ETV Bharat / state

Mamata Banerjee: বিজেপির টাকার উৎস কি ? তদন্ত চান মমতা - বিজেপির টাকার উৎস

বিজেপি বিভিন্ন রাজ্যে টাকার জোরে বিরোধীদের সরকার ভাঙছে, এই অভিযোগ তুলে পদ্ম শিবিরের টাকার উৎস জানতে তদন্ত চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Jul 12, 2023, 10:10 PM IST

কলকাতা, 12 জুলাই: পঞ্চায়েত নির্বাচনে এই রাজ্যে অভাবনীয় সাফল্য পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । নির্বাচনের এই ফল নিয়ে প্রতিক্রিয়া দিতে বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এদিনের এই সাংবাদিক সম্মেলন থেকে আরও একবার বিজেপিকে আক্রমণ শানালেন বাংলার মুখ্যমন্ত্রী । রাজ্যে রাজ্যে বিরোধীদের পরিচালিত সরকার ভাঙতে বিজেপি টাকার খেলে খেলছে বলে এদিন সরব হয়েছেন মমতা ।

শুধু তাই নয়, এই সাংবাদিক সম্মেলন থেকে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির টাকার উৎসও জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তদন্তের দাবিও জানিয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান ৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,"সবাই চোর আর ভাজপা হল ওয়াশিং মেশিন । মহারাষ্ট্রে দেখলেন কেলেঙ্কারি পর কেলেঙ্কারি । যেই বিজেপির পক্ষে যোগ দিলেন সব কেস ক্লিয়ার ।"

মুখ্যমন্ত্রীর অভিযোগ, গোটা দেশে ভয়ের রাজনীতি চলছে 10 বছর ধরে । সরকার ভাঙতে এজেন্সিগুলিকে ব্যবহার করা হচ্ছে । অর্থ জলের মতো করে খরচ করা হচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, মহারাষ্ট্রের সরকার ভাঙার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে । অরুণাচলের ক্ষেত্রেও একই কৌশল ব্যবহার করা হয়েছে । তাঁর কথায়,"একই পথে ঝাড়খন্ড সরকার ভাঙ্গার চেষ্টা হয়েছে । তবে আমরা উদ্যোগী হয়েছিলাম বলে শেষ পর্যন্ত তা বাঁচিয়ে দেওয়া সম্ভব হয়েছিল ।" এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন তুলেছেন, এত টাকা কোথা থেকে পাচ্ছে বিজেপি? সবাইকে চোর বলা হচ্ছে, তাহলে তাদের কাছে টাকা কীভাবে আসছে ।

আরও পড়ুন: বিজেপির টাকার উৎস কি, তদন্ত চান মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপির অর্থ নিয়ে তদন্তও চেয়েছেন । তিনি চান, এই অর্থের উৎস কী তা জানতে নিরপেক্ষ তদন্ত হোক । মমতার কথায়,"কোন এজেন্সি কোন প্লেনে করে টাকাগুলো নিয়ে আসছে ! কোথা থেকে তা বিতরণ করা হচ্ছে আমি সাংবাদিকদের বলব, নির্ভয় নিজেরা গিয়ে গ্রামে গ্রামে একটা তদন্ত করুন । কোন কোন জায়গায় কত টাকা ঢালা হয়েছে, এর সোর্স কী !" তৃণমূল সুপ্রিমো এদিন প্রশ্ন তুলেছেন, এক্ষেত্রে কেন ইডি-সিবিআই কাজ করবে না ! যাদের উপর দায়িত্ব তারাই নৈতিক দায়িত্বহীনতার কাজ করছেন বলেও তোপ দেগেছেন বাংলার মুখ্যমন্ত্রী ।

কলকাতা, 12 জুলাই: পঞ্চায়েত নির্বাচনে এই রাজ্যে অভাবনীয় সাফল্য পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । নির্বাচনের এই ফল নিয়ে প্রতিক্রিয়া দিতে বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এদিনের এই সাংবাদিক সম্মেলন থেকে আরও একবার বিজেপিকে আক্রমণ শানালেন বাংলার মুখ্যমন্ত্রী । রাজ্যে রাজ্যে বিরোধীদের পরিচালিত সরকার ভাঙতে বিজেপি টাকার খেলে খেলছে বলে এদিন সরব হয়েছেন মমতা ।

শুধু তাই নয়, এই সাংবাদিক সম্মেলন থেকে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির টাকার উৎসও জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তদন্তের দাবিও জানিয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান ৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,"সবাই চোর আর ভাজপা হল ওয়াশিং মেশিন । মহারাষ্ট্রে দেখলেন কেলেঙ্কারি পর কেলেঙ্কারি । যেই বিজেপির পক্ষে যোগ দিলেন সব কেস ক্লিয়ার ।"

মুখ্যমন্ত্রীর অভিযোগ, গোটা দেশে ভয়ের রাজনীতি চলছে 10 বছর ধরে । সরকার ভাঙতে এজেন্সিগুলিকে ব্যবহার করা হচ্ছে । অর্থ জলের মতো করে খরচ করা হচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, মহারাষ্ট্রের সরকার ভাঙার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে । অরুণাচলের ক্ষেত্রেও একই কৌশল ব্যবহার করা হয়েছে । তাঁর কথায়,"একই পথে ঝাড়খন্ড সরকার ভাঙ্গার চেষ্টা হয়েছে । তবে আমরা উদ্যোগী হয়েছিলাম বলে শেষ পর্যন্ত তা বাঁচিয়ে দেওয়া সম্ভব হয়েছিল ।" এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন তুলেছেন, এত টাকা কোথা থেকে পাচ্ছে বিজেপি? সবাইকে চোর বলা হচ্ছে, তাহলে তাদের কাছে টাকা কীভাবে আসছে ।

আরও পড়ুন: বিজেপির টাকার উৎস কি, তদন্ত চান মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপির অর্থ নিয়ে তদন্তও চেয়েছেন । তিনি চান, এই অর্থের উৎস কী তা জানতে নিরপেক্ষ তদন্ত হোক । মমতার কথায়,"কোন এজেন্সি কোন প্লেনে করে টাকাগুলো নিয়ে আসছে ! কোথা থেকে তা বিতরণ করা হচ্ছে আমি সাংবাদিকদের বলব, নির্ভয় নিজেরা গিয়ে গ্রামে গ্রামে একটা তদন্ত করুন । কোন কোন জায়গায় কত টাকা ঢালা হয়েছে, এর সোর্স কী !" তৃণমূল সুপ্রিমো এদিন প্রশ্ন তুলেছেন, এক্ষেত্রে কেন ইডি-সিবিআই কাজ করবে না ! যাদের উপর দায়িত্ব তারাই নৈতিক দায়িত্বহীনতার কাজ করছেন বলেও তোপ দেগেছেন বাংলার মুখ্যমন্ত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.