ETV Bharat / state

আড্ডাই এবারও USP ম্যাডক্স স্কয়্যারের - পুজোর আনন্দে মাতোয়ারা ম্যাডক্স

সনাতন সাজে সেজে ওঠেন প্রতিমা এবং আলোঝলমল করে পুজোমণ্ডপ । রাত বাড়ে, তাও ম্যাডক্স স্কয়্যার পার্কে মানুষের ভিড় ৷ চলে রাত-ভোর আড্ডা ৷

durga
author img

By

Published : Oct 5, 2019, 9:57 AM IST

Updated : Oct 5, 2019, 12:03 PM IST

কলকাতা : দক্ষিণ কলকাতার যুব সমাজের পুজোর প্রিয় আড্ডা মানেই ম্যাডক্স স্কয়্যার ৷ সারারাত চলে গান-বাজনা, গল্প-আড্ডা ৷ কখনও ঢাকের তালে নেচে ওঠে মনও ৷ কাজের সূত্রে বাইরে থাকে বন্ধুরা, কিন্তু পুজোর চারদিনের একদিন তারা জমায়েত হয় ম্যাডক্স স্কয়্যারে ৷

pandal
চলছে আড্ডা...

সনাতন সাজে সেজে ওঠে প্রতিমা ৷ আলোঝলমল করে পুজোমণ্ডপ । মা দুর্গাকে সাজিয়ে তোলা হয় সোনার গয়না দিয়ে । পুজো উদ্যোক্তারা থিম পুজোয় বিশ্বাসী নন । এই পুজোর ট্রেজ়ারার অনিমেষ চট্টোপাধ্যায় বলেন, "আমরা থিম পুজোর বিরোধী । মায়ের পুজো আন্তরিক একটি ব্যাপার ৷ তাই পুজোকে আমরা পুজোর মতো করেই অনুষ্ঠিত করতে চাই ।" মণ্ডপসজ্জার বিষয়ে তিনি বলেন, "বরাবরই মণ্ডপটিকে একটি রাজপ্রাসাদের নাট মন্দিরের রূপ দেওয়া হয় । এইবছর আমাদের পুজো 84 বছরে পড়ল । অন্যান্য বছরের তুলনায় গোটা প্যান্ডেলে প্রচুর সূক্ষ্ম কারুকাজ করা হয়েছে । মূলত থার্মোকল ও কাঠ দিয়ে বানানো হয়েছে মণ্ডপটি । "

pandal
আলোঝলমলে পুজোমণ্ডপ...

নদিয়া থেকে আনা ঝাড়বাতির আলোয় ঝলমল করছে পুজোমণ্ডপ ৷ বাজছে ঢাক ৷ শারদীয়ার আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা ৷ রাত বাড়ছে, তাও ম্যাডক্স স্কয়্যার পার্কে মানুষের ভিড় ৷ চলছে রাতভর আড্ডা ৷ গিটারে উঠছে সুর , গান চলছে সঙ্গে ৷ জমজমাটি ম্যাডক্স স্কয়্যার পার্ক ৷ সেখানে এখন সপ্তমীর আবেশ ...

কলকাতা : দক্ষিণ কলকাতার যুব সমাজের পুজোর প্রিয় আড্ডা মানেই ম্যাডক্স স্কয়্যার ৷ সারারাত চলে গান-বাজনা, গল্প-আড্ডা ৷ কখনও ঢাকের তালে নেচে ওঠে মনও ৷ কাজের সূত্রে বাইরে থাকে বন্ধুরা, কিন্তু পুজোর চারদিনের একদিন তারা জমায়েত হয় ম্যাডক্স স্কয়্যারে ৷

pandal
চলছে আড্ডা...

