ETV Bharat / state

Kolkata Fire Incident: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বহুতলে ভয়াবহ আগুন! ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন

বিধ্বংসী আগুন সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বহুতলে ৷ কালো ধোঁয়ায় ঢাকল এলাকা ৷ এখনও পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 10টি ইঞ্জিন ৷ কাজ করছে সাতটা। 3টি ইঞ্জিন অতিরিক্ত আছে।

Kolkata Fire Incident
সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বহুতলে ভয়াবহ আগুন
author img

By

Published : Jun 1, 2023, 11:32 AM IST

Updated : Jun 1, 2023, 2:10 PM IST

সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বহুতলে ভয়াবহ আগুন

কলকাতা, 1 জুন: খাস কলকাতায় ফের ভযাবহ অগ্নিকাণ্ড। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বউবাজারে একটি বহুতলের পাঁচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকার বাসিন্দারা, পথ চলতি মানুষ এবং সংশ্লিষ্ট বহুতলের অফিস কর্মীরা প্রথমে কালো ধোঁয়া বেরোতে দেখেন। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ আগুন লাগে ৷ অফিস টাইমে ব্যস্ততার মধ্যে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মতো জমজমাট জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তের মধ্যে হুলস্থূল পড়ে যায়। কয়েক মিনিটের মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে বউবাজার থানা এবং হেয়ারস্ট্রিট থানার পুলিশ। এখনও পর্যন্ত দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। কাজ করছে সাতটা। 3টি ইঞ্জিন অতিরিক্ত আছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা।

তবে কী কারণে এই অগ্নিকাণ্ড তা জানা যায়নি। দমকল কর্মীরা প্রথমেই ঘটনাস্থলে এসে ওই অফিসে আটকে থাকা একাধিক কর্মীকে নীচে নামিয়ে আনেন। পাশাপাশি দমকল কর্মীদের সাহায্য করেন এলাকার বাসিন্দারা এবং কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর পুলিশকর্মীরা এবং দমকলের আধিকারিকরা যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তাঁরা মূলত আগুনের উৎসস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তবে এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি ও রাস্তা সরু হওয়ার ফলে দমকলের গাড়ি ঢুকতে কিছুটা বাধার সম্মুখীন হচ্ছে। সেখানে একাধিক সরকারি বেসরকারি অফিস যেমন আছে, ঠিত তেমনি তিনতলায় একটি কাঠের গুদামঘর আছে। সেখানে প্রচুর প্লাইউড মজুত আছে। সেই প্লাইউডে আগুন লেগে যায়। ফলে দাউদাউ করে আগুন জ্বলে।

আরও পড়ুন: বাজিতে আগুনকাণ্ডে প্রভাবশালী তত্ত্ব, নয়া বিতর্ক উসকে দিলেন মালদা ম্যাঙ্গো অ্যাসোসিয়েশনের সম্পাদক

এলাকার বাসিন্দাদের অভিযোগ, এসি মেশিন থেকে আগুন লেগেছে। তবে দমকল সূত্রের খবর, আগুন লাগার কারণ এই মুহূর্তে তাদের কাছে গুরুত্ব নয় বরং গুরুত্বপূর্ণ হল আগুন নিয়ন্ত্রণে আনা। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ওই বিল্ডিংয়ে একাধিক সরকারি এবং বেসরকারি অফিস রয়েছে। আগুন লাগার ঘটনা সামনে আসার পরেই হুড়মুড়িয়ে বেশ কয়েকজন বিল্ডিং থেকে নামতে গিয়ে সিঁড়িতে পড়ে যান বলে দমকল সূত্রের খবর ৷ তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন যাতে বেশি ছড়াতে না-পারে তার জন্য দমকল কর্মীরা কাজ করছেন।

সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বহুতলে ভয়াবহ আগুন

কলকাতা, 1 জুন: খাস কলকাতায় ফের ভযাবহ অগ্নিকাণ্ড। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বউবাজারে একটি বহুতলের পাঁচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকার বাসিন্দারা, পথ চলতি মানুষ এবং সংশ্লিষ্ট বহুতলের অফিস কর্মীরা প্রথমে কালো ধোঁয়া বেরোতে দেখেন। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ আগুন লাগে ৷ অফিস টাইমে ব্যস্ততার মধ্যে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মতো জমজমাট জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তের মধ্যে হুলস্থূল পড়ে যায়। কয়েক মিনিটের মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে বউবাজার থানা এবং হেয়ারস্ট্রিট থানার পুলিশ। এখনও পর্যন্ত দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। কাজ করছে সাতটা। 3টি ইঞ্জিন অতিরিক্ত আছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা।

তবে কী কারণে এই অগ্নিকাণ্ড তা জানা যায়নি। দমকল কর্মীরা প্রথমেই ঘটনাস্থলে এসে ওই অফিসে আটকে থাকা একাধিক কর্মীকে নীচে নামিয়ে আনেন। পাশাপাশি দমকল কর্মীদের সাহায্য করেন এলাকার বাসিন্দারা এবং কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর পুলিশকর্মীরা এবং দমকলের আধিকারিকরা যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তাঁরা মূলত আগুনের উৎসস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তবে এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি ও রাস্তা সরু হওয়ার ফলে দমকলের গাড়ি ঢুকতে কিছুটা বাধার সম্মুখীন হচ্ছে। সেখানে একাধিক সরকারি বেসরকারি অফিস যেমন আছে, ঠিত তেমনি তিনতলায় একটি কাঠের গুদামঘর আছে। সেখানে প্রচুর প্লাইউড মজুত আছে। সেই প্লাইউডে আগুন লেগে যায়। ফলে দাউদাউ করে আগুন জ্বলে।

আরও পড়ুন: বাজিতে আগুনকাণ্ডে প্রভাবশালী তত্ত্ব, নয়া বিতর্ক উসকে দিলেন মালদা ম্যাঙ্গো অ্যাসোসিয়েশনের সম্পাদক

এলাকার বাসিন্দাদের অভিযোগ, এসি মেশিন থেকে আগুন লেগেছে। তবে দমকল সূত্রের খবর, আগুন লাগার কারণ এই মুহূর্তে তাদের কাছে গুরুত্ব নয় বরং গুরুত্বপূর্ণ হল আগুন নিয়ন্ত্রণে আনা। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ওই বিল্ডিংয়ে একাধিক সরকারি এবং বেসরকারি অফিস রয়েছে। আগুন লাগার ঘটনা সামনে আসার পরেই হুড়মুড়িয়ে বেশ কয়েকজন বিল্ডিং থেকে নামতে গিয়ে সিঁড়িতে পড়ে যান বলে দমকল সূত্রের খবর ৷ তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন যাতে বেশি ছড়াতে না-পারে তার জন্য দমকল কর্মীরা কাজ করছেন।

Last Updated : Jun 1, 2023, 2:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.