ETV Bharat / state

BJP Aims for Left Feat: 2004-এ বামেরা জিতেছিল 35 লোকসভা আসন, 2024-এ বাংলায় সেই সংখ্যাই টার্গেট শাহের, সমীকরণটা কী ?

author img

By

Published : Apr 14, 2023, 7:55 PM IST

2004 সালে বামেরা জিতেছিল 35টি লোকসভা আসন ৷ আর এ বার সেই সংখ্যাই 2024 সালের জন্য বঙ্গ বিজেপিকে টার্গেট বেঁধে দিয়ে গেলেন অমিত শাহ ৷ কোন সমীকরণে লোকসভা ভোটে 35 আসনে জয়ের আশা করছে বিজেপি ?

amit Shah ETV Bharat
অমিত শাহ

কলকাতা, 14 এপ্রিল: 2024 সালে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করতে হবে । আর তার জন্য বীরভূমের সিউড়ির সভামঞ্চ থেকে বাংলাকে রীতিমতো টার্গেট দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তাঁর বার্তা, "বাংলা থেকে 35টি লোকসভা আসন দিন । এখানে বিজেপির সরকার তৈরি করুন ।" তাহলে দুর্নীতি থেকে শুরু করে গরুপাচার সব বন্ধ হয়ে যাবে ।

যেই দলের গত বিধানসভায় বাংলায় ভরাডুবি হল, সেই দলই আগামী লোকসভায় 35টি আসন পাওয়ার আশা রাখছে । মাঝে বাকি মাত্র এক বছর । সাংগঠনিক ভাবে বঙ্গ বিজেপির রাজ্যে এখন বাকি অনেক কাজ । তাহলে কি পৌঁছনো যাবে অমিত শাহের দেওয়া টার্গেটে ? আর যদি পৌঁছতে হয়, তাহলে তার পথটাই বা কী ? এই সব প্রশ্নের পাশাপাশি তাৎপর্যপূর্ণ হিসেবে উঠে এসেছে এই 35 নম্বরটি ৷ বাংলার রাজনীতিতে এই নম্বরটির আবার একটা অন্য রকম গুরুত্ব রয়েছে ৷

একটু বিশদে বিশ্লেষণ করতে হলে কিছুটা পিছিয়ে যেতে হবে । 2014 সালে যখন প্রথমবার নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন বাংলা থেকে বিজেপি দুটি লোকসভা আসন পেয়েছিল । দার্জিলিং এবং আসানসোল । এরপর 2019 সালে নরেন্দ্র মোদি যখন দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন, তখন বাংলা থেকে বিজেপি পেয়েছিল 18টি লোকসভা আসন । এরপর 2021 এর বিধানসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি 77 টি আসন পায় । অর্থাৎ শেষ বিধানসভা নির্বাচনে মোট ভোটের 38 শতাংশ ভোট পেয়েছিল বিজেপি ।

এখানে একটি বিষয় বিশেষ তাৎপর্যপূর্ণ যে, বাংলায় সংখ্যালঘু ভোটের সংখ্যা 29.7 শতাংশ । 2021 এর বিধানসভা নির্বাচনে এই সংখ্যালঘু ভোট প্রায় সবটাই তৃণমূলের ঘরে যায় । শেষ বিধানসভায় তৃণমূল 48 শতাংশ ভোট পেয়েছিল । অর্থাৎ মোট ভোট শতাংশের অনেকটাই ছিল সংখ্যালঘু ভোট ।

