারও শুভেন্দু অধিকারীর গলায় রাজ্যপালের ট্র্যাকে ফেরার কথা শোনা যায়। আর রাতের পর সময় যত এগিয়েছে প্রশ্ন উঠেছে, তাহলে কি রাজ্যপালকে ট্র্যাকে ফেরাতে গিয়ে, বলি করা হচ্ছে আইএএস নন্দিনী চক্রবর্তীকে। নবান্ন চুপ, রাজভবনও চুপ। প্রশ্ন উঠছে, তাহলে কি মধুচন্দ্রিমা শেষ। এবার কি তবে সংঘাত পর্বের সূচনা।

কলকাতা, 13 ফেব্রুয়ারি: রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে (Nandini Chakrabarty) নিয়ে সংঘাতের আবহ রাজভবন এবং নবান্নের মধ্যে ৷ রবিবার রাতে রাজ্যপাল স্পষ্ট করে দিয়েছিলেন যে, নন্দিনী চক্রবর্তীকে আর প্রধান সচিবের পদে রাখতে চান না তিনি। এরপর গড়িয়েছে অনেক জল। রাজ্যজুড়ে দিনভর চলেছে বিতর্ক। কিন্তু এরপরেও বিষয়টি নিয়ে সরকারপক্ষের তরফে কোনও সদুত্তর পাওয়া যায়নি (Nabanna did not say anything yet on Governor principal secretary)। সোমবার বিকেলে নন্দিনী চক্রবর্তীর বিষয়ে রাজ্যের বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনিক কর্তাদের প্রশ্ন করা হলে কমবেশি সকলেই মুখে কুলুপ এঁটেছেন।

এরইমধ্যে খবর, সোমবার যথারীতি রাজভবনে নিজের দায়িত্ব পালন করেছেন রাজ্যপালের প্রধান সচিব। তবে তাঁর উপস্থিতি নিয়ে রাজভবনের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি জারি করা হয়নি। যদিও এদিন কলকাতায় ছিলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি রয়েছেন দিল্লিতে। গতকাল রাতেই জানা গিয়েছিল দিল্লি যাচ্ছেন রাজ্যপাল। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তার বৈঠক হতে পারে। কিন্তু সোমবার দেখা যায়, রাজধানীতে প্রাক্তন রাজ্যপাল তথা বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন সিভি আনন্দ বোস। আর তাতেই উঠে গিয়েছে একাধিক প্রশ্ন ৷

উল্লেখ্য, রবিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নয়া রাজ্যপালের গতিপ্রকৃতি সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁদে উনি পা দিয়েছেন। রাজ্যপাল ভাল মানুষ। শিক্ষিত লোক। উনি ট্র্যাকে ফিরে আসুন, সঠিক রাস্তায় ফিরে আসুন। গোপাল কৃষ্ণ গান্ধী ও জগদীপ ধনকড়ের দেখানো পথে সাংবিধানের রক্ষক হিসেবে উনি কাজ করুন। আমার বিশ্বাস, উনি ট্র্যাকে আসতে শুরু করেছেন। গতকাল প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। উনি আস্তে আস্তে ট্র্যাকে ফিরছেন, এটা আমাদের জন্য ভাল।"

আরও পড়ুন: 24-এ কেন্দ্রে মানুষের সরকার প্রতিষ্ঠা করার ডাক মমতার

সোমবারও শুভেন্দু অধিকারীর গলায় রাজ্যপালের ট্র্যাকে ফেরার কথা শোনা যায়। আর রাতের পর সময় যত এগিয়েছে প্রশ্ন উঠেছে, তাহলে কি রাজ্যপালকে ট্র্যাকে ফেরাতে গিয়ে, বলি করা হচ্ছে আইএএস নন্দিনী চক্রবর্তীকে। নবান্ন চুপ, রাজভবনও চুপ। প্রশ্ন উঠছে, তাহলে কি মধুচন্দ্রিমা শেষ। এবার কি তবে সংঘাত পর্বের সূচনা।

Last Updated : Feb 14, 2023, 6:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.