কলকাতা, 28 মে : ঘূর্ণিঝড় যশ শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল গতকাল । আজ আরও শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপ থেকে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে সেটি । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় থেকে যে বিপদের সম্ভাবনা ছিল তা সম্পূর্ণভাবে কেটে গেছে । তবে, আজও রাজ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আজ সন্ধ্যার পর থেকে আবহাওয়ার উন্নতি হবে । বৃষ্টির পরিমাণও কমে আসবে ।
ঘূর্ণিঝড় যশের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে রাজ্যে । যতক্ষণ এই নিম্নচাপ অবস্থান করবে, ততক্ষণ জলীয়বাষ্প প্রবেশ করবে স্থলভাগে ৷ ফলে স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ মৎস্যজীবীদের আগামী 29 মে পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।
এই নিম্নচাপের প্রভাবে আজও পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং ও কালিম্পং ৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে 31মে থেকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে । আজ দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
আরও পড়ুন : গুলাব থেকে শাহিন, আগামীতে চোখরাঙাতে প্রস্তুত কারা?
আগামী 24 ঘণ্টায় কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 97% । গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 113.8 মিলিমিটার ।