ETV Bharat / state

Kunal on Arijit Singh: 'অরিজিৎ বাংলার গর্ব', অনুষ্ঠান বাতিল নিয়ে 'বিজেপির রাজনীতি'র পালটা দিলেন কুণাল

ইকো পার্কে অরিজিৎ সিং-য়ের অনুষ্ঠান বাতিল প্রসঙ্গে বিজেপিকে একহাত নিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal on Arijit Singh)৷ অনুষ্ঠান বাতিলের পিছনে কোনও রাজনীতি নেই বলে বিজেপির যুক্তিতে পালটা দিলেন কুণাল ৷

Etv Bharat
অরিজিৎ সিং
author img

By

Published : Dec 29, 2022, 3:29 PM IST

Updated : Dec 29, 2022, 3:38 PM IST

কলকাতা, 29 ডিসেম্বর: অরিজিৎ সিংয়ের ইকো পার্কে অনুষ্ঠান বাতিল নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক ৷ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে 'রং দে তু মোহে গেরুয়া' গানটি গাওয়ার পরই বিতর্ক উঠতে শুরু হয়েছিল ৷ এরপর ইকো পার্কে তাঁর অনুষ্ঠান বাতিল হয়ে যাওয়া বিতর্কের সেই আগুনে ঘি দিল বলেই মনে করা হচ্ছে ৷

এই বিষয়ে বিজেপির দাবি, 'গেরুয়া' গান গাওয়ার জন্যই অরিজিতের ইকো পার্কের অনুষ্ঠান বাতিল করেছে রাজ্য সরকার ৷ এই বিতর্ক উঠতেই রাজ্য সরকারের তরফে একাধিক নেতা-মন্ত্রীও সোচ্চার হয়েছেন ৷ কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের পর এই বিষয়ে বিজেপিকে পালটা দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ ইকো পার্কে অরিজিৎ সিং'য়ের অনুষ্ঠান বাতিল প্রসঙ্গে তিনি বৃহস্পতিবার একটি ফেসবুক পোস্ট করেন(Kunal Ghosh Reaction on the Cancellation of Arijit Singh Concert at Eco Park)৷

Arijit Singh
কুণাল ঘোষের ফেসবুক পোস্ট

আরও পড়ুন : 'অযথা রাজনীতি হচ্ছে, ইকো পার্কে অরিজিতের কনসার্ট বাতিল হয়নি !' দাবি আয়োজকের

সেখানে তিনি লেখেন, "অরিজিৎ সিং নিয়ে কুৎসা ৷ বিজেপি বলছে, চলচ্চিত্র উৎসবে 'গেরুয়া' গানটি গাওয়ার জন্য অরিজিতের অনুষ্ঠান বাতিল হয়েছে ইকো পার্কে । এটি ডাহা মিথ্যা । অরিজিৎ 'গেরুয়া' গেয়েছেন 15 ডিসেম্বর । আর তার অনুষ্ঠান বাতিলের পর আগাম জমা হওয়া পাঁচ লক্ষ টাকা ফেরত গিয়েছে 8 ডিসেম্বর ৷ তাহলে গেরুয়া যুক্তি কী করে আসে ? সলমনের অনুষ্ঠানের তিন লক্ষ টাকাও ফেরত দেওয়া হয়েছে । অরিজিতের অনুষ্ঠান হবে, তবে তা অন্য জায়গায় । 9 ডিসেম্বর অরিজিতের টিম অ্যাকোয়াটিকা বুক করতে টাকা জমা করেছে । আজ বৃহস্পতিবারও পরিদর্শন চলছে । সলমনের টিম মিলনমেলা পছন্দ করলেও অরিজিতের পছন্দ অ্যাকোয়াটিকা । এই নিয়ে আনুষ্ঠানিক আবেদন প্রশাসন পায়নি বলেই এখনও খবর । তবে সব ঠিক থাকলে ভালোভাবেই অনুষ্ঠান হবে । অরিজিৎ বাংলার গর্ব । তাঁকে নিয়ে বিজেপির রাজনীতি নিন্দার ।

উল্লেখ্য, ইকো পার্কে সলমন খানের অনুষ্ঠানও ইকো পার্কে বাতিল হয়েছে । সেটি মিলনমেলায় হবে । যার আয়োজক ছিল বিধাননগরের মেয়রের পুত্র রাজদীপ । কই, সেখানে বিতর্ক হয় নি তো ?"

