কলকাতা, 22 নভেম্বর: প্রিন্সেপ ঘাট (Prinsep Ghat) ও লাগোয়া এলাকার বেহাল অবস্থা নিয়ে সোমবার নবান্নের রিভিউ বৈঠকে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তারপরেই পৌর কমিশনার বিনোদ কুমারকে নিয়ে সেই এলাকা ঘুরে দেখেছিলেন মেয়র ফিরহাদ হাকিম । রাতেই তড়িঘড়ি একাধিক বিভাগের ডিজি সঙ্গে বৈঠক করেন । বৈঠকে প্রাথমিকভাবে উঠে এসেছে ওই চত্বরে আলো নেই । আবর্জনা পড়ে, ভাঙা ঘাট, তার ওপর হকার যথেচ্ছ । পৌরসভা সূত্রে খবর, কলকাতা কর্পোরেশনের তরফ থেকে সৌন্দর্যায়নের জন্য বন্দর কর্তৃপক্ষকের চিঠি দেওয়া হচ্ছে (Mayor in Council Went to Visit Prinsep Gha) ৷
আজ ফের সেই এলাকায় গেলেন মেয়র পরিষদ (আলো) সন্দীপ রঞ্জন বক্সি । সঙ্গে ছিলেন বিভাগীয় ডিজি সঞ্জয় ভৌমিক । নদীর পার একাধিক জায়গায় ধীরে ধীরে খসে পড়ছে । রাস্তার লাগোয়া ত্রিফলা থেকে বড় আলো অকেজো হয়ে পড়ে আছে । বেশ কিছু জায়গায় নেই পর্যাপ্ত আলো । সেগুলো এদিন খতিয়ে দেখেন মেয়র পরিষদ সন্দীপ রঞ্জন বক্সি । তিনি নির্দেশ দেন এই গঙ্গা পার লাগোয়া যেসমস্ত আলো ছিল অকেজো হয়ে পড়ে আছে সেগুলো দ্রুত মেরামত করে ফেলতে । পাশাপাশি তিনি জানান, যেখানে আলোর দরকার সেখানে আলো লাগাতে ।
আরও পড়ুন: কালাজ্বর নির্মূলে তৎপর স্বাস্থ্য বিভাগ, বাড়ি বাড়ি চলল স্প্রে
আবর্জনা দ্রুত পরিষ্কার হবে বলেও জানা গিয়েছে কর্পোরেশন সূত্রে । পাশাপশি ওই এলাকার রাস্তাঘাট সরিয়ে ফেলা হবে । এ প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম ইতিমধ্যেই জানিয়েছেন, গঙ্গার পার সংস্কারের ক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষের অনুমতি দরকার হয় । যদি তারা অনুমতি না-দেয়, সংস্কার কাজ করে জেলে যেতে হলেও যাব ।