এ বার একটি স্বাভাবিক প্রশ্ন যেটা থেকে যাচ্ছে তা হল, এই কয়েক বছরে এমন কী হল যে আগামী লোকসভা নির্বাচনে সংখ্যালঘু ভোটাররা তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দেবেন ? এই বিষয়ে বিজেপি নেতা চন্দ্র বসু বলেন, "পশ্চিমবাংলায় সর্বধর্ম সমন্বয় বজায় রেখেই রাজনীতি করতে হয় । এখানে তোষণের রাজনীতির কথা আমি বলছি না । সব ধর্মকে এক স্থান দেওয়া এবং তাদের ঐক্যবদ্ধ করাই হচ্ছে বাংলার ঐতিহ্য । নরেন্দ্র মোদি সব কা সাথ, সব কা বিকাশ, সবকা প্রয়াসের কথা বলেন । তবে এই বার্তা সে ভাবে বাংলায় কার্যকরী হয়নি । কিছুটা হয়েছে । আর এর দ্বায়িত্ব বিজেপি নেতৃত্বের । তাই 2024-এর আগে আমরা যদি এই বার্তা সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং আরও বেশি করে কার্যকরী করতে পারি তাহলে নিশ্চয়ই ভালো ফল হবে ।"

আজ অমিত শাহ বলেন যে, 2024-এর লোকসভা নির্বাচনে বাংলা থেকে 35টি আসন চাই । তাহলেই বাংলা থেকে দুর্নীতি হটানো যাবে । দরিদ্র মানুষের যন্ত্রণা ঘুচবে । তবে এই 35টি আসন পাওয়ার যে ডাক দিলেন অমিত শাহ, তার পেছনেও একটি সমীকরণ রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল ।

এখানে পিছিয়ে যেতে হবে 2004 সালে । কারণ আজ থেকে 20 বছর আগে 2004 সালের লোকসভা নির্বাচনে ঠিক 35টি আসনে জয়যুক্ত হয়েছিল বামফ্রন্ট । অন্যদিকে, কংগ্রেস ছয়টি আসনে এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটি আসনে জয়লাভ করেছিলেন । তার প্রায় 20 বছর পর আবারও ওই একই সংখ্যার দাবি ফিরে এল বাংলার রাজনীতিতে । এ বার বিজেপির হাত ধরে ৷

বাংলায় মোট লোকসভা আসনের সংখ্যা 42টি । অমিত শাহের স্বপ্ন পূরণ করে বিজেপি যদি 35টি আসন পায়, তাহলে বাকি সাতটি আসনে বিজেপি ভালো ফল করবে না । এই বিষয়ে চন্দ্র বসু জানান যে, কোন আসনগুলিতে বিজেপি ভালো ফল করবে না সেটা এখনই বলা সম্ভব নয় । তিনি আরও বলেন, অমিত শাহ নিশ্চয়ই কোনও সমীক্ষার ভিত্তিতে এই ফিগারটাই বলেছেন । পাশাপাশি ইতিহাস ঘাঁটলেও বঙ্গ রাজনীতিতে 35টি আসন পাওয়ার ঘটনা দেখা যাবে । তাই লোকসভায় 35 ফিগারটাই একটি ম্যাজিক ফিগার হিসেবে ধরা যেতেই পারে ।

নির্বাচনে জয়ী হতে গেলে তৃণমূল স্তর থেকে সাংগঠনিক ভাবে অনেকটা মজবুত হতে হয় । বিজেপির বুথ কমিটি নিয়ে যে সব সমস্যা ছিল, সেগুলি অনেকটাই কেটে গিয়েছে । আরও যে জায়গাগুলি রয়েছে, সেখানেও সশক্তিকরণের কাজ চলছে । কারণ নির্বাচনে প্রার্থী যতই ভালো হোন, বুথ কমিটি বা বুথ ইনচার্জরা ভালো না হলে সেখানে নির্বাচনের লড়াইটা খুব কঠিন হয়ে পড়ে ।

আগামী লোকসভা নির্বাচনে কোন কাজগুলিকে সামনে রেখে বিজেপি ভালো ফল করার আশা করছে ? এই বিষয়ে জানতে চাইলে চন্দ্র বসু বলেন যে, এই রাজ্যে শিল্পের অভাব রয়েছে । ছোট এবং মাঝারি শিল্পের উপর অনেক বেশি জোর দিতে হবে । এছাড়াও শিক্ষার ক্ষেত্রে আরও উন্নতি হওয়ার প্রয়োজন রয়েছে ৷ তাই এইসব বিষয়গুলিকে মাথায় রেখে এগিয়ে যেতে হবে বিজেপিকে ।

