কলকাতা, 28 অক্টোবর : অবশেষে বিদায় নিল বর্ষা । আজ আলিপুর আবহাওয়া দপ্তর বর্ষা বিদায় নেওয়ার কথা জানাল । আমাদের রাজ্যের পাশাপাশি গোটা দেশ থেকেই এ দিন বিদায় নিয়েছে মৌসুমি বায়ু। নির্ধারিত দিনের থেকে এ বছর অনেক বেশি দিন স্থায়ী ছিল মৌসুমি বায়ু। সাধারণত 12 থেকে 15 অক্টোবরের মধ্যেই বর্ষা বিদায় নেয় এরাজ্যে । তবে, এবছর প্রায় 15 দিন পর বর্ষা বিদায় নিল। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে স্বাভাবিক পরিমাণে বৃষ্টি হয়েছে এবছর। ফলে বর্ষার ঘাটতি নেই । একের পর এক নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে এই পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়েছে রাজ্য সহ গোটা দেশে। এবং পরপর নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে সময়ের থেকে বেশি দিন স্থায়ী ছিল মৌসুমি বায়ু। এবছর মৌসুমি বায়ু নিয়ম মেনে 1 জুন প্রবেশ করে কেরালাতে । 12 অগাস্ট পশ্চিমবঙ্গের প্রবেশ করে মৌসুমি বায়ু।
আলিপুর আবহাওয়া দপ্তর অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বর্ষা বিদায় মানে বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া নয় । আজ রাজ্য সহ গোটা দেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। কিন্তু জলীয় বাষ্প থেকে মেঘ তৈরি হয়ে, যে বৃষ্টি হয় তা স্বাভাবিক নিয়মেই হবে । বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি স্বাভাবিকভাবেই ঘটবে। আগামী 31 তারিখ দুপুর থেকে আগামী 2 নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে আবারও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস এই মুহূর্তে প্রবেশ করছে। 30 তারিখের পর থেকে দক্ষিণ পূর্ব দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করবে রাজ্যে। এর ফলে 31 অক্টোবর দুপুরের পর থেকে আগামী দুদিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
আগামী 24 ঘণ্টায় আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । সকালে ও রাতে দিকে হালকা শীতের আমেজ অনুভূত হবে । রাতের তাপমাত্রা আগামী কয়েকদিন স্বাভাবিকের থেকে কম থাকবে। গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের তাপমাত্রা সর্বোচ্চ 33.5 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। গত 24 ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.7 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 91% সর্বনিম্ন 36 শতাংশ।
বিদায় নিল মৌসুমি বায়ু, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা - আবহাওয়া দপ্তর
বর্ষা বিদায় মানে বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া নয় । আজ রাজ্য সহ গোটা দেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। কিন্তু জলীয় বাষ্প থেকে মেঘ তৈরি হয়ে, যে বৃষ্টি হয় তা স্বাভাবিক নিয়মেই হবে ।
কলকাতা, 28 অক্টোবর : অবশেষে বিদায় নিল বর্ষা । আজ আলিপুর আবহাওয়া দপ্তর বর্ষা বিদায় নেওয়ার কথা জানাল । আমাদের রাজ্যের পাশাপাশি গোটা দেশ থেকেই এ দিন বিদায় নিয়েছে মৌসুমি বায়ু। নির্ধারিত দিনের থেকে এ বছর অনেক বেশি দিন স্থায়ী ছিল মৌসুমি বায়ু। সাধারণত 12 থেকে 15 অক্টোবরের মধ্যেই বর্ষা বিদায় নেয় এরাজ্যে । তবে, এবছর প্রায় 15 দিন পর বর্ষা বিদায় নিল। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে স্বাভাবিক পরিমাণে বৃষ্টি হয়েছে এবছর। ফলে বর্ষার ঘাটতি নেই । একের পর এক নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে এই পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়েছে রাজ্য সহ গোটা দেশে। এবং পরপর নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে সময়ের থেকে বেশি দিন স্থায়ী ছিল মৌসুমি বায়ু। এবছর মৌসুমি বায়ু নিয়ম মেনে 1 জুন প্রবেশ করে কেরালাতে । 12 অগাস্ট পশ্চিমবঙ্গের প্রবেশ করে মৌসুমি বায়ু।
আলিপুর আবহাওয়া দপ্তর অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বর্ষা বিদায় মানে বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া নয় । আজ রাজ্য সহ গোটা দেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। কিন্তু জলীয় বাষ্প থেকে মেঘ তৈরি হয়ে, যে বৃষ্টি হয় তা স্বাভাবিক নিয়মেই হবে । বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি স্বাভাবিকভাবেই ঘটবে। আগামী 31 তারিখ দুপুর থেকে আগামী 2 নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে আবারও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস এই মুহূর্তে প্রবেশ করছে। 30 তারিখের পর থেকে দক্ষিণ পূর্ব দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করবে রাজ্যে। এর ফলে 31 অক্টোবর দুপুরের পর থেকে আগামী দুদিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
আগামী 24 ঘণ্টায় আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । সকালে ও রাতে দিকে হালকা শীতের আমেজ অনুভূত হবে । রাতের তাপমাত্রা আগামী কয়েকদিন স্বাভাবিকের থেকে কম থাকবে। গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের তাপমাত্রা সর্বোচ্চ 33.5 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। গত 24 ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.7 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 91% সর্বনিম্ন 36 শতাংশ।