ETV Bharat / state

বজ্রপাতে মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের বিষয়টি ভাবা হবে, বললেন মন্ত্রী

বজ্রপাতে মৃত্যু হয়েছে দমদমের সুবীর পালের ৷ তাঁর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি ভেবে দেখার কথা বললেন দমকলমন্ত্রী সুজিত বসু ।

মৃত সুবীর পাল
author img

By

Published : Aug 17, 2019, 11:20 AM IST

কলকাতা, 17 অগাস্ট : ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে এসে বজ্রপাতে মৃত্যু হয়েছে সুবীর পালের ৷ তাঁর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি পরবর্তীকালে ভাবা হবে বলে জানান দমকলমন্ত্রী সুজিত বসু ।

গতকাল স্ত্রী ও আড়াই বছরের মেয়ের সঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে এসেছিলেন দমদমের বাসিন্দা সুবীর পাল ৷ বাজ পড়ে মৃত্যু হয় তাঁর ৷ আহত হন তাঁর স্ত্রী ও মেয়ে সহ 16 জন ৷ তাঁদের SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হলে সুবীরকে মৃত বলে ঘোষণা করা হয় । ছেড়ে দেওয়া হয় সুবীরবাবুর স্ত্রী ও মেয়েকে ৷

সন্ধ্যায় হাসপাতালে আসেন সুজিত বসু । আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন তিনি । এটিকে দুর্ভাগ্যজনক ঘটনা হিসেবে চিহ্নিত করেন ৷ সুবীরবাবুর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, সেই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "আমরা আছি । পরবর্তী সময়ে ভাবা হবে ।"

কলকাতা, 17 অগাস্ট : ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে এসে বজ্রপাতে মৃত্যু হয়েছে সুবীর পালের ৷ তাঁর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি পরবর্তীকালে ভাবা হবে বলে জানান দমকলমন্ত্রী সুজিত বসু ।

গতকাল স্ত্রী ও আড়াই বছরের মেয়ের সঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে এসেছিলেন দমদমের বাসিন্দা সুবীর পাল ৷ বাজ পড়ে মৃত্যু হয় তাঁর ৷ আহত হন তাঁর স্ত্রী ও মেয়ে সহ 16 জন ৷ তাঁদের SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হলে সুবীরকে মৃত বলে ঘোষণা করা হয় । ছেড়ে দেওয়া হয় সুবীরবাবুর স্ত্রী ও মেয়েকে ৷

সন্ধ্যায় হাসপাতালে আসেন সুজিত বসু । আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন তিনি । এটিকে দুর্ভাগ্যজনক ঘটনা হিসেবে চিহ্নিত করেন ৷ সুবীরবাবুর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, সেই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "আমরা আছি । পরবর্তী সময়ে ভাবা হবে ।"

Intro:কলকাতা, ১৬ অগাস্ট: বজ্রাঘাতে মৃত সুবীর পাল (৩৪)-এর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে ভাবনা-চিন্তা হবে। তবে, তাঁরা পাশে রয়েছেন। SSKM হাসপাতালে এসে এমনই জানিয়েছেন মন্ত্রী সুজিত বসু।Body:আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল। তবে, এভাবে যে কার্যত মেঘ ভাঙা বৃষ্টির সঙ্গে বজ্রাঘাত নেমে আসবে, তা ভাবতে পারেননি তাঁরা। শুক্রবার তাঁরা সকলেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে বেড়াতে এসেছিলেন। মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছিল দুপুরের পর থেকে। আর, তার সঙ্গে এল বজ্রাঘাত। এই প্রাকৃতিক বিপর্যয়ে ঘটনা স্থানেই একজনের মৃত্যু হয়। আহত ১৬ জনকে নিয়ে আসা হয় SSKM হাসপাতালে। তাঁদের মধ্যে ১৫ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও, একজনের চিকিৎসা চলছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মৃত ওই ব্যক্তির নাম সুবীর পাল (৩৪)। তিনি দমদমের বাসিন্দা। তাঁর স্ত্রী সঙ্গীতা (৩২)-র জন্মদিন ছিল শুক্রবার। এদিন তাঁদের আড়াই বছরের শিশুকন্যাকে নিয়ে তাঁরা ভিক্টোরিয়ায় এসেছিলেন। বজ্রাঘাতে সুবীরবাবুর মৃত্যু হয় ঘটনা স্থানেই। আহত হন তাঁর স্ত্রী এবং কন্যা। এই ২ জন বাদেও এই বজ্রাঘাতে আহত হন অন্য আরও ১৪ জন। তাঁদের মধ্যে ৬ জন বাংলাদেশি। তবে, আহত সকলের আঘাত গুরুতর ছিল না। আহত ১৬ জনের চিকিৎসা চলে। তাঁদের সকলকে পর্যবেক্ষণেও রাখেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, ২ জনকে কার্ডিওলজি বিভাগে পাঠানো হয়েছিল। কিন্তু, শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায়, তাঁদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সুবীরবাবুর স্ত্রী এবং মেয়ে সহ বাকি ১৩ জনকেও একে একে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে, বজ্রাঘাতে আহত হাওড়ার বাসিন্দা মইদুল মোল্লা (৩৪)-কে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাওয়া হলে SSKM হাসপাতালের MSVP (মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল) রঘুনাথ মিশ্র শুক্রবার রাতে বলেন, "বজ্রাঘাতে এই আহতের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। কাশির সঙ্গে রক্ত বের হচ্ছিল। এই জন্য এই আহতকে ভর্তি রাখা হয়েছে।" মৃত সুবীরবাবুর স্ত্রী এবং কন্যা বাদে অন্য আহতদের মধ্যে ৭ জন মহিলা, ৪ জন শিশু এবং একজন কিশোরী। এই ৪ শিশুর মধ্যে ২ বছর ৭ মাসের এক শিশুকন্যাও ছিল।Conclusion:এ দিকে, স্বামীর মৃতদেহ দেখে স্বাভাবিক কারণেই কান্নায় ভেঙ্গে পড়েন সঙ্গীতা। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে চলে আসেন পরিজনরা। সন্ধ্যা নাগাদ হাসপাতালে আসেন মন্ত্রী সুজিত বসু। আহতদের চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে খোঁজখবর নেন তিনি। পরে তিনি জানান, স্ত্রী সঙ্গীতার জন্মদিনে, স্ত্রী এবং তাঁদের শিশুকন্যাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন সুবীর পাল। এই ঘটনা দুর্ভাগ্যজনক। বজ্রাঘাতে মৃত সুবীরবাবুর পরিবারের জন্য কোনও আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, এই বিষয়ে জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, "পরবর্তী সময়ে ভাবা হবে।" একই সঙ্গে তিনি বলেন, "আমরা আছি।" শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ সুবীরবাবুর মৃতদেহ SSKM হাসপাতাল থেকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন পরিজনরা। মন্ত্রী সুজিত বসু মৃতদেহর সুবীরবাবুর সঙ্গে বাড়ি পর্যন্ত যাবেন বলে জানান।
_______

ছবি:
wb_kol_04c_rain_lightning_pic_7203421
কান্নায় ভেঙে পড়েছেন বজ্রাঘাতে মৃত ব্যক্তির স্ত্রী

wb_kol_04d_rain_lightning_pic_7203421
বজ্রাঘাতে মৃত এবং আহতদের তালিকা


RAP-এ বাইট আছে:
wb_kol_02b_heavy_rain_byte_7203421
মন্ত্রী সুজিত বসু



ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.