ETV Bharat / state

শহরে ফের হাওয়ালার টাকা উদ্ধার, গ্রেপ্তার 1 - হাওয়ালার টাকা উদ্ধার কলকাতায়

গতরাতে কলকাতা থেকে গ্রেপ্তার হল এক হাওয়ালা কারবারি ৷ ধৃতের নাম অভিষেক গুপ্ত ৷ উদ্ধার 17 লাখ 50 হাজার টাকা ৷

শহরে ফের হাওয়ালার টাকা উদ্ধার
author img

By

Published : Aug 28, 2019, 5:44 PM IST

কলকাতা, 28 অগাস্ট : একের পর এক ধরপাকড় ৷ মূলত বড় বাজার, জোড়াসাঁকো, জোড়াবাগান এলাকায় ৷ কখনও আবার মধ্য কলকাতার দু'একটি জায়গায় ৷ গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন ৷ উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকা ৷ কিন্তু তারপরেও বন্ধ হয়নি হাওয়ালা কারবার ৷ গতরাতে ফের এক হাওয়ালা কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ ৷ উদ্ধার হয়েছে 17 লাখ 50 হাজার টাকা ৷ ধৃতের নাম অভিষেক গুপ্ত (37) ৷

গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে তল্লাশি অভিযান চালায় পুলিশ । এরপর বড়বাজার থানার 189 রবীন্দ্র সরণি থেকে আটক করা হয় অভিষেককে ৷ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৭ লাখ ৫০ হাজার টাকা পাওয়া যায় ৷ ওই টাকা সে কোথা থেকে পেয়েছে তার সন্তোষজনক জবাব দিতে পারেনি । সে থাকে আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার বিবেকানন্দ রোডে । ওই টাকা নিয়ে সে কেন রবীন্দ্রসদনে এসেছিলেন তা জানতে অভিষেককে জেরা করে পুলিশ । জেরায় উঠে আসে ওই টাকা হাওয়ালার ।

Man allegedly involved in money laundering case arrested in kolkata
ধৃত অভিষেক গুপ্ত

500 ও 2000 টাকার নোট বাতিলের পর কেন্দ্রীয় সরকারের দাবি ছিল, ধসে গেছে হাওয়ালা কারবার । কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA - র রিপোর্ট বলছে, সেটা ঠিক নয় । নোটবাতিলের পরও পাকিস্তান থেকে এদেশে হাওয়ালার মাধ্যমে ঢুকেছে বহু টাকা । সেই টাকার একটা বড় অংশ এসেছে কলকাতাতেও । এই কারবার শহরে চলছে রমরম করে । গোয়েন্দাদের সন্দেহ, হাওয়ালার মাধ্যমে অর্থ পাঠানো হচ্ছে জঙ্গিদের । একারণেই হাওয়ালা কারবারের উপর রাখা হচ্ছে কড়া নজর ।

কলকাতা, 28 অগাস্ট : একের পর এক ধরপাকড় ৷ মূলত বড় বাজার, জোড়াসাঁকো, জোড়াবাগান এলাকায় ৷ কখনও আবার মধ্য কলকাতার দু'একটি জায়গায় ৷ গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন ৷ উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকা ৷ কিন্তু তারপরেও বন্ধ হয়নি হাওয়ালা কারবার ৷ গতরাতে ফের এক হাওয়ালা কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ ৷ উদ্ধার হয়েছে 17 লাখ 50 হাজার টাকা ৷ ধৃতের নাম অভিষেক গুপ্ত (37) ৷

গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে তল্লাশি অভিযান চালায় পুলিশ । এরপর বড়বাজার থানার 189 রবীন্দ্র সরণি থেকে আটক করা হয় অভিষেককে ৷ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৭ লাখ ৫০ হাজার টাকা পাওয়া যায় ৷ ওই টাকা সে কোথা থেকে পেয়েছে তার সন্তোষজনক জবাব দিতে পারেনি । সে থাকে আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার বিবেকানন্দ রোডে । ওই টাকা নিয়ে সে কেন রবীন্দ্রসদনে এসেছিলেন তা জানতে অভিষেককে জেরা করে পুলিশ । জেরায় উঠে আসে ওই টাকা হাওয়ালার ।

Man allegedly involved in money laundering case arrested in kolkata
ধৃত অভিষেক গুপ্ত

500 ও 2000 টাকার নোট বাতিলের পর কেন্দ্রীয় সরকারের দাবি ছিল, ধসে গেছে হাওয়ালা কারবার । কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA - র রিপোর্ট বলছে, সেটা ঠিক নয় । নোটবাতিলের পরও পাকিস্তান থেকে এদেশে হাওয়ালার মাধ্যমে ঢুকেছে বহু টাকা । সেই টাকার একটা বড় অংশ এসেছে কলকাতাতেও । এই কারবার শহরে চলছে রমরম করে । গোয়েন্দাদের সন্দেহ, হাওয়ালার মাধ্যমে অর্থ পাঠানো হচ্ছে জঙ্গিদের । একারণেই হাওয়ালা কারবারের উপর রাখা হচ্ছে কড়া নজর ।

Intro:কলকাতা, ২৮ অগাস্ট: একের পর এক ধরপাকড়। মূলত বড় বাজার, জোঁড়াসাঁকো, জোড়াবাগান এলাকায়। কখনো-সখনো আবার সেন্ট্রাল কলকাতার দুই একটি জায়গায়। ধরপাকড়ে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকা। কিন্তু তার পরেও হাওয়ালা কারবার বন্ধ হয়নি শহরে। গতরাতে ফের এক হাওয়ালা কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ। তার কাছে উদ্ধার হয়েছে ১৭ লাখ ৫০ হাজার টাকা। Body:পুলিশ সূত্রে খবর, গতরাতে বড়বাজার থানা এলাকার ১৮৯ রবীন্দ্র সরণি থেকে আটক করা হয় অভিশেক গুপ্ত নামে 37 বছরের এক যুবককে। গোপন সূত্রে খবর পেয়ে এই তল্লাশি অভিযান চালায় পুলিশ। তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে ১৭ লাখ ৫০ হাজার টাকা। ওই টাকা তিনি কোথা থেকে পেয়েছেন তার কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি অভিষেক। এমনিতে তিনি থাকেন আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার বিবেকানন্দ রোডে। ওই টাকা নিয়ে তিনি কেন রবীন্দ্রসদনে এসেছিলেন তা জানার চেষ্টা শুরু করে পুলিশ। সূত্র জানাচ্ছে, জিজ্ঞাসাবাদে উঠে এসেছে ওই টাকা হাওয়ালার। তাকে আজ আদালতে পেশ করা হবে। Conclusion:নোটবন্দির পর কেন্দ্রীয় সরকারের দাবি ছিল, ধসে গেছে হাওয়ালা কারবার। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA র রিপোর্ট বলছে, সেটা ঠিক নয়। পাকিস্তান থেকে এদেশে নোট বন্দির পরও হাওয়ালার মাধ্যমে ঢুকেছে বহু টাকা। সেই টাকার একটা বড় অংশ এসেছে কলকাতাতেও। এই কারবার শহরে চলছে রমরমিয়ে। গোয়েন্দাদের সন্দেহ, হাওয়ালার মাধ্যমে অর্থ জোগানো হচ্ছে জঙ্গিদের। আর তাই হাওয়ালা কারবারের উপর রাখা হচ্ছে কড়া নজর।


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.