ETV Bharat / state

পুজোয় সচল থাকবে কলকাতা? ব্রিজ নিয়ে চিন্তায় লালবাজার - Lalbazar thought about the bridge during Puja time

উত্তর কলকাতার একটা বড় অংশ এবং শহরতলীর সঙ্গে কলকাতার যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টালা ব্রিজ ৷ কিন্তু, এবারে এই ব্রিজে দিয়ে যানবাহন নিয়ন্ত্রণের ভাবনা ভাঁজ ফেলেছে লালবাজারে অন্দরমহলে ৷

ব্রিজ নিয়ে চিন্তায় লালবাজার
author img

By

Published : Sep 27, 2019, 8:53 AM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর : শেষ কয়েক বছর পুজোর কলকাতায় যানবাহন নিয়ন্ত্রণে প্রশংসা পেয়েছে পুলিশ ।‌ সচল থেকেছে শহর । কিন্তু, এবার শহর সচল রাখা যাবে তো? সূত্র জানাচ্ছে, লালবাজারের অন্দরমহলে এখন তা নিয়েই চলছে চর্চা ।

দুর্গাপুজোর জন্য কলকাতার যানবাহন নিয়ন্ত্রণের আগেই তৈরি হয়ে যাওয়া পরিকল্পনা এখন পালটাতে হচ্ছে ট্র্যাফিক বিভাগকে । কারণ, টালা ব্রিজের ভারী যানবাহন নিয়ন্ত্রণের ভাবনা । গতকাল নবান্নের বৈঠকে এবিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয় । আজ নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত । তবে বিকল্প পরিকল্পনা তৈরি করতে শুরু করেছে পুলিশ । আর সেটা তৈরি করতে গিয়ে আশঙ্কাও উঁকি দিচ্ছে । উত্তর কলকাতার একটা বড় অংশ এবং শহরতলির সঙ্গে কলকাতার যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতু । সেই সেতুর উপর দিয়ে বাস চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশকে তৈরি করতে হবে বড়সড় পরিকল্পনা । সেক্ষেত্রে বাস পাইকপাড়া থেকে রাজা মনীন্দ্র রোড দিয়ে বেলগাছিয়া ফ্লাইওভারের দিকে ঘুরিয়ে দেওয়ার ভাবনা রয়েছে পুলিশের । আর কিছু অংশ চিৎপুর রোড দিয়ে বাগবাজার হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে ঘুরিয়ে দেওয়ার ভাবনাচিন্তাও চলছে বলে লালবাজার সূত্রের খবর । বাগবাজার সর্বজনীনের পুজোর জন্য এমনিতেই ওই এলাকায় ভিড় থাকে যথেষ্ট । গাড়ির চাপ থাকে সেন্ট্রাল অ্যাভিনিউয়েও । এই বিকল্প পথে বাস চালানো হলে, সেই পথে যানজটের সম্ভাবনা রয়েছে ষোলো আনা । অন্যদিকে, চাপ বাড়বে আরজিকর ব্রিজেরও ।

উত্তরের সমস্যা টালা হলে, দক্ষিণে চেতলা লকগেট ব্রিজ বন্ধ থাকা পুলিশের চিন্তার আরেক কারণ । এমনিতেই মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর ওই এলাকার যানবাহন নিয়ন্ত্রণ নিয়ে সমস্যায় রয়েছে পুলিশ । আজ অবশ্য ডায়মন্ড প্লাজার সামনে দিয়ে একটি বেইলি ব্রিজ নতুন করে চালু হয়েছে । তবে শুধু মাত্র বেইলি ব্রিজ দিয়ে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখা যাবে কি না তা নিয়ে চিন্তায় লালবাজার । গতবছরও চেতলা লকগেট ব্রিজ চালু থাকায়, ট্র্যাফিক বিভাগের হাতে বিকল্প ছিল বেশি । কিন্তু এবার সেই উপায় নেই । এপ্রসঙ্গে DC ট্র্যাফিক সন্তোষ পাণ্ডে বলেন, "পরিবহন দপ্তর বাসের বিকল্প রুট নিয়ে পরিকল্পনা তৈরি করছে । সেই পরিকল্পনা চূড়ান্ত হলে জানিয়ে দেওয়া হবে ।"

কলকাতা, 27 সেপ্টেম্বর : শেষ কয়েক বছর পুজোর কলকাতায় যানবাহন নিয়ন্ত্রণে প্রশংসা পেয়েছে পুলিশ ।‌ সচল থেকেছে শহর । কিন্তু, এবার শহর সচল রাখা যাবে তো? সূত্র জানাচ্ছে, লালবাজারের অন্দরমহলে এখন তা নিয়েই চলছে চর্চা ।

দুর্গাপুজোর জন্য কলকাতার যানবাহন নিয়ন্ত্রণের আগেই তৈরি হয়ে যাওয়া পরিকল্পনা এখন পালটাতে হচ্ছে ট্র্যাফিক বিভাগকে । কারণ, টালা ব্রিজের ভারী যানবাহন নিয়ন্ত্রণের ভাবনা । গতকাল নবান্নের বৈঠকে এবিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয় । আজ নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত । তবে বিকল্প পরিকল্পনা তৈরি করতে শুরু করেছে পুলিশ । আর সেটা তৈরি করতে গিয়ে আশঙ্কাও উঁকি দিচ্ছে । উত্তর কলকাতার একটা বড় অংশ এবং শহরতলির সঙ্গে কলকাতার যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতু । সেই সেতুর উপর দিয়ে বাস চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশকে তৈরি করতে হবে বড়সড় পরিকল্পনা । সেক্ষেত্রে বাস পাইকপাড়া থেকে রাজা মনীন্দ্র রোড দিয়ে বেলগাছিয়া ফ্লাইওভারের দিকে ঘুরিয়ে দেওয়ার ভাবনা রয়েছে পুলিশের । আর কিছু অংশ চিৎপুর রোড দিয়ে বাগবাজার হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে ঘুরিয়ে দেওয়ার ভাবনাচিন্তাও চলছে বলে লালবাজার সূত্রের খবর । বাগবাজার সর্বজনীনের পুজোর জন্য এমনিতেই ওই এলাকায় ভিড় থাকে যথেষ্ট । গাড়ির চাপ থাকে সেন্ট্রাল অ্যাভিনিউয়েও । এই বিকল্প পথে বাস চালানো হলে, সেই পথে যানজটের সম্ভাবনা রয়েছে ষোলো আনা । অন্যদিকে, চাপ বাড়বে আরজিকর ব্রিজেরও ।