আরও পড়ুন: অভিষেককে মুখ্যমন্ত্রী করার স্বপ্ন সফল হবে না মমতার, কটাক্ষ অমিত শাহের

কলকাতা, 14 এপ্রিল: 2024 সালে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করতে হবে । আর তার জন্য বীরভূমের সিউড়ির সভামঞ্চ থেকে বাংলাকে রীতিমতো টার্গেট দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তাঁর বার্তা, "বাংলা থেকে 35টি লোকসভা আসন দিন । এখানে বিজেপির সরকার তৈরি করুন ।" তাহলে দুর্নীতি থেকে শুরু করে গরুপাচার সব বন্ধ হয়ে যাবে ।

যেই দলের গত বিধানসভায় বাংলায় ভরাডুবি হল, সেই দলই আগামী লোকসভায় 35টি আসন পাওয়ার আশা রাখছে । মাঝে বাকি মাত্র এক বছর । সাংগঠনিক ভাবে বঙ্গ বিজেপির রাজ্যে এখন বাকি অনেক কাজ । তাহলে কি পৌঁছনো যাবে অমিত শাহের দেওয়া টার্গেটে ? আর যদি পৌঁছতে হয়, তাহলে তার পথটাই বা কী ? এই সব প্রশ্নের পাশাপাশি তাৎপর্যপূর্ণ হিসেবে উঠে এসেছে এই 35 নম্বরটি ৷ বাংলার রাজনীতিতে এই নম্বরটির আবার একটা অন্য রকম গুরুত্ব রয়েছে ৷

একটু বিশদে বিশ্লেষণ করতে হলে কিছুটা পিছিয়ে যেতে হবে । 2014 সালে যখন প্রথমবার নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন বাংলা থেকে বিজেপি দুটি লোকসভা আসন পেয়েছিল । দার্জিলিং এবং আসানসোল । এরপর 2019 সালে নরেন্দ্র মোদি যখন দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন, তখন বাংলা থেকে বিজেপি পেয়েছিল 18টি লোকসভা আসন । এরপর 2021 এর বিধানসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি 77 টি আসন পায় । অর্থাৎ শেষ বিধানসভা নির্বাচনে মোট ভোটের 38 শতাংশ ভোট পেয়েছিল বিজেপি ।

এখানে একটি বিষয় বিশেষ তাৎপর্যপূর্ণ যে, বাংলায় সংখ্যালঘু ভোটের সংখ্যা 29.7 শতাংশ । 2021 এর বিধানসভা নির্বাচনে এই সংখ্যালঘু ভোট প্রায় সবটাই তৃণমূলের ঘরে যায় । শেষ বিধানসভায় তৃণমূল 48 শতাংশ ভোট পেয়েছিল । অর্থাৎ মোট ভোট শতাংশের অনেকটাই ছিল সংখ্যালঘু ভোট ।

এ বার একটি স্বাভাবিক প্রশ্ন যেটা থেকে যাচ্ছে তা হল, এই কয়েক বছরে এমন কী হল যে আগামী লোকসভা নির্বাচনে সংখ্যালঘু ভোটাররা তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দেবেন ? এই বিষয়ে বিজেপি নেতা চন্দ্র বসু বলেন, "পশ্চিমবাংলায় সর্বধর্ম সমন্বয় বজায় রেখেই রাজনীতি করতে হয় । এখানে তোষণের রাজনীতির কথা আমি বলছি না । সব ধর্মকে এক স্থান দেওয়া এবং তাদের ঐক্যবদ্ধ করাই হচ্ছে বাংলার ঐতিহ্য । নরেন্দ্র মোদি সব কা সাথ, সব কা বিকাশ, সবকা প্রয়াসের কথা বলেন । তবে এই বার্তা সে ভাবে বাংলায় কার্যকরী হয়নি । কিছুটা হয়েছে । আর এর দ্বায়িত্ব বিজেপি নেতৃত্বের । তাই 2024-এর আগে আমরা যদি এই বার্তা সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং আরও বেশি করে কার্যকরী করতে পারি তাহলে নিশ্চয়ই ভালো ফল হবে ।"

