কলকাতা, 24 নভেম্বর: দুয়ারে রেশন (Mamata on Duare Ration) নিয়ে যতদূর যাওয়ার যাব ৷ বিধানসভায় (Mamata at Assembly) জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী বলার পরই মুখ্যমন্ত্রী এই নিয়ে সরাসরি বলতে শুরু করেন । মুখ্যমন্ত্রী দুয়ারে রেশন সংক্রান্ত প্রশ্নের উত্তরে বলেন বিধানসভার মাধ্যমে আদালতের কাছে আবেদন করব, যাতে বিচারের বাণী নীরবে নিভৃতে না কাঁদে ।
তিনি আরও বলেন, "জনগণের সুবিধার জন্য দুয়ারে রেশন (Duare Ration Project) চালু হয়েছে । ইতিমধ্যেই রেশন ডিলারদের 480 কোটি টাকা ইনটেনসিভ দেওয়া হয়েছে । সবার আপত্তি নেই । আমি তাঁদের সঙ্গে বৈঠক করেছি । সমাজে 99 শতাংশ ভালো লোক থাকলেও 1 শতাংশ মনে করেন তাঁরা কেবল নিজেরাই খাবেন ।"
এ দিন মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, মানুষের স্বার্থে দুয়ারে রেশন চলবে । কারও গায়ের জোরের কাছে সরকার মাথা নত করবে না । তার জন্য যত দূর যাওয়ার যাব ।
আরও পড়ুন: দুয়ারে রেশন প্রকল্পকে বেআইনি বলে রায় হাইকোর্টের
প্রসঙ্গত, কয়েকদিন আগে রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও দুয়ারে রেশন নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সে সময়ই কতিপয় মামলাকারীদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি । 2019 সালের লোকসভা ভোটে পশ্চিমাঞ্চল ও পিছিয়ে পড়া এলাকায় বিপর্যয় ঘটার পর থেকেই তৃণমূল সরকার প্রান্তিক মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়াকে অগ্রাধিকার দিয়েছে । একুশের বিধানসভা নির্বাচনের আগেই দুয়ারে রেশনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সে সময় রেশন ডিলারদের একাংশ আদালতে মামলাও করেন । তবে আদালত সে সময় জানিয়েছিল যে, দুয়ারে রেশন বৈধ । তবে সাম্প্রতিক মামলায় রায় সরকারি কর্মসূচির বিরুদ্ধে যাওয়ায় এই নিয়ে তৎপর নবান্ন । মুখ্যমন্ত্রী এ দিন স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, মানুষের পরিষেবার জন্য এই প্রকল্প জারি থাকা জরুরি । তাই এই প্রকল্প চালু রাখার জন্য তিনি যতদূর যাওয়ার যাবেন বলে বিধানসভায় জানিয়ে দিলেন ।