ETV Bharat / state

Kunal Ghosh : বাম আমলে নেতাকর্মীরা কীভাবে চাকরি পেয়েছেন, মমতার দেখানো পথে আক্রমণ কুণালের - Kunal Ghosh

সিপিএমকে আক্রমণ তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)। শুক্রবার কুণাল ঘোষ বলেন, "অন্যায় সব সময় অন্যায় । তাই বলে যারা গলা ফাটাচ্ছেন তাদেরও বলার অধিকার নেই ।"

Kunal Ghosh
বাম আমলে নেতাকর্মীরা কীভাবে চাকরি পেয়েছেন, মমতার দেখানো পথে আক্রমণ কুণালের
author img

By

Published : May 20, 2022, 10:56 PM IST

কলকাতা, 20 মে : গতকাল আক্রমণের সুরটা বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুক্রবার বাধ্য ছাত্রের মতই সেই পথে হেঁটে সিপিএমকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। বৃহস্পতিবার ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের কর্মী সম্মেলন থেকে নিয়োগ দুর্নীতি প্রশ্নে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বামফ্রন্ট সরকারের আমলের দিকে আঙুল তুলে তিনি বলেছিলেন, "আগে তো একটা চিরকুট দিয়ে চাকরি দিত, একটা চিরকুট দিয়ে ট্রান্সফার করে দিত । চৌত্রিশ বছর ধরে কী করেছে সিপিএম? আমিও সব খোঁজ নিচ্ছি । আস্তে আস্তে চ্যাপ্টার ওপেন করছি । আগে ভদ্রতা করেছি, তা যদি কেউ দুর্বলতা মনে করেন, তা হলে ভুল করবেন ।"

শুক্রবার একইভাবে কুণাল ঘোষ বলেন, "অন্যায় সব সময় অন্যায় । তাই বলে যারা গলা ফাটাচ্ছেন তাদেরও বলার অধিকার নেই । তাঁর কথায়, বামেদের সময়ে কী হয়েছিল? তাদের জেলা ও কলকাতার নেতারা কীভাবে চাকরি পেয়েছেন? একের পর এক অনিয়মের অভিযোগ । যা যা হয়েছিল তা আর বলার নয় । বামেরা তো শিক্ষা ব্যবস্থাকেই ধ্বংস করে দিয়ে গিয়েছে । বিজেপি শাসিত রাজ্যেও কী অবস্থা দেখুন । বাম-বিজেপি এখন সাধু সাজছে । তাদের বলার কোনও অধিকারই নেই ।"

আরও পড়ুন : নারদাতে কাগজে মুড়ে কাকে টাকা নিতে দেখা গিয়েছে, শুভেন্দুকে আক্রমণ কুণালের

এদিন তিনি রাজ্যের সমস্ত কর্ম প্রার্থীকে আশ্বস্ত করে বলেছেন, "রাজ্য সরকার কর্মপ্রার্থীদের ব্যাপারে স্নেহশীল । রাজ্য কাজ দিতে চায় । কিন্তু কিছু দল এসব নিয়ে সস্তা রাজনীতি করে বিভ্রান্ত করার চেষ্টা করছে । চারিদিকে প্রচুর ভাল কাজ হচ্ছে । তৃণমূল কোনওদিনই অন্যায়কে সামর্থন করেনি । করবেও না । মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন । সবার আশা পূরণ হবে ।"

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলা প্রকাশ্যে আসার পর থেকেই এই নিয়ে খুব সাবধানে প্রতিক্রিয়া দিচ্ছে তৃণমূল কংগ্রেস । কুণাল ঘোষের বক্তব্য থেকে স্পষ্ট এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, দল তাদের দুর্নীতির কালি মাখতে চায় না । আর এই অবস্থায় যতই বামফ্রন্ট বা অন্য রাজনৈতিক দলের কথা বলা হোক না কেন প্রশ্ন উঠছে দলের এই অবস্থান কী তবে দলের মহাসচিবের জন্যও এক ।

কলকাতা, 20 মে : গতকাল আক্রমণের সুরটা বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুক্রবার বাধ্য ছাত্রের মতই সেই পথে হেঁটে সিপিএমকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। বৃহস্পতিবার ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের কর্মী সম্মেলন থেকে নিয়োগ দুর্নীতি প্রশ্নে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বামফ্রন্ট সরকারের আমলের দিকে আঙুল তুলে তিনি বলেছিলেন, "আগে তো একটা চিরকুট দিয়ে চাকরি দিত, একটা চিরকুট দিয়ে ট্রান্সফার করে দিত । চৌত্রিশ বছর ধরে কী করেছে সিপিএম? আমিও সব খোঁজ নিচ্ছি । আস্তে আস্তে চ্যাপ্টার ওপেন করছি । আগে ভদ্রতা করেছি, তা যদি কেউ দুর্বলতা মনে করেন, তা হলে ভুল করবেন ।"

শুক্রবার একইভাবে কুণাল ঘোষ বলেন, "অন্যায় সব সময় অন্যায় । তাই বলে যারা গলা ফাটাচ্ছেন তাদেরও বলার অধিকার নেই । তাঁর কথায়, বামেদের সময়ে কী হয়েছিল? তাদের জেলা ও কলকাতার নেতারা কীভাবে চাকরি পেয়েছেন? একের পর এক অনিয়মের অভিযোগ । যা যা হয়েছিল তা আর বলার নয় । বামেরা তো শিক্ষা ব্যবস্থাকেই ধ্বংস করে দিয়ে গিয়েছে । বিজেপি শাসিত রাজ্যেও কী অবস্থা দেখুন । বাম-বিজেপি এখন সাধু সাজছে । তাদের বলার কোনও অধিকারই নেই ।"

আরও পড়ুন : নারদাতে কাগজে মুড়ে কাকে টাকা নিতে দেখা গিয়েছে, শুভেন্দুকে আক্রমণ কুণালের

এদিন তিনি রাজ্যের সমস্ত কর্ম প্রার্থীকে আশ্বস্ত করে বলেছেন, "রাজ্য সরকার কর্মপ্রার্থীদের ব্যাপারে স্নেহশীল । রাজ্য কাজ দিতে চায় । কিন্তু কিছু দল এসব নিয়ে সস্তা রাজনীতি করে বিভ্রান্ত করার চেষ্টা করছে । চারিদিকে প্রচুর ভাল কাজ হচ্ছে । তৃণমূল কোনওদিনই অন্যায়কে সামর্থন করেনি । করবেও না । মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন । সবার আশা পূরণ হবে ।"

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলা প্রকাশ্যে আসার পর থেকেই এই নিয়ে খুব সাবধানে প্রতিক্রিয়া দিচ্ছে তৃণমূল কংগ্রেস । কুণাল ঘোষের বক্তব্য থেকে স্পষ্ট এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, দল তাদের দুর্নীতির কালি মাখতে চায় না । আর এই অবস্থায় যতই বামফ্রন্ট বা অন্য রাজনৈতিক দলের কথা বলা হোক না কেন প্রশ্ন উঠছে দলের এই অবস্থান কী তবে দলের মহাসচিবের জন্যও এক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.