কলকাতা, 18 এপ্রিল: লকডাউন অমান্য করে বিক্ষোভ দেখিয়ে ঠিক কাজ করেনি বামেরা । রেড রোডে রেশনে অনিয়মের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ নিয়ে এভাবেই প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা তাপস রায় । তাঁর কথায়, "একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের থেকে এটা আশা করা যায় না ।"
রেশন দুর্নীতি নিয়ে উত্তপ্ত বাংলার রাজ্য-রাজনীতি । আজ সকালে এই নিয়ে টুইটে ক্ষোভপ্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এই একই ইশুতে বিকেলে রেড রোডে বিক্ষোভ দেখান বামফ্রন্টের নেতারা । বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম সহ অন্যান্য বামনেতারা লকডাউন ভেঙে আন্দোলনে সামিল হওয়ায় তাঁদের আটক করে পুলিশ ।
তবে কোরোনা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বামেদের এই বিক্ষোভ প্রদর্শন নিয়ে ক্ষুব্ধ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা তাপস রায় ETV ভারতকে বলেন, "বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কী করা উচিত আর কী করা উচিত না, তা নিশ্চয়ই জানে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল । গত পরশুদিন মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে জানিয়ে দিয়েছিলেন এসব বরদাস্ত করা হবে না । এমনকী খাদ্যসচিবকে বদলেও দিয়েছেন মুখ্যমন্ত্রী । তারপরও এরকমভাবে লকডাউন ভাঙল বামেরা ! যে বিষয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন তা নিয়ে বিক্ষোভ দেখানো ঠিক নয় ।"
রাজ্যের বিভিন্ন জায়গার রেশন দোকানে চলছিল কারচুপি । জেলা প্রশাসনের কাছে জমছিল অভিযোগ । যা নজর এড়ায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক থেকে রেশনে অনিয়ম নিয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উপরে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী । এমনকি খাদ্যসচিব মনোজ আগরওয়ালকে সরিয়ে দিয়েছেন তিনি । গতকাল রেশন দোকানে সারপ্রাইজ় ভিজিট করেছেন । এরপরেও আজ বামেদের বিক্ষোভ দেখানো নিয়ে বেজায় চটেছে তৃণমূল । এটা ঠিক কাজ হয়নি বলেই মন্তব্য করেছেন তৃণমূল নেতা তাপস রায় ।