কলকাতা, 23 ডিসেম্বর : পিছিয়ে গেল আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রস্তাবে সায় দিয়ে একথা ঘোষণা করল রাজ্য সরকার ৷ সরকারের তরফে শিক্ষামন্ত্রী একথা জানান ৷ জুন মাসে হতে চলেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা দুটি ৷ তবে কবে পরীক্ষা হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি ৷ পর্ষদ ও সংসদ পরে সূচি ঘোষণা করবে বলে জানানো হয়েছে ৷
আজ কন্যাশ্রী কলেজের উদ্বোধন অনুষ্ঠানে বেহালায় আসেন শিক্ষামন্ত্রী ৷ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী জানান, ‘‘পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এই পরীক্ষা দুটি পিছিয়ে দেওয়ার প্রস্তাব এসেছিল । বর্তমান কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন । কোরোনা পরিস্থিতির অবনতি না হলে জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকেই পরীক্ষা শুরু হয়ে যাবে ।’’
জানা যাচ্ছে প্রথমে হবে মাধ্যমিক ও তারপরে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