ETV Bharat / state

সম্পত্তির লোভে বৃদ্ধাকে মারধর, অভিযুক্ত ছেলে-বউমা - সম্পত্তির লোভে বৃদ্ধাকে মারধর, অভিযুক্ত ছেলে-বউমা

সম্পত্তির লোভে বৃদ্ধাকে অত্যাচারের অভিযোগ ছেলে ও বৌমার বিরুদ্ধে। নরেন্দ্রপুর থানার কাদারহাটের ঘটনা ৷

সম্পত্তির লোভে বৃদ্ধাকে মারধর, অভিযুক্ত ছেলে-বউমা
author img

By

Published : Sep 25, 2019, 12:24 PM IST

Updated : Sep 25, 2019, 2:21 PM IST

নরেন্দ্রপুর, 25 সেপ্টেম্বর : সম্পত্তির লোভে বৃদ্ধার উপর অত্যাচারের অভিযোগ উঠল তাঁর ছেলে ও বউমার বিরুদ্ধে । নরেন্দ্রপুর থানার কাদারহাটের ঘটনা ৷ ওই মহিলার নাম সতী মণ্ডল (60) ৷ ছেলে ও বউমার নাম শিবম মণ্ডল ও সুপর্ণা মণ্ডল ৷

সতী মণ্ডলের নামে তিন কাঠা জমি রয়েছে । শিবমের যখন এক বছর বয়স তখন স্বামীহারা হন তিনি । তখন থেকে পরিচারিকার কাজ করে ছেলেকে পড়াশোনা শেখানোর পাশাপাশি এই জমিটুকু কিনেছিলেন । বর্তমানে এই জমিটুকুই তাঁর শেষ সম্বল । শিবম একটি বেসরকারি সংস্থায় সেলসের কাজ করে । বিয়ের পর থেকেই সম্পত্তি লিখে দেওয়ার জন্য জোর করা শুরু করে শিবম ও তার স্ত্রী সুপর্ণা । না দেওয়ায়, মারধরও করা হয় ।

ভিডিয়োয় শুনুন সতী মণ্ডলের বক্তব্য

এবিষয়ে সতী বলেন, "বিয়ের পর থেকে সম্পত্তির জন্য ছেলে আর বউমা আমাকে মারধর করে ৷ ওদের অত্যাচারের ভয়ে আমি বাড়িতে থাকি না ৷ এবিষয়ে অনেকবার আমি পুলিশের দ্বারস্থ হলেও সুরাহা হয়নি ৷ স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক এমন কী নবান্নে অভিযোগ জানিয়েও লাভ হয়নি ৷ ওদের ভয়ে পিছন দিক থেকে লুকিয়ে লুকিয়ে আমি বাড়িতে আসি ৷" গোটা ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি শিবম ও তার স্ত্রী সুপর্ণা ।

নরেন্দ্রপুর, 25 সেপ্টেম্বর : সম্পত্তির লোভে বৃদ্ধার উপর অত্যাচারের অভিযোগ উঠল তাঁর ছেলে ও বউমার বিরুদ্ধে । নরেন্দ্রপুর থানার কাদারহাটের ঘটনা ৷ ওই মহিলার নাম সতী মণ্ডল (60) ৷ ছেলে ও বউমার নাম শিবম মণ্ডল ও সুপর্ণা মণ্ডল ৷

সতী মণ্ডলের নামে তিন কাঠা জমি রয়েছে । শিবমের যখন এক বছর বয়স তখন স্বামীহারা হন তিনি । তখন থেকে পরিচারিকার কাজ করে ছেলেকে পড়াশোনা শেখানোর পাশাপাশি এই জমিটুকু কিনেছিলেন । বর্তমানে এই জমিটুকুই তাঁর শেষ সম্বল । শিবম একটি বেসরকারি সংস্থায় সেলসের কাজ করে । বিয়ের পর থেকেই সম্পত্তি লিখে দেওয়ার জন্য জোর করা শুরু করে শিবম ও তার স্ত্রী সুপর্ণা । না দেওয়ায়, মারধরও করা হয় ।

ভিডিয়োয় শুনুন সতী মণ্ডলের বক্তব্য

এবিষয়ে সতী বলেন, "বিয়ের পর থেকে সম্পত্তির জন্য ছেলে আর বউমা আমাকে মারধর করে ৷ ওদের অত্যাচারের ভয়ে আমি বাড়িতে থাকি না ৷ এবিষয়ে অনেকবার আমি পুলিশের দ্বারস্থ হলেও সুরাহা হয়নি ৷ স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক এমন কী নবান্নে অভিযোগ জানিয়েও লাভ হয়নি ৷ ওদের ভয়ে পিছন দিক থেকে লুকিয়ে লুকিয়ে আমি বাড়িতে আসি ৷" গোটা ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি শিবম ও তার স্ত্রী সুপর্ণা ।

