কলকাতা, ১৫ জানুয়ারি : ১৭ জানুয়ারি NPR নিয়ে কেন্দ্রের ডাকা বৈঠক বয়কট করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । আজ কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ে তৃণমূল ছাত্র পরিষদের ধরনা মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে বৈঠক বয়কট করার কথা জানান তিনি । বলেন, "বৈঠকে রাজ্যের তরফে কোনও প্রতিনিধি পাঠানো হবে না । এজন্য যদি রাজ্য সরকারকে ভেঙে দেওয়া হয়, তবু এই বৈঠকে যাব না ৷ "
NPR - এর কাজ শুরু করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বারবার বলা সত্ত্বেও তা মানছে না পশ্চিমবঙ্গ, কেরালা সহ কয়েকটি রাজ্য । এবার এই ইশুতে রাজ্যগুলোকে নিয়ে 17 জানুয়ারি বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার । এই বৈঠকে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই চিঠি চলে এসেছে মুখ্যমন্ত্রীর দপ্তরে ।
আজ রানি রাসমণি অ্যাভিনিউয়ে তৃণমূল ছাত্র পরিষদের ধরনা মঞ্চে হাজির হন তৃণমূল সুপ্রিমো । 17 জানুয়ারির বৈঠক নিয়ে তিনি বলেন, " আমি না বললে জানতে পারতেন না । 17 তারিখ NPR নিয়ে মিটিং করছে (কেন্দ্রীয় সরকার)। আমি যাব না । আমার রাজ্যের কোনও প্রতিনিধিও যাবেন না । "
নাম না করে রাজ্যপাল জগদীপ ধনকড়কে কটাক্ষ করে মমতা বলেন, "এখানে একজন রয়েছেন কেন্দ্রীয় সরকারের মুখপাত্র । তিনি বলবেন তোমার সরকারকে ভেঙে দিলাম । আমি যেটা মানবো না তো মানবো না । ফেডেরাল স্ট্রাকচারে তুমিও নির্বাচিত সরকার, আমিও নির্বাচিত সরকার । তোমার ক্ষমতা তোমার । আমার ক্ষমতা আমার । "