ETV Bharat / state

Car Charging Station: ইলেকট্রিক গাড়ি চার্জের জন্য এবার চার্জিং স্টেশন খুলতে চলেছে লালবাজার

author img

By

Published : Jun 19, 2023, 8:59 PM IST

লালবাজারের রয়েছে 200টিরও বেশি ব্যাটারি চালিত গাড়ি ৷ সেগুলি চার্জ দিতেই প্রয়োজন চার্জারের ৷ তাই এবার গাড়িতে চার্জ দেওয়ার জন্য চার্জিং স্টেশন খুলতে চলেছে লালবাজার ৷

Etv Bharat
গাড়িতে চার্জ দেওয়ার জন্য চার্জিং স্টেশন খুলতে চলেছে লালবাজার

কলকাতা, 19 জুুন: দিনের পর দিন বেড়ে চলেছে পেট্রল-ডিজেলের দাম । এর থেকে পরিত্রাণ পেতই দু'শোটিরও বেশি ব্যাটারি পরিচালিত গাড়ি কিনেছিল কলকাতা পুলিশ । কিন্তু সেই গাড়িগুলিতে চার্জ দেওয়ার জন্য বিপুল পরিমাণ খরচ হচ্ছে । এবার সেই খরচ বাঁচাতেই গাড়ি চার্জিং স্টেশন খুলতে চলেছে লালবাজার ৷ কলকাতা পুলিশের ব্যাটারি চালিত গাড়িগুলি চার্জিং স্টেশনগুলোতে চার্জ দেওয়া যাবে ৷

সূত্রের খবর, কলকাতা পুলিশের 9টি ডিভিশন রয়েছে ৷ এই ডিভিশনের বেশিরভাগ থানাতেই রয়েছে ব্যাটারি পরিচালিত গাড়ি ৷ ফলে সেই গাড়িগুলিতে চার্জ দেওয়ার জন্য আপাতত দক্ষিণ কলকাতা-সহ মধ্য কলকাতা এবং উত্তর কলকাতার ডিভিশনাল ডিসি'র অফিসের কাছাকাছি গড়ে তোলা হবে এই চার্জিং স্টেশন । আগামিদিনে এই চার্জিং স্টেশনের সংখ্যা বাড়ানো হবে বলে খবর লালবাজার সূত্রে ।

ইতিমধ্যেই কলকাতা পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে একটি দল গঠন করা হয়েছে ৷ তারা সার্ভে করে দেখবেন প্রতি মাসে বা প্রতি সপ্তাহে কলকাতা পুলিশের ব্যাটারি পরিচালিত গাড়িগুলিকে চার্জ দিতে কত টাকা খরচা হবে ৷ আর এমতাবস্থায় সেখানে যদি নিজস্ব চার্জিং স্টেশন থাকে তাহলে সেই খরচার পরিমাণ অনেক কম হবে বলে মনে করা হচ্ছে । এছাড়াও একাধিক বেসরকারি পেট্রোল পাম্প মালিকদের সঙ্গেও কথা বলছেন লালবাজারে পদস্থ কর্তারা । যাতে পেট্রল পাম্প গুলিতে ভবিষ্যতে চার্জিং স্টেশন তৈরি করতে পারে কলকাতা পুলিশ ।

আরও পড়ুন: প্রতিটি থানাকে রক্ষণাবেক্ষণ বাবদ 15 হাজার টাকা দেবে লালবাজার

প্রসঙ্গত, বছরখানেক আগে পরিবেশ দূষণের বাড়বাড়ন্ত ও জ্বালানির দাম বৃদ্ধির থেকে রেহাই পেতে কলকাতা পুলিশ প্রায় 200টিরও বেশি ব্যাটারি পরিচালিত আধুনিক গাড়ি কিনেছিল। সেই গাড়িগুলির গুরুত্ব বোঝে বিভিন্ন ডিভিশনের পক্ষ থেকে সেগুলিকে থানায় পাঠিয়ে দেওয়া হয় লালবাজারের তরফে । কিন্তু সেগুলি যেহেতু ব্যাটারি পরিচালিত গাড়ি ফলে নির্দিষ্ট একটি জায়গা থেকে ব্যাটারির চার্জ দিতে হত ৷ যা ছিল বেশ খরচ সাপেক্ষ ব্যাপার ।

