কলকাতা, 28 অগাস্ট : একের পর এক ধরপাকড় ৷ মূলত বড় বাজার, জোড়াসাঁকো, জোড়াবাগান এলাকায় ৷ কখনও আবার মধ্য কলকাতার দু'একটি জায়গায় ৷ গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন ৷ উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকা ৷ কিন্তু তারপরেও বন্ধ হয়নি হাওয়ালা কারবার ৷ গতরাতে ফের এক হাওয়ালা কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ ৷ উদ্ধার হয়েছে 17 লাখ 50 হাজার টাকা ৷ ধৃতের নাম অভিষেক গুপ্ত (37) ৷
গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে তল্লাশি অভিযান চালায় পুলিশ । এরপর বড়বাজার থানার 189 রবীন্দ্র সরণি থেকে আটক করা হয় অভিষেককে ৷ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৭ লাখ ৫০ হাজার টাকা পাওয়া যায় ৷ ওই টাকা সে কোথা থেকে পেয়েছে তার সন্তোষজনক জবাব দিতে পারেনি । সে থাকে আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার বিবেকানন্দ রোডে । ওই টাকা নিয়ে সে কেন রবীন্দ্রসদনে এসেছিলেন তা জানতে অভিষেককে জেরা করে পুলিশ । জেরায় উঠে আসে ওই টাকা হাওয়ালার ।
500 ও 2000 টাকার নোট বাতিলের পর কেন্দ্রীয় সরকারের দাবি ছিল, ধসে গেছে হাওয়ালা কারবার । কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA - র রিপোর্ট বলছে, সেটা ঠিক নয় । নোটবাতিলের পরও পাকিস্তান থেকে এদেশে হাওয়ালার মাধ্যমে ঢুকেছে বহু টাকা । সেই টাকার একটা বড় অংশ এসেছে কলকাতাতেও । এই কারবার শহরে চলছে রমরম করে । গোয়েন্দাদের সন্দেহ, হাওয়ালার মাধ্যমে অর্থ পাঠানো হচ্ছে জঙ্গিদের । একারণেই হাওয়ালা কারবারের উপর রাখা হচ্ছে কড়া নজর ।