কলকাতা, 11 জুন: পঞ্চায়েত ভোট ঘিরে খুন থেকে শুরু করে ধুন্ধুমার কাণ্ড চলছে রাজ্যজুড়ে ৷ 9 জুন থেকে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে ৷ এদিকে রাজ্যের বিভিন্ন জেলায় রিটার্নিং অফিসারের দফতরগুলিতে চূড়ান্ত অব্যবস্থা ৷ এই অভিযোগ জানিয়ে রাজ্যের নির্বাচন কমিশনারকে চিঠি লিখল বামফ্রন্ট ৷ চিঠিতে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, বাঁকুড়া-সহ একাধিক জেলার একাধিক ব্লকের কথা উল্লেখ করেছেন প্রবীণ বামনেতা বিমান বসু ৷ এর পাশাপাশি সিপিএমের পক্ষে শ্রীদীপ ভট্টাচার্য সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে পুলিশ প্রশাসনে গাফিলাতির বিরুদ্ধে অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে তিনটি চিঠি দিয়েছেন ৷
চিঠিতে বিমান বসু জেলায় রিটার্নিং অফিসারের দফতরগুলিতে চূড়ান্ত অব্যবস্থার কথা জানান ৷ তাঁর অভিযোগ, মুর্শিদাবাদ জেলার নবগ্রামের বিডিও অফিসে 9 জুন কোনও ডিসিআর দেওয়া হয়নি ৷ কান্দি এসডিও অফিসে ডিসিআর না-পাওয়ার কারণে জেলা পরিষদে মনোনয়নপত্র জমা দেওয়া গেল না ৷ সঠিক সময়ে ডিসিআর-সহ অন্য কাগজপত্র, মনোনয়নপত্র সংশ্লিষ্ট দফতরগুলিতে না পাঠিয়ে, পূর্ব প্রস্তুতি ছাড়াই অতি দ্রুততার সঙ্গে নির্বাচন ঘোষণা করে দেওয়া হল ৷
আরও পড়ুন: পঞ্চায়েতে নির্দল প্রার্থী দেওয়ার হুমকি তৃণমূল বিধায়ক করিম চৌধুরীর
একইভাবে উত্তর 24 পরগনা জেলার সন্দেশখালি-1, সন্দেশখালি-2, ব্যারাকপুর-1 বিডিও অফিস থেকে ফর্ম-২, ডিসিআর ইত্যাদি পাওয়া যায়নি ৷ সংশ্লিষ্ট অফিসারেরা এগুলি সরবরাহ করতে পারেননি ৷ কোনও কোনও ক্ষেত্রে তাঁদের অসহয়তা প্রকাশ পেয়েছে ৷ বাঁকুড়া জেলার 7টি বিডিও অফিসে (খাতড়া, সোনামুখী, মেজিয়া, সিমলাপাল, রানীবাঁধ, তালডাংরা, বড়জোড়া) ডিসিআর কাটা বন্ধ রেখেছে ৷ কারণ ডিসিআরগুলি বিগত নির্বাচনের পুরনো ৷ কোথাও কোথাও মনোনয়নপত্রের একটি কপি নিয়ে জেরক্স করে নিতে বলা হয়েছে ৷ অন্যদিকে আবার জেরক্স মনোনয়নপত্র জমা নেওয়া হবে না বলেও ঘোষণা করা হচ্ছে ৷ এই পরিস্থিতিতে সাধারণ মানুষের অংশগ্রহণে সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচনের স্বার্থে বামফ্রন্ট এই অবব্যস্থার দ্রুত প্রতিকার করা এবং মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত দিনের জন্য দাবি জানাচ্ছে ৷
পঞ্চায়েত নির্বাচনে নিয়মবিরুদ্ধভাবে সিভিক ভলান্টিয়ার ব্যবহার নিয়ে সিপিএম নেতা শ্রীদীপ ভট্টাচার্য নির্বাচন কমিশনকে লিখেছেন, সিভিক ভলান্টিয়ারদের জন্য নির্দিষ্ট নিয়মাবলী লঙ্ঘন করে নির্দিষ্ট কিছু ব্লকে, এমনকী বিডিও অফিসে নির্বাচন সংক্রান্ত কাজ চলাকালীন নিরাপত্তা ও পাহারায় ব্যবহার করা হচ্ছে ৷ কোথাও কোথাও এই পদে কর্মরত ব্যক্তিরা ইউনিফর্ম ছাড়াও সাধারণ পোশাকে কমিশনের নির্বাচনী কাজে যুক্ত থাকছেন, যাঁদের এলাকার মানুষ চেনেন ৷
আরও পড়ুন: প্রার্থী হওয়া নিয়ে বিবাদের জেরে তৃণমূল কর্মীকে গুলি
ইতিমধ্যে বসিরহাট বিডিও অফিসের পাহারায় সিভিক ভলান্টিয়ারদের একটি ক্লিপিং নির্বাচন কমিশনারের কাছে পাঠানো হয়েছে ৷ রাজ্যের সর্বত্র আসন্ন পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত যে কোনও কাজে (বিশেষত আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত) কোনওভাবেই সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার না করা হয়, তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য কমিশনারকে অনুরোধ করেছেন শ্রীদীপ ৷