ETV Bharat / state

এবার 'সেভ গ্রিন'-নিয়ে পথে নামলেন মুখ্যমন্ত্রী

'সেফ ড্রাইভ, সেভ লাইফ' ও 'সেভ ওয়াটার'-এর পর এবার ‘সেভ গ্রিন’ কর্মসূচিতে পথে নামলেন মুখ্যমন্ত্রী । সবুজ বাঁচানোয় মানুষকে সচেতন করতে বন দপ্তরের এই উদ্যোগে সামিল হন কলকাতা পুলিশও ।

মিছিলে মমতা
author img

By

Published : Aug 1, 2019, 4:57 PM IST

Updated : Aug 1, 2019, 5:11 PM IST

কলকাতা, 1 অগাস্ট : সবুজ রক্ষার মিছিলে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ বন দপ্তর আয়োজিত 'সেভ গ্রিন, স্টে ক্লিন' পদযাত্রায় অংশ নেন তিনি । মিছিলে ছিলেন দেবাশিস কুমার, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমের মতো জনপ্রতিনিধিরা । কলকাতার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, সমাজকর্মী, প্রশাসনিক আধিকারিক ও রাজনৈতিক নেতা-নেত্রীরাও মিছিলে অংশ নেন ৷ দুপুর 3 টে নাগাদ বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে শুরু হয়ে চৌরঙ্গি রোড, আশুতোষ মুখার্জি রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, সাদার্ন অ্যাভিনিউ হয়ে নজরুল মঞ্চে পৌঁছায় পদযাত্রাটি ।

'সেফ ড্রাইভ, সেভ লাইফ' ও 'সেভ ওয়াটার'-এর পর এবার ‘সেভ গ্রিন’ কর্মসূচিতে পথে নামলেন মুখ্যমন্ত্রী । সবুজ বাঁচানোয় মানুষকে সচেতন করতে বন দপ্তরের এই উদ্যোগে সামিল হন কলকাতা পুলিশও । 'সেভ গ্রিন, স্টে ক্লিন'-এর বহু ট্যাবলো মিছিলে দেখা যায় । কলকাতা পুলিশ ও কলকাতা পৌরনিগমের হাতে তুলে দেওয়া হয় চারাগাছ । এছাড়াও, সবুজ রক্ষায় দেওয়া হয় নানা বার্তা ।

দেখুন ভিডিয়ো

মিছিলকে কেন্দ্র করে যানজট এড়াতে রবীন্দ্র সদন, এক্সাইড মোড়, হাজরা, রাসবিহারীতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় । অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয় এলাকাগুলিতে ।

কলকাতা, 1 অগাস্ট : সবুজ রক্ষার মিছিলে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ বন দপ্তর আয়োজিত 'সেভ গ্রিন, স্টে ক্লিন' পদযাত্রায় অংশ নেন তিনি । মিছিলে ছিলেন দেবাশিস কুমার, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমের মতো জনপ্রতিনিধিরা । কলকাতার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, সমাজকর্মী, প্রশাসনিক আধিকারিক ও রাজনৈতিক নেতা-নেত্রীরাও মিছিলে অংশ নেন ৷ দুপুর 3 টে নাগাদ বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে শুরু হয়ে চৌরঙ্গি রোড, আশুতোষ মুখার্জি রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, সাদার্ন অ্যাভিনিউ হয়ে নজরুল মঞ্চে পৌঁছায় পদযাত্রাটি ।

'সেফ ড্রাইভ, সেভ লাইফ' ও 'সেভ ওয়াটার'-এর পর এবার ‘সেভ গ্রিন’ কর্মসূচিতে পথে নামলেন মুখ্যমন্ত্রী । সবুজ বাঁচানোয় মানুষকে সচেতন করতে বন দপ্তরের এই উদ্যোগে সামিল হন কলকাতা পুলিশও । 'সেভ গ্রিন, স্টে ক্লিন'-এর বহু ট্যাবলো মিছিলে দেখা যায় । কলকাতা পুলিশ ও কলকাতা পৌরনিগমের হাতে তুলে দেওয়া হয় চারাগাছ । এছাড়াও, সবুজ রক্ষায় দেওয়া হয় নানা বার্তা ।

দেখুন ভিডিয়ো

মিছিলকে কেন্দ্র করে যানজট এড়াতে রবীন্দ্র সদন, এক্সাইড মোড়, হাজরা, রাসবিহারীতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় । অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয় এলাকাগুলিতে ।

Last Updated : Aug 1, 2019, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.