আরও পড়ুন : অমিতাভ-অরিজিতের মন্তব্য নিয়ে তৃণমূল-বিজেপির ‘গেরুয়া’ লড়াই

কলকাতা, 29 ডিসেম্বর: অরিজিৎ সিংয়ের ইকো পার্কে অনুষ্ঠান বাতিল নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক ৷ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে 'রং দে তু মোহে গেরুয়া' গানটি গাওয়ার পরই বিতর্ক উঠতে শুরু হয়েছিল ৷ এরপর ইকো পার্কে তাঁর অনুষ্ঠান বাতিল হয়ে যাওয়া বিতর্কের সেই আগুনে ঘি দিল বলেই মনে করা হচ্ছে ৷

এই বিষয়ে বিজেপির দাবি, 'গেরুয়া' গান গাওয়ার জন্যই অরিজিতের ইকো পার্কের অনুষ্ঠান বাতিল করেছে রাজ্য সরকার ৷ এই বিতর্ক উঠতেই রাজ্য সরকারের তরফে একাধিক নেতা-মন্ত্রীও সোচ্চার হয়েছেন ৷ কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের পর এই বিষয়ে বিজেপিকে পালটা দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ ইকো পার্কে অরিজিৎ সিং'য়ের অনুষ্ঠান বাতিল প্রসঙ্গে তিনি বৃহস্পতিবার একটি ফেসবুক পোস্ট করেন(Kunal Ghosh Reaction on the Cancellation of Arijit Singh Concert at Eco Park)৷

Arijit Singh
কুণাল ঘোষের ফেসবুক পোস্ট

আরও পড়ুন : 'অযথা রাজনীতি হচ্ছে, ইকো পার্কে অরিজিতের কনসার্ট বাতিল হয়নি !' দাবি আয়োজকের

সেখানে তিনি লেখেন, "অরিজিৎ সিং নিয়ে কুৎসা ৷ বিজেপি বলছে, চলচ্চিত্র উৎসবে 'গেরুয়া' গানটি গাওয়ার জন্য অরিজিতের অনুষ্ঠান বাতিল হয়েছে ইকো পার্কে । এটি ডাহা মিথ্যা । অরিজিৎ 'গেরুয়া' গেয়েছেন 15 ডিসেম্বর । আর তার অনুষ্ঠান বাতিলের পর আগাম জমা হওয়া পাঁচ লক্ষ টাকা ফেরত গিয়েছে 8 ডিসেম্বর ৷ তাহলে গেরুয়া যুক্তি কী করে আসে ? সলমনের অনুষ্ঠানের তিন লক্ষ টাকাও ফেরত দেওয়া হয়েছে । অরিজিতের অনুষ্ঠান হবে, তবে তা অন্য জায়গায় । 9 ডিসেম্বর অরিজিতের টিম অ্যাকোয়াটিকা বুক করতে টাকা জমা করেছে । আজ বৃহস্পতিবারও পরিদর্শন চলছে । সলমনের টিম মিলনমেলা পছন্দ করলেও অরিজিতের পছন্দ অ্যাকোয়াটিকা । এই নিয়ে আনুষ্ঠানিক আবেদন প্রশাসন পায়নি বলেই এখনও খবর । তবে সব ঠিক থাকলে ভালোভাবেই অনুষ্ঠান হবে । অরিজিৎ বাংলার গর্ব । তাঁকে নিয়ে বিজেপির রাজনীতি নিন্দার ।

উল্লেখ্য, ইকো পার্কে সলমন খানের অনুষ্ঠানও ইকো পার্কে বাতিল হয়েছে । সেটি মিলনমেলায় হবে । যার আয়োজক ছিল বিধাননগরের মেয়রের পুত্র রাজদীপ । কই, সেখানে বিতর্ক হয় নি তো ?"

আরও পড়ুন : অমিতাভ-অরিজিতের মন্তব্য নিয়ে তৃণমূল-বিজেপির ‘গেরুয়া’ লড়াই

Last Updated : Dec 29, 2022, 3:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.