ETV Bharat / state

Mahua Moitra: 'রাজা'কে ঈশ্বর রক্ষা করুক, বিলেতের জাতীয় সঙ্গীতকে হাতিয়ার করে মোদিকে বিঁধলেন মহুয়া - মহুয়া মৈত্র

বিলেতের জাতীয় সঙ্গীত তুলে ধরে মোদিকে 'রাজা' আখ্যা তৃণমূল সাংসদ মহুয়ার ৷ কটাক্ষের সুরে মোদিকে নিয়ে তিনি আজ টুইটে লিখলেন, 'রাজা'কে ঈশ্বর রক্ষা করুক ৷

Mahua Moitra
মহুয়া মৈত্র
author img

By

Published : May 29, 2023, 11:50 AM IST

কলকাতা, 29 মে: নয়া সংসদ ভবন পেয়েছে দেশ ৷ জমকালো অনুষ্ঠান করে রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ অনুষ্ঠান বয়কট করেছিল তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস-সহ 20টি বিরোধী দল ৷ শুধু নয়া সংসদ ভবনের উদ্বোধন নয়, ঐতিহাসিক সেঙ্গলকে লোকসভায় স্থাপিত করেন মোদি ৷ তার আগে যথাবিধ নিয়ম মেনে পুজোপাঠও হয় ৷ পুরো ঘটনাটিকে 'মোদির রাজ্যাভিষেক' বলে কটাক্ষ করেছে বিজেপি বিরোধী শিবির ৷ রাহুল গান্ধির পর একই সপর ধ্বনিত করলেন মহুয়া মৈত্র ৷ বিলেতের জাতীয় সঙ্গীতের এরটি অংশ তুলে প্রধামনন্ত্রীকে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ ৷

বিলেতের জাতীয় সঙ্গীত লেখা হয়েছে রানির মঙ্গল কামনায় ৷ আর তাই তাঁকে রক্ষা করার আর্তি রয়েছে সেদেশের জাতীয় সঙ্গীতে ৷ সেই বিষয়টিকে তুলে ধরেই মহুয়া টুইটে সোমবার সকালে লিখলেন, "প্রজাতন্ত্র মৃত ৷ ভগবান রাজাকে রক্ষা করুন ৷" লেখার সঙ্গে হাতে সেঙ্গল ধরা প্রধানমন্ত্রীর একটি ছবিও তুলে ধরেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ ৷ এর আগে একই সুরে প্রধানমন্ত্রীর সমালোচনায় সরব হয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷

নয়া সংসদ ভবনে অনুষ্ঠান চলার সময় টুইটারে রাহুল লেখেন, "সংসদে জনগণের কণ্ঠস্বর ধ্বনিত হয় ৷ কিন্তু প্রধানমন্ত্রী সংসদের উদ্বোধনকে নিজের রাজ্যাভিষেকে পরিণত করেছেন ৷ এর পাশাপাশি সমস্ত বিরোধী দলও একাধিক প্রসঙ্গের অবতারণা করে মোদির সমালোচনায় সরব হয়েছে ৷ সেই সম্মিলিত প্রতিবাদকে নয়া মাত্রা প্রদান করলেন মহুয়া ৷ এই প্রসঙ্গে বিজেপি কী প্রতিক্রিয়া দেয় এখন সেটাই দেখার ৷

আরও পড়ুন: কুস্তিগীরদের পাশে দাঁড়ানোয় মমতাকে কড়া কটাক্ষ অমিতের

রাষ্ট্রপতিকে বাদ দিয়ে প্রধামন্ত্রীর সংসদ ভবন উদ্বোধন করা ছাড়া আরও কয়েকটি কারণে রবিবার দিনটি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে থেকে যাবে ৷ ওইদিন নিজেদের দাবি নিয়ে নয়া সংসদ ভবন পর্যন্ত অভিযান করতে চেয়েছিলেন দেশের পদকপ্রাপ্ত কুস্তিগীররা ৷ তাঁদের প্রথমে বাধা দেয় ও পরে টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয় ৷ সোনার ছেলে, মেয়েদের পরে আটক ও এফআইআর দায়ের করা হয় দিল্লি পুলিশের তরফে ৷ এই ঘটনায় মুখ পুড়েছে দিল্লি পুলিশের। পাশপাশি বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকারকেও।

