কলকাতা, 5 জানুয়ারি : ভেন্ডার স্টলগুলি থেকে এতদিন পর্যন্ত লোকাল ট্রেনের টিকিট কাটা যেত ৷ এবার সেই তালিকায় যুক্ত হল দূরপাল্লার ট্রেনও ৷ সম্প্রতি একথা জানিয়েছে পূর্ব রেল কতৃপক্ষ ৷
পশ্চিমবঙ্গে বর্তমানে তিনটি ফ্রেঞ্চাইজের কাছে এই ভেন্ডারশিপের অনুমোদন রয়েছে ৷ রেলের টিকিট কাউন্টারে ভিড় এড়াতেই এই ব্যবস্থা ৷ স্টেশনের বাইরের ভেন্ডার থেকে টিকিট কাটতে হলে যাত্রীদের গুনতে হবে বাড়তি কিছু টাকা সাধারণ সংরক্ষিত কোচ, চেয়ার কার ও স্লিপার ক্লাসের টিকিটের জন্য যাত্রী পিছু দিতে হবে অতিরিক্ত 20 টাকা । এসি ফার্স্ট ক্লাস, এসি থ্রি টায়ার, এসি টু টায়ার এবং এসি চেয়ার কারের ক্ষেত্রে যাত্রী পিছু দিতে হবে অতিরিক্ত 30 টাকা ।
আরও পড়ুন: ঈশ্বরের পতন ! "সব শ্রদ্ধা হারালাম" জানিয়ে দিলেন ভক্তরা
লোকাল ট্রেনের ক্ষেত্রে যেমন বাড়তি ঝামেলা এড়িয়ে টিকিট কাটা যেত, দুরপাল্লা ট্রেনের ক্ষেত্রেও সেই বাড়তি ঝামেলা এড়ানো যাবে বলে মনে করছে পূর্ব রেল কতৃপক্ষ ৷ এর ফলে উপকৃত হবেন যাত্রীরাই ৷ এছাড়াও , একাধিক ছাত্রী থাকলে সবার টিকিট একসঙ্গে কাছাকাছি করে দেওয়ার চেষ্টা করা হবে বলে জানায় পূর্ব রেল কতৃপক্ষ ৷ পাশাপাশি তারা এও জানায় , যাত্রীদের কোনও বড় দল থাকলে তাদেরও একই বগিতে টিকিট পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে ৷