আজ অমিত শাহ বলেন যে, 2024-এর লোকসভা নির্বাচনে বাংলা থেকে 35টি আসন চাই । তাহলেই বাংলা থেকে দুর্নীতি হটানো যাবে । দরিদ্র মানুষের যন্ত্রণা ঘুচবে । তবে এই 35টি আসন পাওয়ার যে ডাক দিলেন অমিত শাহ, তার পেছনেও একটি সমীকরণ রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল ।

এখানে পিছিয়ে যেতে হবে 2004 সালে । কারণ আজ থেকে 20 বছর আগে 2004 সালের লোকসভা নির্বাচনে ঠিক 35টি আসনে জয়যুক্ত হয়েছিল বামফ্রন্ট । অন্যদিকে, কংগ্রেস ছয়টি আসনে এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটি আসনে জয়লাভ করেছিলেন । তার প্রায় 20 বছর পর আবারও ওই একই সংখ্যার দাবি ফিরে এল বাংলার রাজনীতিতে । এ বার বিজেপির হাত ধরে ৷

বাংলায় মোট লোকসভা আসনের সংখ্যা 42টি । অমিত শাহের স্বপ্ন পূরণ করে বিজেপি যদি 35টি আসন পায়, তাহলে বাকি সাতটি আসনে বিজেপি ভালো ফল করবে না । এই বিষয়ে চন্দ্র বসু জানান যে, কোন আসনগুলিতে বিজেপি ভালো ফল করবে না সেটা এখনই বলা সম্ভব নয় । তিনি আরও বলেন, অমিত শাহ নিশ্চয়ই কোনও সমীক্ষার ভিত্তিতে এই ফিগারটাই বলেছেন । পাশাপাশি ইতিহাস ঘাঁটলেও বঙ্গ রাজনীতিতে 35টি আসন পাওয়ার ঘটনা দেখা যাবে । তাই লোকসভায় 35 ফিগারটাই একটি ম্যাজিক ফিগার হিসেবে ধরা যেতেই পারে ।

নির্বাচনে জয়ী হতে গেলে তৃণমূল স্তর থেকে সাংগঠনিক ভাবে অনেকটা মজবুত হতে হয় । বিজেপির বুথ কমিটি নিয়ে যে সব সমস্যা ছিল, সেগুলি অনেকটাই কেটে গিয়েছে । আরও যে জায়গাগুলি রয়েছে, সেখানেও সশক্তিকরণের কাজ চলছে । কারণ নির্বাচনে প্রার্থী যতই ভালো হোন, বুথ কমিটি বা বুথ ইনচার্জরা ভালো না হলে সেখানে নির্বাচনের লড়াইটা খুব কঠিন হয়ে পড়ে ।

আগামী লোকসভা নির্বাচনে কোন কাজগুলিকে সামনে রেখে বিজেপি ভালো ফল করার আশা করছে ? এই বিষয়ে জানতে চাইলে চন্দ্র বসু বলেন যে, এই রাজ্যে শিল্পের অভাব রয়েছে । ছোট এবং মাঝারি শিল্পের উপর অনেক বেশি জোর দিতে হবে । এছাড়াও শিক্ষার ক্ষেত্রে আরও উন্নতি হওয়ার প্রয়োজন রয়েছে ৷ তাই এইসব বিষয়গুলিকে মাথায় রেখে এগিয়ে যেতে হবে বিজেপিকে ।

আরও পড়ুন: অভিষেককে মুখ্যমন্ত্রী করার স্বপ্ন সফল হবে না মমতার, কটাক্ষ অমিত শাহের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.