উত্তরের সমস্যা টালা হলে, দক্ষিণে চেতলা লকগেট ব্রিজ বন্ধ থাকা পুলিশের চিন্তার আরেক কারণ । এমনিতেই মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর ওই এলাকার যানবাহন নিয়ন্ত্রণ নিয়ে সমস্যায় রয়েছে পুলিশ । আজ অবশ্য ডায়মন্ড প্লাজার সামনে দিয়ে একটি বেইলি ব্রিজ নতুন করে চালু হয়েছে । তবে শুধু মাত্র বেইলি ব্রিজ দিয়ে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখা যাবে কি না তা নিয়ে চিন্তায় লালবাজার । গতবছরও চেতলা লকগেট ব্রিজ চালু থাকায়, ট্র্যাফিক বিভাগের হাতে বিকল্প ছিল বেশি । কিন্তু এবার সেই উপায় নেই । এপ্রসঙ্গে DC ট্র্যাফিক সন্তোষ পাণ্ডে বলেন, "পরিবহন দপ্তর বাসের বিকল্প রুট নিয়ে পরিকল্পনা তৈরি করছে । সেই পরিকল্পনা চূড়ান্ত হলে জানিয়ে দেওয়া হবে ।"

Intro:কলকাতা, 27 সেপ্টেম্বর: পুজোর কলকাতায় যান নিয়ন্ত্রণে শেষ কয়েক বছর বাহবা কুড়িয়েছে পুলিশ। ‌ সচল থেকেছে শহর। কিন্তু এবার শহর সচল রাখা যাবে তো? সূত্র জানাচ্ছে, লালবাজারের অন্দরমহলে এখন তা নিয়েই চলছে চর্চা।
Body:দূর্গা পূজার জন্য কলকাতার যান নিয়ন্ত্রণের আগেই তৈরি হয়ে যাওয়া পরিকল্পনা এখন পাল্টাতে হচ্ছে ট্রাফিক বিভাগকে। কারণ, টালা ব্রিজের ভারী যান নিয়ন্ত্রণের ভাবনা। গতকাল নবান্নের বৈঠকে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়ে যায়। আজ নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে বিকল্প পরিকল্পনা তৈরি করতে শুরু করেছে পুলিশ। আর সেটা তৈরি করতে গিয়েই আশঙ্কাও উঁকি দিচ্ছে। উত্তর কলকাতার একটা বড় অংশ এবং শহরতলীর সঙ্গে কলকাতার যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতু। সেই সেতুর উপর দিয়ে বাস চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশকে তৈরি করতে হবে বড়সড় পরিকল্পনা। সেক্ষেত্রে বাস পাইকপাড়া থেকে রাজা মনীন্দ্র রোড দিয়ে বেলগাছিয়া ফ্লাইওভারের দিকে ঘুরিয়ে দেওয়ার ভাবনা রয়েছে পুলিশের। আর কিছু অংশ চিৎপুর রোড দিয়ে বাগবাজার হয়ে সেন্টাল এভিনিউয়ের দিকে গুঁড়িয়ে দেওয়ার ভাবনা চিন্তা ও চলছে বলে লালবাজার সূত্রের খবর। বাগবাজার সর্বজনীনের পুজোর জন্য এমনিতেই ওই এলাকায় ভিড় থাকে যথেষ্ট। গাড়ির চাপ থাকে সেন্টাল এভিনিউয়েও। এই বিকল্প পথে বাস চালানো হলে, সেই পথে যানজটের সম্ভাবনা রয়েছে ষোল আনা। অন্যদিকে চাপ বাড়বে আরজিকর ব্রিজেরও। Conclusion:উত্তরের সমস্যা টালা হলে, দক্ষিণে চেতলা লকগেট ব্রিজ বন্ধ থাকা পুলিশের চিন্তার আরেক কারণ। এমনিতেই মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর ওই এলাকার যান নিয়ন্ত্রণ নিয়ে সমস্যায় রয়েছে পুলিশ। আজ অবশ্য ডায়মন্ড প্লাজার সামনে দিয়ে একটি বেইলি ব্রিজ নতুন করে চালু হয়েছে। তবে শুধু মাত্র বেইলি ব্রিজ দিয়ে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখা যাবে কিনা তা নিয়ে চিন্তায় লালবাজার। গতবছরও চেতলা লকগেট ব্রিজ চালু থাকায়, ট্রাফিক বিভাগের হাতে বিকল্প ছিল বেশি। কিন্তু এবার সেই উপায় নেই। এ প্রসঙ্গে ডিসি ট্রাফিক সন্তোষ পান্ডে জানান, পরিবহন দপ্তর বাসের বিকল্প রুট নিয়ে পরিকল্পনা তৈরি করছে। সেই পরিকল্পনা চূড়ান্ত হলে জানিয়ে দেওয়া হবে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.