কলকাতা, 15 এপ্রিল : কথা ছিল, যেসব বাস জরুরি পরিষেবার জন্য নেওয়া হচ্ছে সেগুলিকে নিয়মিত স্যানিটাইজ় করা হবে । কিন্তু, বেশিরভাগ ক্ষেত্রেই তা হচ্ছে না । সরকারি বাসগুলির ক্ষেত্রে নিয়ম মানা হলেও, বেসরকারি বাসগুলির ক্ষেত্রে হচ্ছে না । এমনই অভিযোগ তুলছেন বাস চালক ও মালিকদের একাংশ । এতে সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে । ফলে, আপাতত ব্যক্তিগত উদ্যোগেই বাস স্যানিটাইজ় করাচ্ছেন তাঁরা ।
লকডাউনের শুরুর দিন থেকেই জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষের জন্য সব রুটেরই বেসরকারি কয়েকটি বাস চিহ্নিত করে তা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । সেসময় বলা হয়েছিল, যেসব বাস রাস্তায় চলবে, সেগুলিকে নিয়মিত স্যানিটাইজ় করা হবে । কিন্তু বাস্তবে তা হচ্ছে না বলে অভিযোগ তুলছেন বাস মালিক ও চালকদের একাংশ । এমনকী হাসপাতালের সঙ্গে যেসব বাস যুক্ত সেগুলিকেও নিয়মিত স্যানিটাইজ় করা হচ্ছে না । তাঁদের অনেকেই বলছেন, প্রতিদিনই বেশিরভাগ ক্ষেত্রে স্বাস্থ্য়কর্মীরা বাসে যাতায়াত করছেন । এতে বাস স্যানিটাইজ় না করলে সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে ।
যেমন- 44 নম্বর রুটের বাস চালক জিতেন্দ্র সিং । জরুরি পরিষেবার জন্য মেডিকেল কলেজের বাস চালাচ্ছেন । তাঁর কথায়, "27 মার্চ থেকে জরুরি পরিষেবার জন্য হাসপাতালের বাস চালাচ্ছি । বর্তমানে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কাজ করছি । আমি যে বাসটি চালাচ্ছি সেই বাসটি এখনও একবারও স্যনিটাইজ় করা হয়নি । তবে আমরা আমাদের নিজেদের স্বাস্থ্যের কথা ভেবে প্রতিদিন জলের সঙ্গে ডেটল মিশিয়ে বাসের ভিতর ও বাইরে ভালো করে দু'বার ধুয়ে নিচ্ছি । কিন্তু এভাবে তো জীবাণু মরবে না । শুনেছি স্যনিটাইজ়েশন হবে । তবে এই পদক্ষেপ অনেক আগে থেকেই শুরু হওয়া উচিত ছিল ।"
জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সহ-সম্পাদক টিটু সাহা এবিষয়ে বলেন, "আমাদের চালক ও কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন । বাস চালক ও কর্মীরা কাজে যোগ দিতে চাইছেন না । এই বিষয়টি নিয়ে হাসপাতালগুলির তৎপর হওয়া উচিত । এই বাসে প্রতিদিন হাসপাতালকর্মীরা যাতায়াত করছেন । তাই তাঁদের স্বাথ্যের কথা ভেবেও স্যনিটাইজ়েশনের প্রয়োজন ।"
অন্যদিকে, ওয়েস্টবেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি প্রদীপ নারায়ণ বোস এবিষয়ে বলেন, "এটা সত্যি ভাবনার বিষয় । আমি এই নিয়ে পরিবহন দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে কথা বলব যাতে দ্রুত বাসগুলি স্যনিটাইজ় করার ব্যবস্থা করা হয় ।"
বিষয়টি স্বীকার করেছেন বাস যাত্রীদের একাংশও । নাম প্রকাশে অনিচ্ছুক মেডিকেল কলেজের এক আধিকারিক বলেন, "সরকারি বাসগুলি নিয়মিত স্যনিটাইজ় করা হলেও বেসরকারি বাসের ক্ষেত্রে তা হচ্ছে না । এক্ষেত্রে বেসরকারি বাসগুলির ডিপোর দ্বায়িত্ব বাসগুলিকে স্যানিটাইজ় করানো ।"