ETV Bharat / state

Health Condition of Buddhadeb Bhattacharjee: নন-ইনভেসিভ ভেন্টিলেশনে বুদ্ধদেব, গঠিত 9 সদস্যের মেডিক্যাল বোর্ড - অসুস্থ বুদ্ধদেব

Health Condition of Buddhadeb Bhattacharjee: শ্বাসনালীতে সংক্রমণ রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর ৷ তাঁকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে ৷ তবে তাঁর হার্টরেট ও রক্তচাপ স্থিতিশীল রয়েছে, জানানো হয়েছে মেডিক্যাল বুলেটিনে ৷

ETV Bharat
বুদ্ধদেব ভট্টাচার্য
author img

By

Published : Jul 29, 2023, 7:54 PM IST

Updated : Jul 30, 2023, 7:41 AM IST

কলকাতা, 29 জুলাই: শ্বাসনালীতে সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ শনিবার সন্ধ্যায় উডল্যান্ডস হাসপাতালের তরফে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে ৷ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসায় 9 সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে ৷ বুলেটিনে জানানো হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে ৷ তবে তাঁর হৃদযন্ত্রে কোনও সমস্যা নেই ৷ হার্টরেট ও রক্তচাপ স্থিতিশীল ৷

উল্লেখ্য, এদিন বিকেল সাড়ে 4টে নাগাদ দক্ষিণ কলকাতার এই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে ৷ দীর্ঘদিন ধরেই সিওপিডি এর সমস্যায় ভুগছেন 79 বছর বয়সি বর্ষীয়ান এই বাম নেতা ৷ এদিন যখন তাঁকে গ্রিন করিডর করে পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসা হয়, তখনই জানা গিয়েছিল শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বুদ্ধদেবের ৷ মেডিক্যাল বুলেটিনেও সে কথা বলা হয়েছে ৷ রাইস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ৷

ETV Bharat
মেডিক্যাল বুলেটিন

আরও পড়ুন: অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, ভরতি করা হল হাসপাতালে

অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ৷ ইতিমধ্যেই তাঁর একাধিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে ৷ সেই রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে ৷ তাঁর চিকিৎসায় যে আট সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে সেখানে আছেন, চিকিৎসক কৌশিক চক্রবর্তী, সৌতিক পণ্ডা, সুস্মিতা দেবনাথ, সরোজ মণ্ডল, অঙ্কন বন্দ্যোপাধ্যায়, ধ্রুব ভট্টাচার্য, আশিস পাত্র, সোমনাথ মাইতি ও সপ্তর্ষী বসু ৷

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে রাজনৈতিক মহল ও তাঁর শুভাকাঙ্খীদের মধ্যে ৷ এদিন হাসপাতালে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বাম নেতারাও এদিন হাসপাতালে ভিড় করেন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন ৷ এদিন হাসপাতালে যান বুদ্ধদেব ভট্টাচার্যর স্ত্রী মীরা ভট্টাচার্য ও তাঁর মেয়ে সুচেতনা ভট্টাচার্য ৷ সন্ধ্যে সাতটার কিছু পরে হাসপাতাল থেকে বেরিয়ে যান মীরা ভট্টাচার্য ৷

কলকাতা, 29 জুলাই: শ্বাসনালীতে সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ শনিবার সন্ধ্যায় উডল্যান্ডস হাসপাতালের তরফে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে ৷ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসায় 9 সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে ৷ বুলেটিনে জানানো হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে ৷ তবে তাঁর হৃদযন্ত্রে কোনও সমস্যা নেই ৷ হার্টরেট ও রক্তচাপ স্থিতিশীল ৷

উল্লেখ্য, এদিন বিকেল সাড়ে 4টে নাগাদ দক্ষিণ কলকাতার এই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে ৷ দীর্ঘদিন ধরেই সিওপিডি এর সমস্যায় ভুগছেন 79 বছর বয়সি বর্ষীয়ান এই বাম নেতা ৷ এদিন যখন তাঁকে গ্রিন করিডর করে পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসা হয়, তখনই জানা গিয়েছিল শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বুদ্ধদেবের ৷ মেডিক্যাল বুলেটিনেও সে কথা বলা হয়েছে ৷ রাইস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ৷

ETV Bharat
মেডিক্যাল বুলেটিন

আরও পড়ুন: অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, ভরতি করা হল হাসপাতালে

অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ৷ ইতিমধ্যেই তাঁর একাধিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে ৷ সেই রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে ৷ তাঁর চিকিৎসায় যে আট সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে সেখানে আছেন, চিকিৎসক কৌশিক চক্রবর্তী, সৌতিক পণ্ডা, সুস্মিতা দেবনাথ, সরোজ মণ্ডল, অঙ্কন বন্দ্যোপাধ্যায়, ধ্রুব ভট্টাচার্য, আশিস পাত্র, সোমনাথ মাইতি ও সপ্তর্ষী বসু ৷

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে রাজনৈতিক মহল ও তাঁর শুভাকাঙ্খীদের মধ্যে ৷ এদিন হাসপাতালে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বাম নেতারাও এদিন হাসপাতালে ভিড় করেন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন ৷ এদিন হাসপাতালে যান বুদ্ধদেব ভট্টাচার্যর স্ত্রী মীরা ভট্টাচার্য ও তাঁর মেয়ে সুচেতনা ভট্টাচার্য ৷ সন্ধ্যে সাতটার কিছু পরে হাসপাতাল থেকে বেরিয়ে যান মীরা ভট্টাচার্য ৷

Last Updated : Jul 30, 2023, 7:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.