কলকাতা, 19 জানুয়ারি : পৌরনিগম এবং পৌরসভা নির্বাচনে বাম ও কংগ্রেস যৌথভাবে BJP ও তৃণমূলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে । এই নিয়ে ইতিমধ্যেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে বৈঠক করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র । সূত্রের খবর, ফরওয়ার্ড ব্লকের রাজ্য দপ্তরে দুই দলের মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে । সেখানে কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য, মিডিয়া সেলের প্রধান অমিতাভ চক্রবর্তী, AICC সদস্য শুভঙ্কর সরকার প্রমুখ । উচ্চপর্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, CPI রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় এবং RSP-র বিশ্বনাথ চৌধুরিও ।
শতাধিক পৌরসভা এবং পৌরনিগম নির্বাচনে বাম ও কংগ্রেস মত বিনিময়ের মধ্য দিয়ে সর্বত্র প্রার্থী দেবে বলে আপাতত সিদ্ধান্ত হয়েছে । তৃণমূল স্তরের কর্মীদের আরও সক্রিয় করতে হবে । আর তার জন্য প্রদেশ কংগ্রেসকে গঠনমূলক নেতৃত্ব দিতে হবে । বৈঠকে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে এমনই জানিয়েছেন বিমান বসু । রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, কংগ্রেস কর্মীরা নির্বাচনের আগে পর্যন্ত দলীয় নির্দেশ মেনে যাবতীয় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে চায় । কিন্তু দক্ষিণপন্থী মানসিকতার অন্যতম বৈশিষ্ট্য তারা বাম বিরোধী । আর তাই রাজ্য বামফ্রন্টের মধ্যে সংশয় রয়ে গেছে । কারণ নির্বাচনে বেশিরভাগ সময় দেখা যায়, অনেক কংগ্রেস কর্মী CPI(M) বা বামফ্রন্টকে ভোট না দিয়ে শেষপর্যন্ত তৃণমূলে ভোট দেয় । কিছু কিছু কংগ্রেস কর্মী আবার BJP-কেও ভোট দিয়ে দেয় । তাই এবারে বামফ্রন্ট বা CPI(M) কংগ্রেসের নিচু তলার সমর্থন পাবে কি না তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে বামফ্রন্টের অভ্যন্তরে । সেই কারণেই কংগ্রেসের সহযোগিতা ও আন্তরিকতা সুনিশ্চিত করতে চাইছে বামফ্রন্ট । আর তাই বিমান বসু ও সূর্যকান্ত মিশ্র পঞ্চায়েত ভোটের আগে দুই দলের বৈঠকে একাধিকবার প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে আবেদন জানিয়েছেন ।
যেসমস্ত পৌরসভা এবং পৌরনিগম তৃণমূল কংগ্রেস দখল করে রেখেছে সেগুলির প্রতিও ইতিমধ্যে বিশেষভাবে নজর দিচ্ছে বাম ও কংগ্রেস শিবির । শুধু তাই নয়, প্রার্থী দেওয়ার আগে আরও বেশ কয়েক দফা দুই দলের মধ্যে বৈঠক হবে বলে জানা গেছে । সবরকম ভুল বোঝাবুঝি এড়াতে দুই দলের আলোচনার জন্যই আলিমুদ্দিন স্ট্রিটের CPI(M)-র রাজ্য দপ্তর মুজাফ্ফর আহমেদ ভবনে বৈঠকের ব্যবস্থা করা হয়নি । তার বদলে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ফরওয়ার্ড ব্লকের রাজ্য দপ্তরে বসে বৈঠক করলেন একদা যুযুধান প্রতিপক্ষ বাম-কংগ্রেস ।
আসন্ন নির্বাচনে যে সকল জায়গায় কংগ্রেসের সংগঠন সক্রিয় সেখানে প্রথামাফিক আসন ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান । অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও জানিয়ে দিয়েছেন, CPI(M) বা বামফ্রন্ট যেখানে শক্তিশালী সে সমস্ত জায়গায় কংগ্রেস সহযোগিতা করবে । সেখানে প্রার্থী দেবে বামেরাই ।