ETV Bharat / state

নাম না করে তৃণমূলকে ছবি করে দেওয়ার হুমকি মিঠুনের - Mithoon

ব্রিগেডের সভায় দিলীপের হাত ধরে বিজেপিতে যোগ দেন মিঠুন৷ এর আগে দলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অনুরোধে রাজনীতিতে যোগ দেন তিনি৷ কিন্তু যত দিন গেছে ততই দলনেত্রীর সঙ্গে দূরত্ব বেড়েছে তাঁর৷

mithun-chakraborty-speech-in-brigade
মিঠুন
author img

By

Published : Mar 7, 2021, 2:11 PM IST

Updated : Mar 7, 2021, 7:42 PM IST

কলকাতা, 7 মার্চ : বিজেপির ব্রিগেড সমাবেশে উপস্থিত হয়ে নাম না করে তৃণমূল কংগ্রেসকে এক ছোবলে ছবি করে দেওয়ার হুমকি দিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য়সভার সাংসদ ছিলেন মিঠুন চক্রবর্তী৷৷

আজকের ওই সভায় দিলীপ ঘোষের কাছ থেকে দলীয় পতাকা তুলে নেন মিঠুন চক্রবর্তী৷ তারপর বক্তব্য় রাখতে উঠে তিনি বলেন, নরেন্দ্র মোদির সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকা তাঁর কাছে স্বপ্ন ছিল৷ সেই স্বপ্ন এবার সত্য়ি হল৷ একই সঙ্গে অধিকারের প্রশ্নে তুলে তিনি বলেন, "অধিকার কেউ ছিনিয়ে নিতে চাইলে আমার মতো কিছু লোক হাজির হয়ে যাবে৷"

বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে 2011 সালে৷ তারপরেই দলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অনুরোধে রাজনীতিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী৷ 2016 সালে মেয়াদকাল ফুরিয়ে যাওয়ার দেড় বছর আগে অসুস্থতার কারণ দেখিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য়সভার পদ থেকে ইস্তফা দেন তিনি৷ তার আগে সি পি এম নেতা সুভাষ চক্রবর্তীর কাছের লোক হিসেবে পরিচিত ছিলেন মিঠুন৷

প্রত্য়ক্ষ রাজনীতিতে না থাকলেও বামেদের হয়ে ভোট প্রচার করতে দেখা গেছে মহাগুরুকে৷ এরপর তৃণমূলে যোগ দিয়ে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। কিন্তু সমস্ত অধিবেশন মিলিয়ে তাঁর উপস্থিতি ছিল মাত্র তিনদিন৷

তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ে দীর্ঘদিন ধরে৷ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গেও তাঁর যোগাযোগ হয়নি দীর্ঘদিন৷ এরপর তাঁকে সেভাবে ক্য়ামেরার সামনে আসতে দেখা যায়নি তাঁকে৷ এলেও সেটা রাজনৈতিক মঞ্চ নয়৷ এবার ফের আজ রাজনৈতিক মঞ্চে দেখা গেল তাঁকে৷ যোগ দিলেন বিজেপিতে৷

বিজেপি যোগ দিয়েই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়া করেন তিনি৷ খুব সংক্ষিপ্ত বক্তৃতায় শেষে তিনি নাম না করে তৃণমূলের উদ্দেশে বলেন, "আমি জলঢোড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি করে দেব৷"

কলকাতা, 7 মার্চ : বিজেপির ব্রিগেড সমাবেশে উপস্থিত হয়ে নাম না করে তৃণমূল কংগ্রেসকে এক ছোবলে ছবি করে দেওয়ার হুমকি দিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য়সভার সাংসদ ছিলেন মিঠুন চক্রবর্তী৷৷

আজকের ওই সভায় দিলীপ ঘোষের কাছ থেকে দলীয় পতাকা তুলে নেন মিঠুন চক্রবর্তী৷ তারপর বক্তব্য় রাখতে উঠে তিনি বলেন, নরেন্দ্র মোদির সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকা তাঁর কাছে স্বপ্ন ছিল৷ সেই স্বপ্ন এবার সত্য়ি হল৷ একই সঙ্গে অধিকারের প্রশ্নে তুলে তিনি বলেন, "অধিকার কেউ ছিনিয়ে নিতে চাইলে আমার মতো কিছু লোক হাজির হয়ে যাবে৷"

বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে 2011 সালে৷ তারপরেই দলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অনুরোধে রাজনীতিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী৷ 2016 সালে মেয়াদকাল ফুরিয়ে যাওয়ার দেড় বছর আগে অসুস্থতার কারণ দেখিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য়সভার পদ থেকে ইস্তফা দেন তিনি৷ তার আগে সি পি এম নেতা সুভাষ চক্রবর্তীর কাছের লোক হিসেবে পরিচিত ছিলেন মিঠুন৷

প্রত্য়ক্ষ রাজনীতিতে না থাকলেও বামেদের হয়ে ভোট প্রচার করতে দেখা গেছে মহাগুরুকে৷ এরপর তৃণমূলে যোগ দিয়ে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। কিন্তু সমস্ত অধিবেশন মিলিয়ে তাঁর উপস্থিতি ছিল মাত্র তিনদিন৷

তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ে দীর্ঘদিন ধরে৷ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গেও তাঁর যোগাযোগ হয়নি দীর্ঘদিন৷ এরপর তাঁকে সেভাবে ক্য়ামেরার সামনে আসতে দেখা যায়নি তাঁকে৷ এলেও সেটা রাজনৈতিক মঞ্চ নয়৷ এবার ফের আজ রাজনৈতিক মঞ্চে দেখা গেল তাঁকে৷ যোগ দিলেন বিজেপিতে৷

বিজেপি যোগ দিয়েই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়া করেন তিনি৷ খুব সংক্ষিপ্ত বক্তৃতায় শেষে তিনি নাম না করে তৃণমূলের উদ্দেশে বলেন, "আমি জলঢোড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি করে দেব৷"

Last Updated : Mar 7, 2021, 7:42 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.