ETV Bharat / state

Complain against Rupankar: ফের বিপাকে রূপঙ্কর ! গান চুরির অভিযোগ দায়ের গায়িকার

গায়ক রূপঙ্কর বাগচি ও কম্পোজার পার্থ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গান চুরির অভিযোগ । নিউটাউন থানায় অভিযোগ করেছেন ইউটিউবার ও গায়িকা মনোরমা ঘোষাল (Complain against Rupankar and Partha) ৷

Complain Against Rupankar and Partha
রূপঙ্কর ও পার্থ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর থানায় অভিযোগ দায়ের গায়িকার
author img

By

Published : Jun 30, 2022, 4:40 PM IST

Updated : Jun 30, 2022, 6:06 PM IST

নিউটাউন, 30 জুন: কেকে বিতর্ক এখনও কাটেনি, তারমধ্যেই ফের বিপাকে রূপঙ্কর বাগচি ৷ গায়কের বিরুদ্ধে এবার গান চুরির অভিযোগ আনলেন ইউটিউবার এবং গায়িকা মনোরমা ঘোষাল ৷ এই মর্মে নিউটাউন থানায় রূপঙ্কর এবং সুরকার পার্থ বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ দায়ের করেছেন তিনি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ (Complain against Rupankar and Partha) ৷

নিউটাউনের বাসিন্দা মনোরমা ঘোষাল বৃহস্পতিবার নিউটাউন থানায় তাঁর গান চুরির অভিযোগ দায়ের করেছেন ৷ ইউটিউবার ও গায়িকার অভিযোগ, তাঁর গান চুরি করে গেয়েছেন রূপঙ্কর বাগচি ৷ প্রায় ছ’মাস আগে কম্পোজার পার্থ বন্দ্যোপাধ্যায়ের থেকে একটি গান কিনেছিলেন তিনি ৷ পার্থ বন্দ্যোপাধ্যায়ের হোম স্টুডিওতে গানটি শ্যুট করেছিলেন ৷ তাঁর ইউটিউব চ্যানেল 'মনোরমা মিউজিক'-এ গানটি রিলিজও হয় ৷

ফের বিপাকে রূপঙ্কর !

সম্ভাব্য 25 জুন পার্থ চট্টোপাধ্যায় এসএমএস মারফৎ অনুরোধ করেন কিছু দিনের জন্য গানটি মিউট করে দিতে ৷ কারণ, ওই একই গান গেয়েছেন রূপঙ্কর বাগচি ৷ এরপর মনোরমার পক্ষ থেকে রূপাঙ্করের সঙ্গে যোগাযোগ করা হলে কোনও উত্তর পাওয়া যায়নি ৷

আরও পড়ুন : হাতছাড়া বাংলা ছবির গান, ইস্মার্ট জোড়ি থেকেও বাদ পড়তে পারেন রূপঙ্কর

তিনি বলেন, "গতকাল গানটা যখন চালাতে যাই, দেখি আমার ইউটিউব চ্যানেল থেকে স্ট্রাইক করে দেওয়া হয়েছে ৷ গতকাল রূপঙ্করের গানটা বেরিয়েছে । রূপঙ্করকে ফোন করা হয়েছিল, গানটির লিংক পাঠানো হয়েছিল । আমার যিনি অভিভাবক, তিনি লিখে দিয়েছিলেন যে গানটি অলরেডি গাওয়া হয়ে গিয়েছে ৷ একজন গেয়েছেন, এটা দ্বিতীয়বার করে হতে পারে না ।" তারপরেই এদিন নিউটাউন থানায় সুরকার পার্থ বন্দ্যোপাধ্যায় ও রূপঙ্কর বাগচির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷

নিউটাউন, 30 জুন: কেকে বিতর্ক এখনও কাটেনি, তারমধ্যেই ফের বিপাকে রূপঙ্কর বাগচি ৷ গায়কের বিরুদ্ধে এবার গান চুরির অভিযোগ আনলেন ইউটিউবার এবং গায়িকা মনোরমা ঘোষাল ৷ এই মর্মে নিউটাউন থানায় রূপঙ্কর এবং সুরকার পার্থ বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ দায়ের করেছেন তিনি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ (Complain against Rupankar and Partha) ৷

নিউটাউনের বাসিন্দা মনোরমা ঘোষাল বৃহস্পতিবার নিউটাউন থানায় তাঁর গান চুরির অভিযোগ দায়ের করেছেন ৷ ইউটিউবার ও গায়িকার অভিযোগ, তাঁর গান চুরি করে গেয়েছেন রূপঙ্কর বাগচি ৷ প্রায় ছ’মাস আগে কম্পোজার পার্থ বন্দ্যোপাধ্যায়ের থেকে একটি গান কিনেছিলেন তিনি ৷ পার্থ বন্দ্যোপাধ্যায়ের হোম স্টুডিওতে গানটি শ্যুট করেছিলেন ৷ তাঁর ইউটিউব চ্যানেল 'মনোরমা মিউজিক'-এ গানটি রিলিজও হয় ৷

ফের বিপাকে রূপঙ্কর !

সম্ভাব্য 25 জুন পার্থ চট্টোপাধ্যায় এসএমএস মারফৎ অনুরোধ করেন কিছু দিনের জন্য গানটি মিউট করে দিতে ৷ কারণ, ওই একই গান গেয়েছেন রূপঙ্কর বাগচি ৷ এরপর মনোরমার পক্ষ থেকে রূপাঙ্করের সঙ্গে যোগাযোগ করা হলে কোনও উত্তর পাওয়া যায়নি ৷

আরও পড়ুন : হাতছাড়া বাংলা ছবির গান, ইস্মার্ট জোড়ি থেকেও বাদ পড়তে পারেন রূপঙ্কর

তিনি বলেন, "গতকাল গানটা যখন চালাতে যাই, দেখি আমার ইউটিউব চ্যানেল থেকে স্ট্রাইক করে দেওয়া হয়েছে ৷ গতকাল রূপঙ্করের গানটা বেরিয়েছে । রূপঙ্করকে ফোন করা হয়েছিল, গানটির লিংক পাঠানো হয়েছিল । আমার যিনি অভিভাবক, তিনি লিখে দিয়েছিলেন যে গানটি অলরেডি গাওয়া হয়ে গিয়েছে ৷ একজন গেয়েছেন, এটা দ্বিতীয়বার করে হতে পারে না ।" তারপরেই এদিন নিউটাউন থানায় সুরকার পার্থ বন্দ্যোপাধ্যায় ও রূপঙ্কর বাগচির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷

Last Updated : Jun 30, 2022, 6:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.