কলকাতা, 29 মে: নয়া সংসদ ভবন পেয়েছে দেশ ৷ জমকালো অনুষ্ঠান করে রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ অনুষ্ঠান বয়কট করেছিল তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস-সহ 20টি বিরোধী দল ৷ শুধু নয়া সংসদ ভবনের উদ্বোধন নয়, ঐতিহাসিক সেঙ্গলকে লোকসভায় স্থাপিত করেন মোদি ৷ তার আগে যথাবিধ নিয়ম মেনে পুজোপাঠও হয় ৷ পুরো ঘটনাটিকে 'মোদির রাজ্যাভিষেক' বলে কটাক্ষ করেছে বিজেপি বিরোধী শিবির ৷ রাহুল গান্ধির পর একই সপর ধ্বনিত করলেন মহুয়া মৈত্র ৷ বিলেতের জাতীয় সঙ্গীতের এরটি অংশ তুলে প্রধামনন্ত্রীকে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ ৷

বিলেতের জাতীয় সঙ্গীত লেখা হয়েছে রানির মঙ্গল কামনায় ৷ আর তাই তাঁকে রক্ষা করার আর্তি রয়েছে সেদেশের জাতীয় সঙ্গীতে ৷ সেই বিষয়টিকে তুলে ধরেই মহুয়া টুইটে সোমবার সকালে লিখলেন, "প্রজাতন্ত্র মৃত ৷ ভগবান রাজাকে রক্ষা করুন ৷" লেখার সঙ্গে হাতে সেঙ্গল ধরা প্রধানমন্ত্রীর একটি ছবিও তুলে ধরেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ ৷ এর আগে একই সুরে প্রধানমন্ত্রীর সমালোচনায় সরব হয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷

নয়া সংসদ ভবনে অনুষ্ঠান চলার সময় টুইটারে রাহুল লেখেন, "সংসদে জনগণের কণ্ঠস্বর ধ্বনিত হয় ৷ কিন্তু প্রধানমন্ত্রী সংসদের উদ্বোধনকে নিজের রাজ্যাভিষেকে পরিণত করেছেন ৷ এর পাশাপাশি সমস্ত বিরোধী দলও একাধিক প্রসঙ্গের অবতারণা করে মোদির সমালোচনায় সরব হয়েছে ৷ সেই সম্মিলিত প্রতিবাদকে নয়া মাত্রা প্রদান করলেন মহুয়া ৷ এই প্রসঙ্গে বিজেপি কী প্রতিক্রিয়া দেয় এখন সেটাই দেখার ৷

আরও পড়ুন: কুস্তিগীরদের পাশে দাঁড়ানোয় মমতাকে কড়া কটাক্ষ অমিতের

রাষ্ট্রপতিকে বাদ দিয়ে প্রধামন্ত্রীর সংসদ ভবন উদ্বোধন করা ছাড়া আরও কয়েকটি কারণে রবিবার দিনটি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে থেকে যাবে ৷ ওইদিন নিজেদের দাবি নিয়ে নয়া সংসদ ভবন পর্যন্ত অভিযান করতে চেয়েছিলেন দেশের পদকপ্রাপ্ত কুস্তিগীররা ৷ তাঁদের প্রথমে বাধা দেয় ও পরে টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয় ৷ সোনার ছেলে, মেয়েদের পরে আটক ও এফআইআর দায়ের করা হয় দিল্লি পুলিশের তরফে ৷ এই ঘটনায় মুখ পুড়েছে দিল্লি পুলিশের। পাশপাশি বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকারকেও।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.