কলকাতা,4 মার্চ: ১০৮টি পৌরসভার বিজেপির বিপর্যয় নিয়ে এবার মুখ খুললেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় । যে হার এসেছে সেটা মাথা পেতে নেওয়া উচিত । বিজেপির সমস্ত কর্মী ও আমাদের আত্মবিশ্লেষণ করতে হবে । শুক্রবার রাজ্য দফতরে এই মন্তব্য করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee On Bengal Civic Poll Results)।
এদিন তিনি আরও বলেন, ‘‘বিধানসভাতে আমাদের ভোট ৩৮ শতাংশ ছিল । সেখান থেকে আমাদের ভোট ১৬ শতাংশে নেমে এসেছে । যে হার এসেছে সেটা মাথা পেতে নিওয়া উচিত । বিজেপির সমস্ত কর্মী ও আমাদের আত্মবিশ্লেষণ করতে হবে । এই আত্মবিশ্লেষণের মাধ্যমে শূন্যস্থানগুলি পূরণ করার চেষ্টা করছি । আমরা আবার ঘুরে দাড়াব । আর লোকসভা নির্বাচনে আমরা ভাল ফল করব (Collapse Of The BJP In The Civic Polls Election) ।’’
আরও পড়ুন: Bengal Civic Polls 2022 : জমা পড়ল হাজারেরও বেশি অভিযোগ, কমিশন বলল 'বিক্ষিপ্ত অশান্তি'
তৃণমূলের অন্তর্কলহ নিয়েই তিনি বলেন, ‘‘তৃণমূল কংগ্রেসের অন্তর্কলহের জেরে অনেকে বিক্ষুব্ধ হয়ে নির্দল হয়ে দাঁড়িয়ে ছিলেন । বেশ কেয়কটি জায়গায় তাঁরা জিতেছেন । তৃণমূল কংগ্রেসের অন্তর্কলহ বেড়ে গিয়েছে ৷ বিজেপিতে এমনটা হয়নি, আর হবে না । বিজেপি একটি বড় পরিবার ।’’ সদস্যদের মধ্যে যদি কোনও সমস্যা থেকে থাকে তা আলোচনা করেই মেটানো হবে বলে জানালেন তিনি ।
আরও পড়ুন: Repoll Order from Bengal EC : শুধুমাত্র দু’টি বুথেই ফের ভোট, জানিয়ে দিল নির্বাচন কমিশন
ইউক্রেন ইসুতে তিনি বলেন, ‘‘ইউক্রেন থেকে নিরাপদেই ছাত্র-ছাত্রীদের ফেরাচ্ছে ভারত সরকার । যুদ্ধের বেশ কিছুদিন আগে থেকেই ছাত্র-ছাত্রীদের সতর্ক করেছিল ভারতীয় দূতাবাস । তাঁদের ভারতে ফেরার আবেদন জানানো হয়েছিল ৷ কিন্তু সেখানকার বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের ভুল দিশা দেখিয়েছে । বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের আশ্বস্ত করেছিল সমস্যা হবে না । তাই তাঁরা ফেরত আসেননি ।’’ তবে ধাপে ধাপে ছাত্র-ছাত্রীদের নিরাপদে ফিরিয়ে আনছে ভারত সরকার । এই নিয়ে সমালোচনা করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি ।