কলকাতা, 17 জানুয়ারি : আসন্ন বিধানসভা নির্বাচনের আসন এবং প্রার্থী তালিকা নিয়ে বৈঠকে বসেছে বামফ্রন্ট এবং কংগ্রেস । ক্রান্তি প্রেসে শুরু হয়েছে বৈঠক । সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও বাম শরিক দলের রাজ্য সম্পাদকরাও বৈঠকে উপস্থিত হয়েছেন । বৈঠকের শুরুতেই বাকবিতণ্ডায় জড়ান অধীর চৌধুরি ও বিমান বসু ।
সিপিআইএমের সঙ্গে কংগ্রেসের আসন বণ্টন নিয়ে অতীতে একাধিকবার আলোচনা হলেও আজ প্রথম বামফ্রন্টের সঙ্গে বৈঠকে বসেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব । আসন্ন বিধানসভা নির্বাচনে 294 টি বিধানসভা কেন্দ্রে কোথায় কাকে আসন বণ্টন করা হবে তা নিয়ে প্রারম্ভিক আলোচনা শুরু হয়েছে ।
আরও পড়ুন : সিপিআইএম-কে আসন বণ্টনের দায়িত্ব কে দিয়েছে? প্রশ্ন ক্ষুব্ধ কংগ্রেসের
অতীতে একাধিকবার বৈঠক হয়েছে বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের । যদিও সেই বৈঠক হয়েছে যৌথ আন্দোলনের বিষয়ে । তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে জনমত তৈরি এবং যৌথ আন্দোলনের বিষয়ে একাধিকবার এই ক্রান্তি প্রেসেই বৈঠক হয়েছে বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের । আজ প্রথম আসন বণ্টন নিয়ে 'অফিশিয়াল বৈঠক' হচ্ছে । বামফ্রন্টের শরিক দলের নেতৃত্ব বৈঠক নিয়ে যথেষ্ট আশাবাদী । সম্মানজনক শর্তে আসন সমঝোতা চাইছে বামফ্রন্ট।