Intro:সম্পত্তির লোভে মায়ের উপর অত্যাচারের অভিযোগ ছেলে ও বৌমার বিরুদ্ধে। একাধিকবার নরেন্দ্রপুর থানায় অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। বিষয়টি স্থানীয় কাউন্সিলর থেকে আরম্ভ করে বিধায়ক এমনকি নবান্নে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। সতী দেবীর নামে তিন কাঠা জমি রয়েছে। এই জমি লিখে দেওয়ার জন্য মায়ের উপর অত্যাচার ছেলে ও বৌমার। লিখে না দেওযায় বাড়ির শৌচাগারে তালাবন্ধ ও জল ব্যবহার করতে না দেওয়ার অভিযোগ। নরেন্দ্রপুর থানা এলাকার কাদারহাটের বাসিন্দা ষাট বছরের সতী মন্ডল। তার ছেলে শিবম মন্ডলের যখন এক বছর বয়স তখন স্বামীহারা হন তিনি। সেই থেকে লোকের বাড়ি কাজ করে ছেলেকে পড়াশোনা শেখানোর পাশাপাশি এই জমিটুকু কিনেছিলেন তিনি। এই জমিটুকুই শেষ সম্বল তার। বর্তমানে ছেলে একটি বেসরকারি সংস্থায় সেলসের কাজ করে। ছেলের বিয়ে দেওয়ার পর থেকেই বৌমা সুপর্না মন্ডল ও ছেলের অত্যাচার শুরু হয়। জীবনের শেষ সম্বল্টুকু বাঁচিয়ে রাখতে ও শান্তিতে কাটাতে বিভিন্ন জায়গায় দরবার করেই আপাতত দিন কাটছে সতী দেবীর।
বাইট - সতী মন্ডল

Body:সম্পত্তির লোভে মায়ের উপর অত্যাচারের অভিযোগ ছেলে ও বৌমার বিরুদ্ধে। একাধিকবার নরেন্দ্রপুর থানায় অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। বিষয়টি স্থানীয় কাউন্সিলর থেকে আরম্ভ করে বিধায়ক এমনকি নবান্নে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। সতী দেবীর নামে তিন কাঠা জমি রয়েছে। এই জমি লিখে দেওয়ার জন্য মায়ের উপর অত্যাচার ছেলে ও বৌমার। লিখে না দেওযায় বাড়ির শৌচাগারে তালাবন্ধ ও জল ব্যবহার করতে না দেওয়ার অভিযোগ। নরেন্দ্রপুর থানা এলাকার কাদারহাটের বাসিন্দা ষাট বছরের সতী মন্ডল। তার ছেলে শিবম মন্ডলের যখন এক বছর বয়স তখন স্বামীহারা হন তিনি। সেই থেকে লোকের বাড়ি কাজ করে ছেলেকে পড়াশোনা শেখানোর পাশাপাশি এই জমিটুকু কিনেছিলেন তিনি। এই জমিটুকুই শেষ সম্বল তার। বর্তমানে ছেলে একটি বেসরকারি সংস্থায় সেলসের কাজ করে। ছেলের বিয়ে দেওয়ার পর থেকেই বৌমা সুপর্না মন্ডল ও ছেলের অত্যাচার শুরু হয়। জীবনের শেষ সম্বল্টুকু বাঁচিয়ে রাখতে ও শান্তিতে কাটাতে বিভিন্ন জায়গায় দরবার করেই আপাতত দিন কাটছে সতী দেবীর।
বাইট - সতী মন্ডল

Conclusion:সম্পত্তির লোভে মায়ের উপর অত্যাচারের অভিযোগ ছেলে ও বৌমার বিরুদ্ধে। একাধিকবার নরেন্দ্রপুর থানায় অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। বিষয়টি স্থানীয় কাউন্সিলর থেকে আরম্ভ করে বিধায়ক এমনকি নবান্নে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। সতী দেবীর নামে তিন কাঠা জমি রয়েছে। এই জমি লিখে দেওয়ার জন্য মায়ের উপর অত্যাচার ছেলে ও বৌমার। লিখে না দেওযায় বাড়ির শৌচাগারে তালাবন্ধ ও জল ব্যবহার করতে না দেওয়ার অভিযোগ। নরেন্দ্রপুর থানা এলাকার কাদারহাটের বাসিন্দা ষাট বছরের সতী মন্ডল। তার ছেলে শিবম মন্ডলের যখন এক বছর বয়স তখন স্বামীহারা হন তিনি। সেই থেকে লোকের বাড়ি কাজ করে ছেলেকে পড়াশোনা শেখানোর পাশাপাশি এই জমিটুকু কিনেছিলেন তিনি। এই জমিটুকুই শেষ সম্বল তার। বর্তমানে ছেলে একটি বেসরকারি সংস্থায় সেলসের কাজ করে। ছেলের বিয়ে দেওয়ার পর থেকেই বৌমা সুপর্না মন্ডল ও ছেলের অত্যাচার শুরু হয়। জীবনের শেষ সম্বল্টুকু বাঁচিয়ে রাখতে ও শান্তিতে কাটাতে বিভিন্ন জায়গায় দরবার করেই আপাতত দিন কাটছে সতী দেবীর।
বাইট - সতী মন্ডল

Last Updated : Sep 25, 2019, 2:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.