ETV Bharat / state

পৌরভোটের লড়াইয়ের ব্লু প্রিন্ট তৈরি করতে বৈঠক বাম-কংগ্রেসের - বৈঠকে বাম-কংগ্রেস

পৌরসভা নির্বাচনে যৌথভাবেই লড়াই করবে বাম-কংগ্রেস । আর তাই নির্বাচনে নিজেদের জায়গা নিশ্চিত করতে বৈঠক সেরে ফেলল দুই দল ।

Left front-Congress meeting
বৈঠকে বাম-কংগ্রেস
author img

By

Published : Jan 19, 2020, 6:22 PM IST

কলকাতা, 19 জানুয়ারি : পৌরনিগম এবং পৌরসভা নির্বাচনে বাম ও কংগ্রেস যৌথভাবে BJP ও তৃণমূলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে । এই নিয়ে ইতিমধ্যেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে বৈঠক করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র । সূত্রের খবর, ফরওয়ার্ড ব্লকের রাজ্য দপ্তরে দুই দলের মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে । সেখানে কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য, মিডিয়া সেলের প্রধান অমিতাভ চক্রবর্তী, AICC সদস্য শুভঙ্কর সরকার প্রমুখ । উচ্চপর্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, CPI রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় এবং RSP-র বিশ্বনাথ চৌধুরিও ।

শতাধিক পৌরসভা এবং পৌরনিগম নির্বাচনে বাম ও কংগ্রেস মত বিনিময়ের মধ্য দিয়ে সর্বত্র প্রার্থী দেবে বলে আপাতত সিদ্ধান্ত হয়েছে । তৃণমূল স্তরের কর্মীদের আরও সক্রিয় করতে হবে । আর তার জন্য প্রদেশ কংগ্রেসকে গঠনমূলক নেতৃত্ব দিতে হবে । বৈঠকে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে এমনই জানিয়েছেন বিমান বসু । রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, কংগ্রেস কর্মীরা নির্বাচনের আগে পর্যন্ত দলীয় নির্দেশ মেনে যাবতীয় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে চায় । কিন্তু দক্ষিণপন্থী মানসিকতার অন্যতম বৈশিষ্ট্য তারা বাম বিরোধী । আর তাই রাজ্য বামফ্রন্টের মধ্যে সংশয় রয়ে গেছে । কারণ নির্বাচনে বেশিরভাগ সময় দেখা যায়, অনেক কংগ্রেস কর্মী CPI(M) বা বামফ্রন্টকে ভোট না দিয়ে শেষপর্যন্ত তৃণমূলে ভোট দেয় । কিছু কিছু কংগ্রেস কর্মী আবার BJP-কেও ভোট দিয়ে দেয় । তাই এবারে বামফ্রন্ট বা CPI(M) কংগ্রেসের নিচু তলার সমর্থন পাবে কি না তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে বামফ্রন্টের অভ্যন্তরে । সেই কারণেই কংগ্রেসের সহযোগিতা ও আন্তরিকতা সুনিশ্চিত করতে চাইছে বামফ্রন্ট । আর তাই বিমান বসু ও সূর্যকান্ত মিশ্র পঞ্চায়েত ভোটের আগে দুই দলের বৈঠকে একাধিকবার প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে আবেদন জানিয়েছেন ।

যেসমস্ত পৌরসভা এবং পৌরনিগম তৃণমূল কংগ্রেস দখল করে রেখেছে সেগুলির প্রতিও ইতিমধ্যে বিশেষভাবে নজর দিচ্ছে বাম ও কংগ্রেস শিবির । শুধু তাই নয়, প্রার্থী দেওয়ার আগে আরও বেশ কয়েক দফা দুই দলের মধ্যে বৈঠক হবে বলে জানা গেছে । সবরকম ভুল বোঝাবুঝি এড়াতে দুই দলের আলোচনার জন্যই আলিমুদ্দিন স্ট্রিটের CPI(M)-র রাজ্য দপ্তর মুজাফ্ফর আহমেদ ভবনে বৈঠকের ব্যবস্থা করা হয়নি । তার বদলে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ফরওয়ার্ড ব্লকের রাজ্য দপ্তরে বসে বৈঠক করলেন একদা যুযুধান প্রতিপক্ষ বাম-কংগ্রেস ।

