কলকাতা : দক্ষিণ কলকাতার যুব সমাজের পুজোর প্রিয় আড্ডা মানেই ম্যাডক্স স্কয়্যার ৷ সারারাত চলে গান-বাজনা, গল্প-আড্ডা ৷ কখনও ঢাকের তালে নেচে ওঠে মনও ৷ কাজের সূত্রে বাইরে থাকে বন্ধুরা, কিন্তু পুজোর চারদিনের একদিন তারা জমায়েত হয় ম্যাডক্স স্কয়্যারে ৷
সনাতন সাজে সেজে ওঠে প্রতিমা ৷ আলোঝলমল করে পুজোমণ্ডপ । মা দুর্গাকে সাজিয়ে তোলা হয় সোনার গয়না দিয়ে । পুজো উদ্যোক্তারা থিম পুজোয় বিশ্বাসী নন । এই পুজোর ট্রেজ়ারার অনিমেষ চট্টোপাধ্যায় বলেন, "আমরা থিম পুজোর বিরোধী । মায়ের পুজো আন্তরিক একটি ব্যাপার ৷ তাই পুজোকে আমরা পুজোর মতো করেই অনুষ্ঠিত করতে চাই ।" মণ্ডপসজ্জার বিষয়ে তিনি বলেন, "বরাবরই মণ্ডপটিকে একটি রাজপ্রাসাদের নাট মন্দিরের রূপ দেওয়া হয় । এইবছর আমাদের পুজো 84 বছরে পড়ল । অন্যান্য বছরের তুলনায় গোটা প্যান্ডেলে প্রচুর সূক্ষ্ম কারুকাজ করা হয়েছে । মূলত থার্মোকল ও কাঠ দিয়ে বানানো হয়েছে মণ্ডপটি । "
নদিয়া থেকে আনা ঝাড়বাতির আলোয় ঝলমল করছে পুজোমণ্ডপ ৷ বাজছে ঢাক ৷ শারদীয়ার আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা ৷ রাত বাড়ছে, তাও ম্যাডক্স স্কয়্যার পার্কে মানুষের ভিড় ৷ চলছে রাতভর আড্ডা ৷ গিটারে উঠছে সুর , গান চলছে সঙ্গে ৷ জমজমাটি ম্যাডক্স স্কয়্যার পার্ক ৷ সেখানে এখন সপ্তমীর আবেশ ...