ETV Bharat / state

NPR বৈঠক বয়কটের সিদ্ধান্ত রাজ্যের, ধরনা মঞ্চ থেকে জানালেন মমতা - NPR বৈছক বয়কট মমতার

আজ রানি রাসমণি অ্যাভিনিউয়ে তৃণমূল ছাত্র পরিষদের ধরনা মঞ্চে হাজির হন তৃণমূল সুপ্রিমো । 17 জানুয়ারির বৈঠক নিয়ে তিনি বলেন,  " আমি না বললে জানতে পারতেন না । 17 তারিখ NPR নিয়ে মিটিং করছে (কেন্দ্রীয় সরকার)। আমি যাব না । আমার রাজ্যের কোনও প্রতিনিধিও যাবেন না । "

mamata
মমতা
author img

By

Published : Jan 15, 2020, 11:56 PM IST

Updated : Jan 16, 2020, 12:01 AM IST

কলকাতা, ১৫ জানুয়ারি : ১৭ জানুয়ারি NPR নিয়ে কেন্দ্রের ডাকা বৈঠক বয়কট করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । আজ কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ে তৃণমূল ছাত্র পরিষদের ধরনা মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে বৈঠক বয়কট করার কথা জানান তিনি । বলেন, "বৈঠকে রাজ্যের তরফে কোনও প্রতিনিধি পাঠানো হবে না । এজন্য যদি রাজ্য সরকারকে ভেঙে দেওয়া হয়, তবু এই বৈঠকে যাব না ৷ "

NPR - এর কাজ শুরু করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বারবার বলা সত্ত্বেও তা মানছে না পশ্চিমবঙ্গ, কেরালা সহ কয়েকটি রাজ্য । এবার এই ইশুতে রাজ্যগুলোকে নিয়ে 17 জানুয়ারি বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার । এই বৈঠকে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই চিঠি চলে এসেছে মুখ্যমন্ত্রীর দপ্তরে ।

আজ রানি রাসমণি অ্যাভিনিউয়ে তৃণমূল ছাত্র পরিষদের ধরনা মঞ্চে হাজির হন তৃণমূল সুপ্রিমো । 17 জানুয়ারির বৈঠক নিয়ে তিনি বলেন, " আমি না বললে জানতে পারতেন না । 17 তারিখ NPR নিয়ে মিটিং করছে (কেন্দ্রীয় সরকার)। আমি যাব না । আমার রাজ্যের কোনও প্রতিনিধিও যাবেন না । "

NPR বৈঠক বয়কট করে কেন্দ্রকে চ্যালেঞ্জ মমতার

নাম না করে রাজ্যপাল জগদীপ ধনকড়কে কটাক্ষ করে মমতা বলেন, "এখানে একজন রয়েছেন কেন্দ্রীয় সরকারের মুখপাত্র । তিনি বলবেন তোমার সরকারকে ভেঙে দিলাম । আমি যেটা মানবো না তো মানবো না । ফেডেরাল স্ট্রাকচারে তুমিও নির্বাচিত সরকার, আমিও নির্বাচিত সরকার‌ । তোমার ক্ষমতা তোমার । আমার ক্ষমতা আমার । "

কলকাতা, ১৫ জানুয়ারি : ১৭ জানুয়ারি NPR নিয়ে কেন্দ্রের ডাকা বৈঠক বয়কট করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । আজ কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ে তৃণমূল ছাত্র পরিষদের ধরনা মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে বৈঠক বয়কট করার কথা জানান তিনি । বলেন, "বৈঠকে রাজ্যের তরফে কোনও প্রতিনিধি পাঠানো হবে না । এজন্য যদি রাজ্য সরকারকে ভেঙে দেওয়া হয়, তবু এই বৈঠকে যাব না ৷ "