কলকাতা, 19 জুুন: দিনের পর দিন বেড়ে চলেছে পেট্রল-ডিজেলের দাম । এর থেকে পরিত্রাণ পেতই দু'শোটিরও বেশি ব্যাটারি পরিচালিত গাড়ি কিনেছিল কলকাতা পুলিশ । কিন্তু সেই গাড়িগুলিতে চার্জ দেওয়ার জন্য বিপুল পরিমাণ খরচ হচ্ছে । এবার সেই খরচ বাঁচাতেই গাড়ি চার্জিং স্টেশন খুলতে চলেছে লালবাজার ৷ কলকাতা পুলিশের ব্যাটারি চালিত গাড়িগুলি চার্জিং স্টেশনগুলোতে চার্জ দেওয়া যাবে ৷

সূত্রের খবর, কলকাতা পুলিশের 9টি ডিভিশন রয়েছে ৷ এই ডিভিশনের বেশিরভাগ থানাতেই রয়েছে ব্যাটারি পরিচালিত গাড়ি ৷ ফলে সেই গাড়িগুলিতে চার্জ দেওয়ার জন্য আপাতত দক্ষিণ কলকাতা-সহ মধ্য কলকাতা এবং উত্তর কলকাতার ডিভিশনাল ডিসি'র অফিসের কাছাকাছি গড়ে তোলা হবে এই চার্জিং স্টেশন । আগামিদিনে এই চার্জিং স্টেশনের সংখ্যা বাড়ানো হবে বলে খবর লালবাজার সূত্রে ।

ইতিমধ্যেই কলকাতা পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে একটি দল গঠন করা হয়েছে ৷ তারা সার্ভে করে দেখবেন প্রতি মাসে বা প্রতি সপ্তাহে কলকাতা পুলিশের ব্যাটারি পরিচালিত গাড়িগুলিকে চার্জ দিতে কত টাকা খরচা হবে ৷ আর এমতাবস্থায় সেখানে যদি নিজস্ব চার্জিং স্টেশন থাকে তাহলে সেই খরচার পরিমাণ অনেক কম হবে বলে মনে করা হচ্ছে । এছাড়াও একাধিক বেসরকারি পেট্রোল পাম্প মালিকদের সঙ্গেও কথা বলছেন লালবাজারে পদস্থ কর্তারা । যাতে পেট্রল পাম্প গুলিতে ভবিষ্যতে চার্জিং স্টেশন তৈরি করতে পারে কলকাতা পুলিশ ।

আরও পড়ুন: প্রতিটি থানাকে রক্ষণাবেক্ষণ বাবদ 15 হাজার টাকা দেবে লালবাজার

প্রসঙ্গত, বছরখানেক আগে পরিবেশ দূষণের বাড়বাড়ন্ত ও জ্বালানির দাম বৃদ্ধির থেকে রেহাই পেতে কলকাতা পুলিশ প্রায় 200টিরও বেশি ব্যাটারি পরিচালিত আধুনিক গাড়ি কিনেছিল। সেই গাড়িগুলির গুরুত্ব বোঝে বিভিন্ন ডিভিশনের পক্ষ থেকে সেগুলিকে থানায় পাঠিয়ে দেওয়া হয় লালবাজারের তরফে । কিন্তু সেগুলি যেহেতু ব্যাটারি পরিচালিত গাড়ি ফলে নির্দিষ্ট একটি জায়গা থেকে ব্যাটারির চার্জ দিতে হত ৷ যা ছিল বেশ খরচ সাপেক্ষ ব্যাপার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.