ETV Bharat / state

নবান্নে যাওয়ার পথে সাফাইকর্মীদের হাতে শীত পোশাক তুলে দিলেন মমতা

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 18, 2024, 10:59 PM IST

Mamata Banerjee: বাড়ি থেকে বেরিয়ে নবান্ন যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী ৷ এই কনকনে শীতের দিনে রাস্তায় সাফাইকর্মীদের দেখে গাড়ি থেকে নেমে পড়েন তিনি ৷ গাড়িতে থাকা শীতবস্ত্র তাদের মধ্যে বিলি করেন ৷

Etv Bharat
সাফাইকর্মীদের শীত পোশাক বিলি করলেন মমতা

কলকাতা, 18 জানুয়ারি: নবান্নে যাওয়ার পথে সাফাইকর্মীদের শীতবস্ত্র দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গত কয়েকদিন ধরে প্রবল ঠান্ডা পড়েছে রাজ্যে । বুধবার রাত থেকে তার সঙ্গে শুরু হয়েছে হালকা বৃষ্টি । এই আবহাওয়াতেও প্রতিদিনের মতো বৃহস্পতিবারও কাজ করছিল সাফাইকর্মীরা । কালীঘাটের বাড়ি থেকে নবান্নে যাওয়ার পথে তাদের দিকেই নজর পড়ে মুখ্যমন্ত্রীর । তাদের ডেকে গাড়িতে থাকা জ্যাকেট বিতরণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় । আকস্মিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের পদক্ষেপ দেখে প্রথমে সাফাইকর্মীরা হকচকিয়ে গেলেও পরে খুশি হয় । রাজ্যের প্রশাসনিক প্রধানকে এভাবে হাতের মুঠোয় পেয়ে নিজেদের অভাব অভিযোগের কথাও জানান অনেকেই ।

mamata banerjee
মহিলা সাফাইকর্মীর হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন সাফাইকর্মীদের শীত পোশাক বিতরণের বিষয়টি সাধারণের জন্য নিজেই অবতারণা করেছেন মুখ্যমন্ত্রী । সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, "প্রতিদিনের মতো, আজও বাড়ি থেকে নবান্ন যাওয়ার পথে সাফাই কর্মীদের দেখে আমার কষ্ট হচ্ছিল । এই শীতের দিনে তাঁদের জীবনযাপন আমাকে ভাবায়, আমার হৃদয়ে বেদনার সঞ্চার করে । তাঁরা আমার এই শহর তথা রাজ্যকে পরিষ্কার রাখে । তাই আজ, নবান্ন যাওয়ার সময় সেই সকল মানুষের হাতে তুলে দিলাম । আমার নিজের সাধ্যমত সর্বদা সকল মানুষের পাশে থাকতে আমি বদ্ধপরিকর । আমার রাজ্যের যে-কোনও প্রান্তে কোনও একজন মানুষও যদি দুঃখে-কষ্টে থাকে, তাহলে তা আমার কাছে সমান বেদনাদায়ক । জনসেবা করার জন্যই নিজের গোটা জীবনকে সঁপে দিয়েছি গণদেবতার স্বার্থে । তাঁরা ভালো থাকলেই আমার ভালো থাকা । আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন ।"

রাজ্যে যখন তাঁর সরকারের বিরুদ্ধে প্রতিদিন বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলছেন বিরোধীরা, তার মধ্যেই এদিন সোশাল মিডিয়ায় এই বক্তব্যের মাধ্যমে বাস্তবে তিনি যে সাধারণের জন্য কাজ করতে চান সেটাই আরও একবার বোঝাতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের ।

আরও পড়ুন :

  1. কালীঘাটের আরতি দেখে সংহতি মিছিল শুরু মমতার, যাবেন মসজিদ-গির্জা-গুরুদ্বারেও
  2. রামমন্দির নিয়ে গেরুয়া-ঢক্কানিনাদ আসলে নির্বাচনী গিমিক, নাম না করে বিজেপিকে তোপ মমতার
  3. 'কাজে ঢিলেমি বরদাস্ত নয়', সরকারি আধিকারিকদের কড়া বার্তা মমতার

কলকাতা, 18 জানুয়ারি: নবান্নে যাওয়ার পথে সাফাইকর্মীদের শীতবস্ত্র দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গত কয়েকদিন ধরে প্রবল ঠান্ডা পড়েছে রাজ্যে । বুধবার রাত থেকে তার সঙ্গে শুরু হয়েছে হালকা বৃষ্টি । এই আবহাওয়াতেও প্রতিদিনের মতো বৃহস্পতিবারও কাজ করছিল সাফাইকর্মীরা । কালীঘাটের বাড়ি থেকে নবান্নে যাওয়ার পথে তাদের দিকেই নজর পড়ে মুখ্যমন্ত্রীর । তাদের ডেকে গাড়িতে থাকা জ্যাকেট বিতরণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় । আকস্মিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের পদক্ষেপ দেখে প্রথমে সাফাইকর্মীরা হকচকিয়ে গেলেও পরে খুশি হয় । রাজ্যের প্রশাসনিক প্রধানকে এভাবে হাতের মুঠোয় পেয়ে নিজেদের অভাব অভিযোগের কথাও জানান অনেকেই ।

mamata banerjee
মহিলা সাফাইকর্মীর হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন সাফাইকর্মীদের শীত পোশাক বিতরণের বিষয়টি সাধারণের জন্য নিজেই অবতারণা করেছেন মুখ্যমন্ত্রী । সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, "প্রতিদিনের মতো, আজও বাড়ি থেকে নবান্ন যাওয়ার পথে সাফাই কর্মীদের দেখে আমার কষ্ট হচ্ছিল । এই শীতের দিনে তাঁদের জীবনযাপন আমাকে ভাবায়, আমার হৃদয়ে বেদনার সঞ্চার করে । তাঁরা আমার এই শহর তথা রাজ্যকে পরিষ্কার রাখে । তাই আজ, নবান্ন যাওয়ার সময় সেই সকল মানুষের হাতে তুলে দিলাম । আমার নিজের সাধ্যমত সর্বদা সকল মানুষের পাশে থাকতে আমি বদ্ধপরিকর । আমার রাজ্যের যে-কোনও প্রান্তে কোনও একজন মানুষও যদি দুঃখে-কষ্টে থাকে, তাহলে তা আমার কাছে সমান বেদনাদায়ক । জনসেবা করার জন্যই নিজের গোটা জীবনকে সঁপে দিয়েছি গণদেবতার স্বার্থে । তাঁরা ভালো থাকলেই আমার ভালো থাকা । আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন ।"

রাজ্যে যখন তাঁর সরকারের বিরুদ্ধে প্রতিদিন বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলছেন বিরোধীরা, তার মধ্যেই এদিন সোশাল মিডিয়ায় এই বক্তব্যের মাধ্যমে বাস্তবে তিনি যে সাধারণের জন্য কাজ করতে চান সেটাই আরও একবার বোঝাতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের ।

আরও পড়ুন :

  1. কালীঘাটের আরতি দেখে সংহতি মিছিল শুরু মমতার, যাবেন মসজিদ-গির্জা-গুরুদ্বারেও
  2. রামমন্দির নিয়ে গেরুয়া-ঢক্কানিনাদ আসলে নির্বাচনী গিমিক, নাম না করে বিজেপিকে তোপ মমতার
  3. 'কাজে ঢিলেমি বরদাস্ত নয়', সরকারি আধিকারিকদের কড়া বার্তা মমতার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.