NPR - এর কাজ শুরু করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বারবার বলা সত্ত্বেও তা মানছে না পশ্চিমবঙ্গ, কেরালা সহ কয়েকটি রাজ্য । এবার এই ইশুতে রাজ্যগুলোকে নিয়ে 17 জানুয়ারি বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার । এই বৈঠকে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই চিঠি চলে এসেছে মুখ্যমন্ত্রীর দপ্তরে ।

আজ রানি রাসমণি অ্যাভিনিউয়ে তৃণমূল ছাত্র পরিষদের ধরনা মঞ্চে হাজির হন তৃণমূল সুপ্রিমো । 17 জানুয়ারির বৈঠক নিয়ে তিনি বলেন, " আমি না বললে জানতে পারতেন না । 17 তারিখ NPR নিয়ে মিটিং করছে (কেন্দ্রীয় সরকার)। আমি যাব না । আমার রাজ্যের কোনও প্রতিনিধিও যাবেন না । "

NPR বৈঠক বয়কট করে কেন্দ্রকে চ্যালেঞ্জ মমতার

নাম না করে রাজ্যপাল জগদীপ ধনকড়কে কটাক্ষ করে মমতা বলেন, "এখানে একজন রয়েছেন কেন্দ্রীয় সরকারের মুখপাত্র । তিনি বলবেন তোমার সরকারকে ভেঙে দিলাম । আমি যেটা মানবো না তো মানবো না । ফেডেরাল স্ট্রাকচারে তুমিও নির্বাচিত সরকার, আমিও নির্বাচিত সরকার‌ । তোমার ক্ষমতা তোমার । আমার ক্ষমতা আমার । "

Intro:কলকাতা, ১৫ জানুয়ারি : আগামী ১৭ জানুয়ারি NPR নিয়ে কেন্দ্রের ডাকা বৈঠক বয়কট করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতার রানী রাসমণি এভিনিউয়ে 'তৃণমূল ছাত্র পরিষদের' ধর্না মঞ্চে যোগ দিয়ে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে বৈঠক বয়কট করার কথা জানান মমতা। তিনি সাফ জানিয়ে দেন, বৈঠকে যোগ দেবেন না এমনকি রাজ্যের তরফ থেকেও কোনও প্রতিনিধি পাঠাবেন না। এর জন্য তার সরকার ভেঙে দিলেও এই বৈঠক থেকে বিরত থাকবেন তিনি।


Body:NPR করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বারবার চাপ থাকা সত্ত্বেও তা করছে না পশ্চিমবঙ্গ, কেরল সহ কয়েকটি রাজ্য। এবারে সমস্ত রাজ্য গুলোকে নিয়ে আগামী ১৭ জানুয়ারি বৈঠক ডেকেছে নরেন্দ্র মোদি সরকার। এই বৈঠকে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই চিঠি চলে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে। আজ রানী রাসমণি এভিনিউয়ে দলের ছাত্রসংগঠন তৃণমূল ছাত্র পরিষদের ষষ্ঠ তম দিবসের ধরনা মঞ্চে হাজির হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এই মঞ্চে মাইক হাতে ১৭ তারিখ দিল্লির বৈঠকের কথা উত্থাপন করেন। এ প্রসঙ্গে তার বক্তব্য, আমি না বললে জানতে পারতেন না। এই 17 তারিখ NPR মিটিং করছে। আমি তো যাবো না । আমার রাজ্যও যাবে না । নাম না করে রাজ্যপালকে উদ্দেশ্য করে তিনি বলেন, "এখানে একজন রয়েছে কেন্দ্র সরকারের মুখপাত্র। তিনি বলবেন তোমার সরকারকে ভেঙে দিলাম।" রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে মমতা বলেন, আমি যেটা মানবো নাতো মানবো না। ফেডারেল স্ট্রাকচারে তুমিও নির্বাচিত সরকার আমিও নির্বাচিত সরকার‌। তোমার ক্ষমতা তোমার। আমার ক্ষমতা আমার । যতক্ষণ আমি আছি ।"


Conclusion:
Last Updated : Jan 16, 2020, 12:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.