আসন্ন নির্বাচনে যে সকল জায়গায় কংগ্রেসের সংগঠন সক্রিয় সেখানে প্রথামাফিক আসন ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান । অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও জানিয়ে দিয়েছেন, CPI(M) বা বামফ্রন্ট যেখানে শক্তিশালী সে সমস্ত জায়গায় কংগ্রেস সহযোগিতা করবে । সেখানে প্রার্থী দেবে বামেরাই ।

কলকাতা, 19 জানুয়ারি : পৌরনিগম এবং পৌরসভা নির্বাচনে বাম ও কংগ্রেস যৌথভাবে BJP ও তৃণমূলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে । এই নিয়ে ইতিমধ্যেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে বৈঠক করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র । সূত্রের খবর, ফরওয়ার্ড ব্লকের রাজ্য দপ্তরে দুই দলের মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে । সেখানে কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য, মিডিয়া সেলের প্রধান অমিতাভ চক্রবর্তী, AICC সদস্য শুভঙ্কর সরকার প্রমুখ । উচ্চপর্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, CPI রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় এবং RSP-র বিশ্বনাথ চৌধুরিও ।

শতাধিক পৌরসভা এবং পৌরনিগম নির্বাচনে বাম ও কংগ্রেস মত বিনিময়ের মধ্য দিয়ে সর্বত্র প্রার্থী দেবে বলে আপাতত সিদ্ধান্ত হয়েছে । তৃণমূল স্তরের কর্মীদের আরও সক্রিয় করতে হবে । আর তার জন্য প্রদেশ কংগ্রেসকে গঠনমূলক নেতৃত্ব দিতে হবে । বৈঠকে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে এমনই জানিয়েছেন বিমান বসু । রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, কংগ্রেস কর্মীরা নির্বাচনের আগে পর্যন্ত দলীয় নির্দেশ মেনে যাবতীয় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে চায় । কিন্তু দক্ষিণপন্থী মানসিকতার অন্যতম বৈশিষ্ট্য তারা বাম বিরোধী । আর তাই রাজ্য বামফ্রন্টের মধ্যে সংশয় রয়ে গেছে । কারণ নির্বাচনে বেশিরভাগ সময় দেখা যায়, অনেক কংগ্রেস কর্মী CPI(M) বা বামফ্রন্টকে ভোট না দিয়ে শেষপর্যন্ত তৃণমূলে ভোট দেয় । কিছু কিছু কংগ্রেস কর্মী আবার BJP-কেও ভোট দিয়ে দেয় । তাই এবারে বামফ্রন্ট বা CPI(M) কংগ্রেসের নিচু তলার সমর্থন পাবে কি না তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে বামফ্রন্টের অভ্যন্তরে । সেই কারণেই কংগ্রেসের সহযোগিতা ও আন্তরিকতা সুনিশ্চিত করতে চাইছে বামফ্রন্ট । আর তাই বিমান বসু ও সূর্যকান্ত মিশ্র পঞ্চায়েত ভোটের আগে দুই দলের বৈঠকে একাধিকবার প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে আবেদন জানিয়েছেন ।

যেসমস্ত পৌরসভা এবং পৌরনিগম তৃণমূল কংগ্রেস দখল করে রেখেছে সেগুলির প্রতিও ইতিমধ্যে বিশেষভাবে নজর দিচ্ছে বাম ও কংগ্রেস শিবির । শুধু তাই নয়, প্রার্থী দেওয়ার আগে আরও বেশ কয়েক দফা দুই দলের মধ্যে বৈঠক হবে বলে জানা গেছে । সবরকম ভুল বোঝাবুঝি এড়াতে দুই দলের আলোচনার জন্যই আলিমুদ্দিন স্ট্রিটের CPI(M)-র রাজ্য দপ্তর মুজাফ্ফর আহমেদ ভবনে বৈঠকের ব্যবস্থা করা হয়নি । তার বদলে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ফরওয়ার্ড ব্লকের রাজ্য দপ্তরে বসে বৈঠক করলেন একদা যুযুধান প্রতিপক্ষ বাম-কংগ্রেস ।

