কলকাতা, 9 অগাস্ট : বাড়ি তৈরি করতে গেলে অথবা ব্যবসার নামে কোনওভাবেই আর রাস্তা আটকানো যাবে না । এবার থেকে রাস্তার পাশে ফেলে রাখা যাবে না ইট বা বালি ৷ সেক্ষেত্রে সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করতে পারে কলকাতা পৌরনিগম ৷ এমন কী পৌরনিগম বিল্ডিং দপ্তরের DG সরাসরি সংশ্লিষ্ট বিষয়ের ওপর হস্তক্ষেপও করতে পারবেন । এই সংক্রান্ত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলির সহযোগিতাও পাবেন অভিযোগকারী । গতকাল পৌরনিগমের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানান পৌর কমিশনার খলিল আহমেদ ।
প্রতি বুধবার "টক টু মেয়র" প্রোগ্রামে জনসাধারণের সমস্যার কথা শোনেন ফিরহাদ হাকিম ৷ সেখানেই রাস্তায় ইট বালি রাখা নিয়ে বেশ কয়েকটি অভিযোগ আসে মেয়রের কাছে ৷ তা শোনার পর ফিরহাদ হাকিম DG বিল্ডিং-কে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন । এরপরই এই সিদ্ধান্ত গ্রহণ করে কলকাতা পৌরনিগম । নোটিশে বলা হয়েছে, জনগণের যাতায়াতের সমস্যা করে এবার থেকে রাস্তা বা ফুটপাতের ওপরে ইট, বালি রাখা যাবে না ৷ নির্মাণকাজ যেখানে হচ্ছে সেখানেই ইট বালি রাখতে হবে ।
শুধু জনসাধারণের সমস্যা নয় এতে পরিবেশ দূষণের পরিমাণও বাড়ছে । বাতাসে মিশছে ইট বালির ধূলিকণা । তাই সব দিক মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম ৷