ETV Bharat / state

Controversial Remarks Case on President: রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্য সংক্রান্ত মামলা, অব্যাহতি পেলেন মমতা - রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে রাজ্যের মন্ত্রী অখিল গিরি (Akhil Giri) যে মন্তব্য করেছিলেন তার বিরুদ্ধে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা ৷ পরে সেই মামলাতে নাম জড়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ৷ সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বাদ দেওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Controversial Remarks Case on President
ফাইল ছবি
author img

By

Published : Jan 30, 2023, 3:54 PM IST

কলকাতা, 30 জানুয়ারি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) উদ্দেশ্যে রাজ্যের মন্ত্রী অখিল গিরির বক্তব্য সংক্রান্ত মামলা থেকে বাদ দেওয়া হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। আজ মুখ্যমন্ত্রীর আইনজীবী সপ্তাংশু বসুর তরফে এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বাদ দেওয়ার আবেদন করা হয় । আবেদনে সাড়া দিয়ে এই মামলা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অব্যাহতি দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে রাজ্যকে জমা দিতে হবে হলফনামা ৷ এমনই নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।

এই মামলার পরবর্তী শুনানি 27 ফেব্রুয়ারি ৷ উল্লেখ্য, গত নভেম্বর মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে ৷ তাঁর এই মন্তব্যের প্রতিবাদে বিজেপি'র তরফে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের হয়। পাশাপাশি হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। এছাড়াও বিজেপি রাজনৈতিক ক্ষেত্রেও সরব হয় এই ইস্যুতে। যদিও অখিল গিরির দাবি ছিল তিনি মোটেও রাষ্ট্রপতিকে অসম্মান করে কোনও মন্তব্য করেননি। পরে মামলাতে নাম জড়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ সেই মামলা থেকে বাদ দেওয়া হল মুখ্যমন্ত্রীর নাম ৷

আরও পড়ুন: রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্য, মামলা থেকে মুখ্যমন্ত্রীর নাম বাদ দেওয়ার নির্দেশ

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয় আদালতে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই মামলার আর্জি জানানো হয় ৷ মামলাকারী জানান, অখিল গিরিকে অবিলম্বে সরানো হোক রাজ্যের কারামন্ত্রীর পদ থেকে ৷ সঙ্গে গ্রেফতার করার নির্দেশ দিক আদালত।

অন্যদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী এই মন্তব্য সমর্থন করেছেন বলে অভিযোগ করে জনস্বার্থ মামলা করেন এক বিজেপি কর্মী। পাশাপাশি মুখ্যমন্ত্রী অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার কোনও পদক্ষেপ নেননি বলেও দাবি করেন ওই বিজেপি কর্মী। আদালতের ক্ষমতা রয়েছে তাঁকে স্বতঃস্ফূর্তভাবে পদ থেকে সরানোর। একইসঙ্গে মুখ্যমন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে কোনও পদক্ষেপ না-করায় তাকেও এই মামলায় যুক্ত করা হয় মুখ্যমন্ত্রীর নাম। তা থেকেই এদিন অব্যাহতি দিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

কলকাতা, 30 জানুয়ারি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) উদ্দেশ্যে রাজ্যের মন্ত্রী অখিল গিরির বক্তব্য সংক্রান্ত মামলা থেকে বাদ দেওয়া হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। আজ মুখ্যমন্ত্রীর আইনজীবী সপ্তাংশু বসুর তরফে এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বাদ দেওয়ার আবেদন করা হয় । আবেদনে সাড়া দিয়ে এই মামলা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অব্যাহতি দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে রাজ্যকে জমা দিতে হবে হলফনামা ৷ এমনই নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।

এই মামলার পরবর্তী শুনানি 27 ফেব্রুয়ারি ৷ উল্লেখ্য, গত নভেম্বর মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে ৷ তাঁর এই মন্তব্যের প্রতিবাদে বিজেপি'র তরফে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের হয়। পাশাপাশি হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। এছাড়াও বিজেপি রাজনৈতিক ক্ষেত্রেও সরব হয় এই ইস্যুতে। যদিও অখিল গিরির দাবি ছিল তিনি মোটেও রাষ্ট্রপতিকে অসম্মান করে কোনও মন্তব্য করেননি। পরে মামলাতে নাম জড়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ সেই মামলা থেকে বাদ দেওয়া হল মুখ্যমন্ত্রীর নাম ৷

আরও পড়ুন: রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্য, মামলা থেকে মুখ্যমন্ত্রীর নাম বাদ দেওয়ার নির্দেশ

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয় আদালতে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই মামলার আর্জি জানানো হয় ৷ মামলাকারী জানান, অখিল গিরিকে অবিলম্বে সরানো হোক রাজ্যের কারামন্ত্রীর পদ থেকে ৷ সঙ্গে গ্রেফতার করার নির্দেশ দিক আদালত।

অন্যদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী এই মন্তব্য সমর্থন করেছেন বলে অভিযোগ করে জনস্বার্থ মামলা করেন এক বিজেপি কর্মী। পাশাপাশি মুখ্যমন্ত্রী অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার কোনও পদক্ষেপ নেননি বলেও দাবি করেন ওই বিজেপি কর্মী। আদালতের ক্ষমতা রয়েছে তাঁকে স্বতঃস্ফূর্তভাবে পদ থেকে সরানোর। একইসঙ্গে মুখ্যমন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে কোনও পদক্ষেপ না-করায় তাকেও এই মামলায় যুক্ত করা হয় মুখ্যমন্ত্রীর নাম। তা থেকেই এদিন অব্যাহতি দিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.