আসন্ন নির্বাচনে যে সকল জায়গায় কংগ্রেসের সংগঠন সক্রিয় সেখানে প্রথামাফিক আসন ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান । অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও জানিয়ে দিয়েছেন, CPI(M) বা বামফ্রন্ট যেখানে শক্তিশালী সে সমস্ত জায়গায় কংগ্রেস সহযোগিতা করবে । সেখানে প্রার্থী দেবে বামেরাই ।

Intro:আসন্ন কর্পোরেশন এবং পৌরসভা নির্বাচনে বাম এবং কংগ্রেস যৌথভাবে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। ইতিমধ্যেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে বৈঠক করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সূত্রের খবর, ফরওয়ার্ড ব্লকের রাজ্য দপ্তরে বসে দীর্ঘক্ষন বৈঠক হয়েছে দুই দলের মধ্যে। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য, কংগ্রেসের মিডিয়া সেলের প্রধান অমিতাভ চক্রবর্তী, এআইসিসি সদস্য শুভঙ্কর সরকার প্রমুখ। সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, ফরওয়ার্ড ব্লক রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় এবং আরএসপির বিশ্বনাথ চৌধুরীও এই উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন।


Body:শতাধিক পৌরসভা এবং কর্পোরেশন নির্বাচনে বাম এবং কংগ্রেস মতবিনিময়ের মধ্য দিয়ে সর্বত্র প্রার্থী দেবে বলে 'আপাতত' সিদ্ধান্ত হয়েছে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বৈঠকে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন, কংগ্রেসের একেবারে তৃণমূল স্তরের কর্মীদের আরো বেশি সক্রিয় হওয়ার জন্য প্রদেশ কংগ্রেস নেতৃত্ব যাতে গঠনমূলক নেতৃত্ব দেয়, সেদিকে নজর দেওয়ার জন্য। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, কংগ্রেস কর্মীরা নির্বাচনের আগে পর্যন্ত দলীয় নির্দেশ মেনে যাবতীয় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে চায়। কিন্তু দক্ষিণপন্থী মানসিকতার অন্যতম বৈশিষ্ট্য তারা ঘোরতর বাম বিরোধী হওয়ায় রাজ্য বামফ্রন্টের মধ্যে সংশয় রয়েই গিয়েছে। দেখা যায় সিপি আই এম বা বামফ্রন্টকে ভোট না দিয়ে শেষপর্যন্ত তৃণমূলের দিকে বোতাম টিপে দেন অনেক কংগ্রেস কর্মী। আবার বিজেপিকেও ভোট দিয়ে দেন কোনো কংগ্রেস কর্মী। কংগ্রেসের নিচুতলার কর্মীদের সমর্থন বামফ্রন্ট বা সিপিআইএম পাবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে বামফ্রন্টের অভ্যন্তরে। সেই কারণেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র পঞ্চায়েত ভোটের আগে প্রথম দুই দলের বৈঠকে একাধিকবার প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে আবেদন জানিয়েছেন, কংগ্রেসের সহযোগিতা এবং আন্তরিকতা সুনিশ্চিত করার জন্য।
ইতিমধ্যেই যেসমস্ত পুরসভা এবং কর্পোরেশন "গায়ের জোরে" শাসক দল তৃণমূল কংগ্রেস দখল করে রেখেছে সেগুলির প্রতি বিশেষভাবে নজর দিচ্ছে বাম এবং কংগ্রেস শিবির। প্রার্থী দেওয়ার আগে আরো বেশ কয়েক দফা বৈঠক হবে দুই দলের মধ্যে। কোনোরকম ভুল বোঝাবুঝি এড়াতে খোলা মনে দুই দলের আলোচনার জন্যই আলিমুদ্দিন স্ট্রিটের সিপিআইএমের রাজ্য দপ্তর মুজাফফর আহমেদ ভবনে বৈঠকে না বসে সেন্ট্রাল এভিনিউতে ফরওয়ার্ড ব্লকের রাজ্য দপ্তরে বসে বৈঠক সারলেন একদা যুযুধান প্রতিপক্ষ দুই দল।


Conclusion:যে সকল জায়গায় কংগ্রেসের সংগঠন সক্রিয় সেখানে প্রথামাফিক আসন ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্রও জানিয়ে দিয়েছেন সিপিআইএম বা বামফ্রন্ট যেখানে শক্তিশালী সে সমস্ত জায়গায় কংগ্রেস সহযোগিতা করবে। প্রার্থী দেবে বামেরাই।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.