গড়িয়াহাট, 14 জানুয়ারি : গড়িয়াহাটে জোড়া খুনের মামলায় প্রায় 87 দিন পর চার্জশিট পেশ করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ (Gariahat Double Murder Case)। জানা গিয়েছে, এই চার্জশিটে খুন ও অস্ত্র আইন-সহ অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দেওয়া হয়েছে । চার্জশিটের প্রথমেই নাম রয়েছে মিঠু হালদারের ।
খুনের ঘটনার তদন্তে নেমে ডায়মন্ডহারবার থেকে বাড়ির পরিচারিকা মিঠু হালদারকে প্রথম গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । মিঠু হালদার-সহ চার্জশিটে নাম রয়েছে বাপি মণ্ডল, জাহির গাজি, সঞ্জয় মণ্ডল, ভিকি হালদার ও শুভঙ্কর মণ্ডলের । এই মামলায় 80 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে ৷ মোট 500 পাতার চার্জশিট পেশ করেছে কলকাতা পুলিশ ৷
আরও পড়ুন : Gariahat Murder : কাকুলিয়ায় জোড়া খুনে একাধিক ব্যক্তি জড়িত, জানাচ্ছে লালবাজারের থ্রিডি মডেলিং
2021 সালের অক্টোবরে গড়িয়াহাট থানা এলাকার কাকুলিয়া রোডে গলার নলি কাটা অবস্থায় উদ্ধার হয় বাড়ির মালিক সুবীর চাকি এবং তাঁর গাড়িচালক রবীন মণ্ডলের রক্তাক্ত দেহ । সেই ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ বাড়ির পরিচারিকা মিঠু হালদারকে প্রথমে গ্রেফতার করে । পরে এই ঘটনায় মূল অভিযুক্ত মিঠুর ছেলে ভিকি হালদারকে মুম্বই থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ ।
মূলত টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার জন্যই সুবীর চাকিকে খুন করে অভিযুক্তরা । এই ঘটনায় ভিকিকে অন্যান্যরা সাহায্য করলেও খুনের নীল নকশা তৈরি করেছিল ঘটনায় মূল চক্রী ভিকি হালদারের মা পরিচারিকা মিঠু হালদার ।
আরও পড়ুন : Gariahat Double Murder Case : মিঠু ও ভিকি হালদারই আসল চক্রী, জেরায় জানাল ধৃতরা