কলকাতা, 20 এপ্রিল : জীবাণুনাশক স্প্রে ব্যবহারের ক্ষেত্রে কলকাতা পৌরনিগম যথেষ্ট সর্তকতা অবলম্বন করছে ৷ বললেন মেয়র ফিরহাদ হাকিম । গতকাল কেন্দ্র একটি রিপোর্ট পেশ করেছে ৷ যেখানে বলা হয়েছে জীবাণুনাশক স্প্রে হিসাবে যে সোডিয়াম হাইপোক্লোরাইট ব্যবহার করা হচ্ছে তা মানবদেহের জন্য ক্ষতিকারক ।
জানা গেছে , কলকাতা পৌরনিগম জীবাণুনাশক হিসেবে সোডিয়াম হাইপোক্লোরাইট ব্যবহার করেছে । আজ এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, " সোডিয়াম হাইপোক্লোরাইট মানব শরীরে কখনই যাওয়া উচিত নয় । তাই কলকাতার রাস্তাঘাট বাস স্ট্যান্ড হাসপাতাল চত্বর জীবাণুমুক্ত করতে এই সোডিয়াম হাইপোক্লোরাইট ব্যবহার করা হচ্ছে । কিন্তু কোনওভাবেই মানবদেহে তা স্প্রে করা হচ্ছে না । "
রাস্তার দু'ধারে এই ধরনের স্প্রে ব্যবহার করা হয় জীবাণুমুক্ত করতে । এবিষয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, " উত্তরপ্রদেশ সরকার পরিযায়ী শ্রমিকদের ওপর এই সোডিয়াম হাইপোক্লোরাইট জীবাণুনাশক স্প্রে করেছিল ৷ যা কখনই ঠিক কাজ নয় । এটা অত্যন্ত অন্যায় কাজ করেছিল ওখানকার সরকার । এই রাসায়নিক শরীরে গেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে । এর বদলে হাইড্রোজেন-পারঅক্সাইড জীবাণুনাশক স্প্রে হিসাবে ব্যবহার করা যেতে পারে । এটা মানব শরীরের জন্য ক্ষতিকারক নয় । সোডিয়াম হাইপোক্লোরাইট কিংবা ব্লিচিং পাউডার কখনওই সরাসরি কোনও মানবদেহে দেওয়া যায় না । রাস্তার দু'ধারে এগুলো ব্যবহার করা যায় । ফলে একদিকে যেমন জীবাণুমুক্ত হয় অন্যদিকে, মশার লার্ভাও মারা যায় । "