কলকাতা, 16 জুন : অবশেষে বর্ষা বঙ্গে । আজ আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে মৌসুমি বায়ু প্রবেশ করেছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গে বর্ষা এখন নির্ভর করছে নিম্নচাপের উপর ।
আগামী 24 ঘণ্টাতে কলকাতা ও দক্ষিণবঙ্গে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে । কলকাতাতে তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে কাল বেশ কিছু জেলায় তাপপ্রবাহ চলবে । পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, দক্ষিণ 24 পরগনাতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস ।
এদিকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস । আগামীকাল বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় । তবে, দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে তা এখনই বলা যাচ্ছে না ।
বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানা গেছে । সেকারণেই দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশে বাধা পাচ্ছে । আগামী 4-5 দিনের মধ্যেই চিত্র পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ।