কাশীপুর, 4 মে: ঘরের দেওয়ালগুলিতে ফাটল ৷ ছোট ছোট বসতির প্রতিটি ঘরের এক অবস্থা ৷ এমনকী মেঝেতেও ৷ উত্তরাখণ্ডের জোশীমঠে বাড়ি, রাস্তায় যেমন দেখা গিয়েছিল, ঠিক তেমনটা ৷ কোথাও কোথাও ফাটলগুলো তার থেকে বেশি চওড়া ৷ এরকম অবস্থাতেই জীবনের ঝুঁকি নিয়ে বাস করছেন কাশীপুরে রতনবাবু ঘাটে গঙ্গাপাড়ে থাকা বহু মানুষ ৷ এদিকে প্রশাসন এলাকাবাসীকে বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস দিলেও তা রাখেনি ৷ অন্যদিকে বিরোধী শিবিরের বাম নেতা স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছে ৷
গত বর্ষা শেষে হঠাৎ ধস নেমেছিল কাশীপুরের এই এলাকায় ৷ তাতে একাধিক ঘরবাড়িতে ফাটল ধরে ৷ বছর ঘুরতে চলল ৷ আরেক বর্ষার সময় হয়ে এসেছে ৷ এদিকে সেই বিপজ্জনক পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি ৷ শুধু ফাটলের সংখ্যা বেড়ে চলেছে ৷ স্থানীয়দের অভিযোগ, ফাটলগুলি মেরামত পর্যন্ত করেনি পৌর প্রশাসন ৷ জনপ্রতিনিধি এসে অবস্থা দেখে আশ্বাস দিয়ে গিয়েছিলেন ৷ তবে বছর পেরিয়ে গেলেও প্রাণ হাতে করেই ভাঙা ঘরবাড়িতে থাকছেন তাঁরা ৷ আর আসন্ন বর্ষার জন্য আতঙ্কে রয়েছেন।
রতনবাবু ঘাটে নতুন জেটিঘাট তৈরি হয়েছে । ধসে যাওয়া রাস্তার অংশ পিচ করলেও ক্রমশ বসে যাচ্ছে সেই অংশ ৷ পাশাপশি ফাটলগুলিও দিনে দিনে চওড়া হচ্ছে ৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কাছের একটি স্কুল বাড়িতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হবে ৷ পাশাপাশি সামনে একটি ভালো জায়গায় সরকারি প্রকল্পে প্রত্যেক পরিবারকে বাড়ি তৈরি করে দেওয়া হবে ৷ পারও মেরামত করা হবে ৷ না, কিছুই হয়নি ৷
কলকাতা পৌরনিগম সূত্রে খবর, ওই পরিবারগুলিকে বাড়ি করে দেওয়ার জন্য সামনেই একটি জমি দেখা হয়েছিল ৷ তবে তার মালিক না-থাকায় বিপত্তি তৈরি হয়েছে ৷ মালিকবিহীন জমিতে বাংলার বাড়ি করা যাবে না । এ নিয়ে স্থানীয় সিপিএম নেতা পল্লব মুখোপাধ্যায় জানান, বাম নেতারা আগে ওই এলাকাটি পরিদর্শনে গিয়েছিলেন ৷ তাঁরা জানতেন এক বছর পরে একই অবস্থা থাকবে বা আরও খারাপ হবে ৷ বাম নেতার অভিযোগ, আগের কাউন্সিলর যা ছিলেন, বর্তমান কাউন্সিলরও তাই ৷ তাঁদের কাজ, এলাকার পুরনো বাড়িগুলি ভেঙে নতুন বাড়ি তৈরি করে সেখান থেকে কাটমানি নেওয়া ৷ পল্লব মুখোপাধ্যায় বলেন, "কাউন্সিলরকে ফোন করলে পাওয়া যায় না ৷" উল্লেখ্য, এ বিষয়ে ইটিভি ভারতের প্রতিনিধি কাউন্সিলরের সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে পাওয়া যায়নি ৷
আরও পড়ুন: বর্ষার আগে বিপজ্জনক বাড়ির অংশ ভাঙা শুরু করল কেএমসি