ETV Bharat / state

NRC-র বিরোধিতায় এক সুর বাম-তৃণমূলের গলায়

NRC-র বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে রাজ্যের শাসক-বিরোধীরা । শুক্রবার NRC-র বিরোধিতায় একসঙ্গে বিধানসভায় প্রস্তাব আনছে বাম-কংগ্রেস-তৃণমূল ৷ শুক্রবার এই প্রস্তাবের উপর 2 ঘণ্টা আলোচনা হবে ৷

বিধানসভা
author img

By

Published : Sep 4, 2019, 5:45 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর: তৃণমূলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এ রাজ্যে নাগরিকপঞ্জির বিরোধীতায় আওয়াজ তুলতে চলেছে বাম ও কংগ্রেস শিবির । আগামী শুক্রবার বিধানসভায় একযোগে প্রস্তাব এনে NRC-র বিরুদ্ধে সরব হবে তৃণমূল-বাম ও কংগ্রেস বিধায়করা । ইতিমধ্যেই NRC নিয়ে পথে নেমে প্রতিবাদ কর্মসূচির কথা ঘোষণা করেছে তৃণমূল । আগামী 7 ও 8 সেপ্টেম্বর জেলায় জেলায় এবং 12 সেপ্টেম্বর কলকাতায় বৃহত্তর প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেস ৷ এই মিছিলে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

শুক্রবার বিধানসভা অধিবেশনে NRC-র বিরুদ্ধে আলোচনা প্রস্তাব আনবে বাম, কংগ্রেস এবং তৃণমূল । NRC নিয়ে বিধানসভায় আলোচনা চলবে 2 ঘন্টা । তবে আলোচনা হবে BJP বিধায়কদের বাদ দিয়েই ৷

প্রসঙ্গত, সম্প্রতি অসমে নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে । নাগরিকপঞ্জি থেকে বাদ পড়েছে প্রায় 19 লাখ মানুষের নাম । যা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

কলকাতা, 4 সেপ্টেম্বর: তৃণমূলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এ রাজ্যে নাগরিকপঞ্জির বিরোধীতায় আওয়াজ তুলতে চলেছে বাম ও কংগ্রেস শিবির । আগামী শুক্রবার বিধানসভায় একযোগে প্রস্তাব এনে NRC-র বিরুদ্ধে সরব হবে তৃণমূল-বাম ও কংগ্রেস বিধায়করা । ইতিমধ্যেই NRC নিয়ে পথে নেমে প্রতিবাদ কর্মসূচির কথা ঘোষণা করেছে তৃণমূল । আগামী 7 ও 8 সেপ্টেম্বর জেলায় জেলায় এবং 12 সেপ্টেম্বর কলকাতায় বৃহত্তর প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেস ৷ এই মিছিলে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

শুক্রবার বিধানসভা অধিবেশনে NRC-র বিরুদ্ধে আলোচনা প্রস্তাব আনবে বাম, কংগ্রেস এবং তৃণমূল । NRC নিয়ে বিধানসভায় আলোচনা চলবে 2 ঘন্টা । তবে আলোচনা হবে BJP বিধায়কদের বাদ দিয়েই ৷

প্রসঙ্গত, সম্প্রতি অসমে নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে । নাগরিকপঞ্জি থেকে বাদ পড়েছে প্রায় 19 লাখ মানুষের নাম । যা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

Intro:এবারে এনআরসি নিয়ে সরগরম হবে বিধানসভা অধিবেশন :

শুক্রবার একযোগে প্রস্তাব আনছে বাম-কং- তৃণমূল

কলকাতা, ৪ সেপ্টেম্বর: এবারে এনআরসি নিয়ে বিধানসভায় বাম, কংগ্রেস এবং শাসক দল একযোগে বিজেপি বিরোধিতায় প্রস্তাব আনতে চলেছে। আগামী শুক্রবার বিধানসভা অধিবেশনে প্রস্তাব আনবে তাঁরা।



Body:

তৃণমূলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এরাজ্যে নাগরিক পঞ্জি চাইছে না বাম ও কংগ্রেস। আগামী শুক্রবার বিধানসভায় একযোগে প্রস্তাব এনে এনআরসির বিরুদ্ধে সরব হবেন বিজেপি বাদে সমস্ত দলের বিধায়করা। ইতিমধ্যেই এনআরসি নিয়ে পথে নেমে প্রতিবাদ কর্মসূচির কথা ঘোষণা করেছে তৃণমূল। আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর জেলায় জেলায় এবং ১২ সেপ্টেম্বর কলকাতায় বৃহত্তর প্রতিবাদ মিছিল করবে রাজ্যের শাসক দল। এই মিছিলে যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এর আগেই এনআরসি নিয়ে কার্যত তিন দলের বিধায়করা সরব হবেন বিধানসভায়। আগামী শুক্রবার বিধানসভা অধিবেশনে প্রস্তাব আনবে বাম কংগ্রেস এবং তৃণমূল। এনআরসি নিয়ে বিধানসভায় আলোচনা চলবে ২ ঘন্টা। জানা গেছে,‌ প্রস্তাব আনার দিন বিধানসভার অধিবেশন কক্ষে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রসঙ্গত, সম্প্রতি অসহায় নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। নাগরিক পঞ্জি থেকে বাদ পড়েছে প্রায় ১৯ লক্ষ মানুষের নাম। যা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসি নিয়ে বিজেপি বাদে রাজ্যের তিন প্রধান দলের আলোচনায় শুক্রবার কার্যত সরগরম হবে বিধানসভা।

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.