কলকাতা, 10 মার্চ : মা উড়ালপুলে রীতিমতো ত্রাস হয়ে দাঁড়িয়েছে চিনা মাঞ্জা । এই প্রাণঘাতী চিনা মাঞ্জার দাপট কমাতে কলকাতা পুলিশ আগে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে । তবে সমস্যার সমাধান সেভাবে হয়েছে তা বলা যাবে না ৷ বরং বাড়ছে উড়ালপুলে চিনা সুতোর দাপট ৷ ফলে থেকেই যায় দুর্ঘটনার আশঙ্কা ৷ তাই এবার অন্যরকম ভাবনা কলকাতা পুলিশের ৷ কাঁটাতার দিয়ে নয়, বরং চিনা মাঞ্জা থেকে বাইক আরোহীদের বাঁচাতে লাঠি হাতে উপস্থিত থাকবে পুলিশ ।
সম্প্রতি কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের উচ্চ পদস্থ আধিকারিকরা একটি বৈঠক করেন । লালবাজার সূত্রে খবর, মা উড়ালপুলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে যান চলাচল ব্যবস্থা স্বাভাবিক রাখা সম্ভব হবে ৷ পাশাপাশি কেটে যাওয়া ঘুড়ির সুতো লাঠি দিয়ে সরিয়ে দিতে পারবেন কর্তব্যরত পুলিশ কর্মীরা (kolkata Police Take Initiative To Curve Accident In Maa Flyover) । যদিও এটি ভাবনাচিন্তার পর্যায়েই রয়েছে ৷ কবে এই ভাবনার বাস্তবায়ন হবে তা জানা নেই ।
আরও পড়ুন: Bike Rider Injured on Maa Flyover : মা উড়ালপুলে ফের চিনা মাঞ্জায় জখম বাইক আরোহী
প্রসঙ্গত, প্রগতি ময়দান ,তিলজলা, কড়েয়া এই কয়েকটি থানা এলাকায় মাইকিং করে প্রচার করা হয়, যাতে চিনা মাঞ্জা বা ঘুড়ি ওড়ানো না হয় । কিন্তু সেই প্রচারে কোনও সাড়া মেলেনি । পরবর্তীকালে তিলজলা থানার আওতাধীন মা উড়ালপুলের উপরে কলকাতা পৌরসভার সঙ্গে সমন্বয় সাধন করে কাঁটাতার লাগানো হয়েছিল ৷ যাতে উড়ন্ত ঘুড়ির সুতো সেই কাঁটাতারে আটকে ছিঁড়ে যায় । কিন্তু তাতেও সমস্যার কোনও সমাধান হচ্ছে না ৷ বরং দিন দিন বেড়েই চলেছে চিনা মাঞ্জা দাপট ।