ETV Bharat / state

Mahua Alleges Hacking: তাঁর ফোন-ইমেল হ্যাকের চেষ্টা কেন্দ্রের, অ্যাপলের সতর্কীকরণ প্রকাশ্যে এনে অভিযোগ মহুয়ার - Mahua Moitra

Mahua Moitra Alleges Hacking: অ্যাপলের সতর্কীকরণ প্রকাশ্যে এনে তাঁর ফোন এবং ইমেল হ্যাকের চেষ্টার গুরুতর অভিযোগ তুললেন মহুয়া মৈত্র ৷ তাঁর অভিযোগ, কেন্দ্র তাঁর ফোন ও ইমেল হ্যাক করার চেষ্টা করছে ৷

Mahua Moitra
মহুয়া মৈত্র
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 12:21 PM IST

Updated : Oct 31, 2023, 12:30 PM IST

কলকাতা, 31 অক্টোবর: অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ উঠেছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে । বিষয়টি নিয়ে ভালোই জলঘোলা হচ্ছে । ইতিমধ্যে বিষয়টি এথিক্স কমিটি পর্যন্ত গিয়েছে । এর মাঝেই গুরুত্বপূর্ণ অভিযোগ তুললেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ । মঙ্গলবার সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে তিনি অভিযোগ করেছেন, তাঁর আইফোনের অ্যাকাউন্ট এবং ইমেল আইডি হ্যাক করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার । ইতিমধ্যেই তাঁকে নাকি অ্যাপলের তরফ থেকে এই বিষয়ে সতর্কিত করা হয়েছে ।

ঠিক কী লিখেছেন তিনি তা একবার দেখে নেওয়া যাক । এক্স বার্তায় মহুয়া লেখেন,

"অ্যাপলের তরফ থেকে টেক্সট এবং ইমেল পাঠিয়ে আমাকে সতর্ক করা হয়েছে । সেখানে বলা হয়েছে, সরকার আমার ফোন এবং ইমেল হ্যাক করার চেষ্টা করছে । ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রক এর মাধ্যমে একটা জীবন পেতে চাইছে । আদানি এবং পিএমও-যতই রক্তচক্ষু দেখাক, তোমাদের ভয়ে আমার করুণা হয় ।"

এখানেই শেষ নয় ৷ মহুয়া আরও উল্লেখ করেছেন যে, অ্যাপলের তরফ থেকে @priyankac19-নামক একজনকে, তাঁকে এবং আরও তিনজন ভারতীয়কে এখনও পর্যন্ত এই মেসেজ পাঠানো হয়েছে ।

  • Received text & email from Apple warning me Govt trying to hack into my phone & email. @HMOIndia - get a life. Adani & PMO bullies - your fear makes me pity you. @priyankac19 - you, I , & 3 other INDIAns have got it so far . pic.twitter.com/2dPgv14xC0

    — Mahua Moitra (@MahuaMoitra) October 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: এথিক্স কমিটির জন্য সময় নেই, সাক্ষাৎকার দেওয়ার অঢেল সময় আছে; মহুয়াকে বিঁধলেন নিশিকান্ত

প্রসঙ্গত, এ দিন তিনি শুধু অভিযোগ করেননি, এই অভিযোগের সাপেক্ষে অ্যাপলের পাঠানো মেসেজগুলিও সোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন । আর সেখান থেকেই প্রশ্ন উঠছে আদৌ কি এই ঘটনা সত্যি ? এমনিতেই সংসদে অর্থের বিনিময়ে প্রশ্ন তোলার বিষয় নিয়ে মহুয়া মৈত্রকে কেন্দ্র করে বিতর্ক চলছে । কোনও সন্দেহ নেই যে, এই বিতর্কের মাঝেই একটা নতুন বিতর্কের ক্ষেত্র তৈরি করছে মহুয়ার এই অভিযোগ । এই অবস্থায় এটাই দেখার যে, কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে সংসদের এই অভিযোগের জবাবে কোনও উত্তর দেওয়া হয় কি না ।

কলকাতা, 31 অক্টোবর: অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ উঠেছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে । বিষয়টি নিয়ে ভালোই জলঘোলা হচ্ছে । ইতিমধ্যে বিষয়টি এথিক্স কমিটি পর্যন্ত গিয়েছে । এর মাঝেই গুরুত্বপূর্ণ অভিযোগ তুললেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ । মঙ্গলবার সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে তিনি অভিযোগ করেছেন, তাঁর আইফোনের অ্যাকাউন্ট এবং ইমেল আইডি হ্যাক করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার । ইতিমধ্যেই তাঁকে নাকি অ্যাপলের তরফ থেকে এই বিষয়ে সতর্কিত করা হয়েছে ।

ঠিক কী লিখেছেন তিনি তা একবার দেখে নেওয়া যাক । এক্স বার্তায় মহুয়া লেখেন,

"অ্যাপলের তরফ থেকে টেক্সট এবং ইমেল পাঠিয়ে আমাকে সতর্ক করা হয়েছে । সেখানে বলা হয়েছে, সরকার আমার ফোন এবং ইমেল হ্যাক করার চেষ্টা করছে । ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রক এর মাধ্যমে একটা জীবন পেতে চাইছে । আদানি এবং পিএমও-যতই রক্তচক্ষু দেখাক, তোমাদের ভয়ে আমার করুণা হয় ।"

এখানেই শেষ নয় ৷ মহুয়া আরও উল্লেখ করেছেন যে, অ্যাপলের তরফ থেকে @priyankac19-নামক একজনকে, তাঁকে এবং আরও তিনজন ভারতীয়কে এখনও পর্যন্ত এই মেসেজ পাঠানো হয়েছে ।

  • Received text & email from Apple warning me Govt trying to hack into my phone & email. @HMOIndia - get a life. Adani & PMO bullies - your fear makes me pity you. @priyankac19 - you, I , & 3 other INDIAns have got it so far . pic.twitter.com/2dPgv14xC0

    — Mahua Moitra (@MahuaMoitra) October 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: এথিক্স কমিটির জন্য সময় নেই, সাক্ষাৎকার দেওয়ার অঢেল সময় আছে; মহুয়াকে বিঁধলেন নিশিকান্ত

প্রসঙ্গত, এ দিন তিনি শুধু অভিযোগ করেননি, এই অভিযোগের সাপেক্ষে অ্যাপলের পাঠানো মেসেজগুলিও সোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন । আর সেখান থেকেই প্রশ্ন উঠছে আদৌ কি এই ঘটনা সত্যি ? এমনিতেই সংসদে অর্থের বিনিময়ে প্রশ্ন তোলার বিষয় নিয়ে মহুয়া মৈত্রকে কেন্দ্র করে বিতর্ক চলছে । কোনও সন্দেহ নেই যে, এই বিতর্কের মাঝেই একটা নতুন বিতর্কের ক্ষেত্র তৈরি করছে মহুয়ার এই অভিযোগ । এই অবস্থায় এটাই দেখার যে, কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে সংসদের এই অভিযোগের জবাবে কোনও উত্তর দেওয়া হয় কি না ।

Last Updated : Oct 31, 2023, 12:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.