সনাতন সাজে সেজে ওঠে প্রতিমা ৷ আলোঝলমল করে পুজোমণ্ডপ । মা দুর্গাকে সাজিয়ে তোলা হয় সোনার গয়না দিয়ে । পুজো উদ্যোক্তারা থিম পুজোয় বিশ্বাসী নন । এই পুজোর ট্রেজ়ারার অনিমেষ চট্টোপাধ্যায় বলেন, "আমরা থিম পুজোর বিরোধী । মায়ের পুজো আন্তরিক একটি ব্যাপার ৷ তাই পুজোকে আমরা পুজোর মতো করেই অনুষ্ঠিত করতে চাই ।" মণ্ডপসজ্জার বিষয়ে তিনি বলেন, "বরাবরই মণ্ডপটিকে একটি রাজপ্রাসাদের নাট মন্দিরের রূপ দেওয়া হয় । এইবছর আমাদের পুজো 84 বছরে পড়ল । অন্যান্য বছরের তুলনায় গোটা প্যান্ডেলে প্রচুর সূক্ষ্ম কারুকাজ করা হয়েছে । মূলত থার্মোকল ও কাঠ দিয়ে বানানো হয়েছে মণ্ডপটি । "

pandal
আলোঝলমলে পুজোমণ্ডপ...

নদিয়া থেকে আনা ঝাড়বাতির আলোয় ঝলমল করছে পুজোমণ্ডপ ৷ বাজছে ঢাক ৷ শারদীয়ার আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা ৷ রাত বাড়ছে, তাও ম্যাডক্স স্কয়্যার পার্কে মানুষের ভিড় ৷ চলছে রাতভর আড্ডা ৷ গিটারে উঠছে সুর , গান চলছে সঙ্গে ৷ জমজমাটি ম্যাডক্স স্কয়্যার পার্ক ৷ সেখানে এখন সপ্তমীর আবেশ ...

Intro:ম্যাডক্স স্কয়ার পার্কের দুর্গাপুজো দক্ষিণ কলকাতার পুজোগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। নানা বয়সের তরুণ-তরুণী ও কচিকাঁচাদের ভিড়ে উপচে পরে পুজো প্রাঙ্গন।


Body:পুজোর চারটে দিনে আবার ম্যাডক্স স্কয়ার পার্কের দুর্গাপুজো অনেকের কাছে একটা ল্যান্ডমার্কও বটে। যেসব বন্ধদের বছরে একদিনও দেখা হয় না এই পুজোর চারটে দিনে কোনও একদিন তারা নিশ্চয়ই এই ম্যাডক্স স্কয়ার পার্কেই দেখা করে। আবার অনেক প্রেমের গল্প শুরু হয়েছে এখানেই। পার্কের নানা জায়গায় গোল করে বসে বন্ধুদের আড্ডা চলে রাজভোর। একটা মেলার রূপ পায়ে ম্যাডক্স-এর পুজো।

এখানে সনাতন সাজে সেজে ওঠে প্রতিমা ও পুজো মন্ডপ। পুজো উদ্যোক্তারা থিম পুজোয় বিশ্বাসী নন। এই পুজোর ট্রেজারার আমিনেশ চট্টোপাধ্যায় বলেন, আমরা থিম পুজোর বিরোধী। মায়ের পুজো নিত্যদিনের একটি ব্যাপার তাই পুজোকে আমরা পুজোর মতো করেই অনুষ্ঠিত করতে চাই।" মন্ডপ সজ্জা এর বিষয়ে তিনি বলেন, "বরাবরই মন্ডপটিকে একটি রাজপ্রাসাদের নাট মন্দিরের রূপ দেওয়া হয়। একটি রাজপ্রাসাদের নাটমন্দিরে দুর্গা পূজো হওয়ার মতো। তবে এবছর আমাদের পুজো 84 বছরে পদার্পন করলো। তাই অন্যান্য বছরের তুলনায় গোটা প্যান্ডেলে প্রচুর সুক্ষ কারুকাজ করা হয়েছে। মূলত থার্মোকল ও কাঠ দিয়ে বানানো হয়েছে মণ্ডপটি।"



Conclusion:প্যান্ডেলের উপরে ঠিক মাঝামাঝি লাগানো হয়েছে এক্তিবিশালাকার লম্বা ঝাড়বাতি। ঝাড়বাতিটি নদিয়া থেকে নিয়ে আসা হয়েছে।

এখানে মায়ের রূপ সত্যিই মুগ্ধ করার মতো। মা দুর্গাকে সাজিয়ে তোলা হয় শোনার অলংকার দিয়ে।
Last Updated : Oct 5, 2019, 12:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.