কলকাতা, 27 সেপ্টেম্বর : শেষ কয়েক বছর পুজোর কলকাতায় যানবাহন নিয়ন্ত্রণে প্রশংসা পেয়েছে পুলিশ । সচল থেকেছে শহর । কিন্তু, এবার শহর সচল রাখা যাবে তো? সূত্র জানাচ্ছে, লালবাজারের অন্দরমহলে এখন তা নিয়েই চলছে চর্চা ।
দুর্গাপুজোর জন্য কলকাতার যানবাহন নিয়ন্ত্রণের আগেই তৈরি হয়ে যাওয়া পরিকল্পনা এখন পালটাতে হচ্ছে ট্র্যাফিক বিভাগকে । কারণ, টালা ব্রিজের ভারী যানবাহন নিয়ন্ত্রণের ভাবনা । গতকাল নবান্নের বৈঠকে এবিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয় । আজ নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত । তবে বিকল্প পরিকল্পনা তৈরি করতে শুরু করেছে পুলিশ । আর সেটা তৈরি করতে গিয়ে আশঙ্কাও উঁকি দিচ্ছে । উত্তর কলকাতার একটা বড় অংশ এবং শহরতলির সঙ্গে কলকাতার যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতু । সেই সেতুর উপর দিয়ে বাস চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশকে তৈরি করতে হবে বড়সড় পরিকল্পনা । সেক্ষেত্রে বাস পাইকপাড়া থেকে রাজা মনীন্দ্র রোড দিয়ে বেলগাছিয়া ফ্লাইওভারের দিকে ঘুরিয়ে দেওয়ার ভাবনা রয়েছে পুলিশের । আর কিছু অংশ চিৎপুর রোড দিয়ে বাগবাজার হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে ঘুরিয়ে দেওয়ার ভাবনাচিন্তাও চলছে বলে লালবাজার সূত্রের খবর । বাগবাজার সর্বজনীনের পুজোর জন্য এমনিতেই ওই এলাকায় ভিড় থাকে যথেষ্ট । গাড়ির চাপ থাকে সেন্ট্রাল অ্যাভিনিউয়েও । এই বিকল্প পথে বাস চালানো হলে, সেই পথে যানজটের সম্ভাবনা রয়েছে ষোলো আনা । অন্যদিকে, চাপ বাড়বে আরজিকর ব্রিজেরও ।
উত্তরের সমস্যা টালা হলে, দক্ষিণে চেতলা লকগেট ব্রিজ বন্ধ থাকা পুলিশের চিন্তার আরেক কারণ । এমনিতেই মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর ওই এলাকার যানবাহন নিয়ন্ত্রণ নিয়ে সমস্যায় রয়েছে পুলিশ । আজ অবশ্য ডায়মন্ড প্লাজার সামনে দিয়ে একটি বেইলি ব্রিজ নতুন করে চালু হয়েছে । তবে শুধু মাত্র বেইলি ব্রিজ দিয়ে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখা যাবে কি না তা নিয়ে চিন্তায় লালবাজার । গতবছরও চেতলা লকগেট ব্রিজ চালু থাকায়, ট্র্যাফিক বিভাগের হাতে বিকল্প ছিল বেশি । কিন্তু এবার সেই উপায় নেই । এপ্রসঙ্গে DC ট্র্যাফিক সন্তোষ পাণ্ডে বলেন, "পরিবহন দপ্তর বাসের বিকল্প রুট নিয়ে পরিকল্পনা তৈরি করছে । সেই পরিকল্পনা চূড়ান্ত হলে জানিয়ে দেওয়া হবে ।"