ETV Bharat / state

রাস্তায় পড়ে ইট, বালি? বাজেয়াপ্ত করবে পৌরনিগম - পৌর কমিশনার খলিল আহমেদ

এবার থেকে রাস্তার পাশে ফেলে রাখা যাবে না ইট বা বালি ৷ তা সে বাড়ি তৈরি হোক বা ব্যবসা ৷ সেক্ষেত্রে সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করতে পারে কলকাতা পৌরনিগম ৷ গতকাল পৌরনিগমের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানান পৌর কমিশনার খলিল আহমেদ ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 9, 2019, 4:33 AM IST

কলকাতা, 9 অগাস্ট : বাড়ি তৈরি করতে গেলে অথবা ব্যবসার নামে কোনওভাবেই আর রাস্তা আটকানো যাবে না । এবার থেকে রাস্তার পাশে ফেলে রাখা যাবে না ইট বা বালি ৷ সেক্ষেত্রে সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করতে পারে কলকাতা পৌরনিগম ৷ এমন কী পৌরনিগম বিল্ডিং দপ্তরের DG সরাসরি সংশ্লিষ্ট বিষয়ের ওপর হস্তক্ষেপও করতে পারবেন । এই সংক্রান্ত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলির সহযোগিতাও পাবেন অভিযোগকারী । গতকাল পৌরনিগমের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানান পৌর কমিশনার খলিল আহমেদ ।

প্রতি বুধবার "টক টু মেয়র" প্রোগ্রামে জনসাধারণের সমস্যার কথা শোনেন ফিরহাদ হাকিম ৷ সেখানেই রাস্তায় ইট বালি রাখা নিয়ে বেশ কয়েকটি অভিযোগ আসে মেয়রের কাছে ৷ তা শোনার পর ফিরহাদ হাকিম DG বিল্ডিং-কে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন । এরপরই এই সিদ্ধান্ত গ্রহণ করে কলকাতা পৌরনিগম । নোটিশে বলা হয়েছে, জনগণের যাতায়াতের সমস্যা করে এবার থেকে রাস্তা বা ফুটপাতের ওপরে ইট, বালি রাখা যাবে না ৷ নির্মাণকাজ যেখানে হচ্ছে সেখানেই ইট বালি রাখতে হবে ।

image
রাস্তার পাশে জমা হওয়া ইট

শুধু জনসাধারণের সমস্যা নয় এতে পরিবেশ দূষণের পরিমাণও বাড়ছে । বাতাসে মিশছে ইট বালির ধূলিকণা । তাই সব দিক মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম ৷

কলকাতা, 9 অগাস্ট : বাড়ি তৈরি করতে গেলে অথবা ব্যবসার নামে কোনওভাবেই আর রাস্তা আটকানো যাবে না । এবার থেকে রাস্তার পাশে ফেলে রাখা যাবে না ইট বা বালি ৷ সেক্ষেত্রে সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করতে পারে কলকাতা পৌরনিগম ৷ এমন কী পৌরনিগম বিল্ডিং দপ্তরের DG সরাসরি সংশ্লিষ্ট বিষয়ের ওপর হস্তক্ষেপও করতে পারবেন । এই সংক্রান্ত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলির সহযোগিতাও পাবেন অভিযোগকারী । গতকাল পৌরনিগমের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানান পৌর কমিশনার খলিল আহমেদ ।

প্রতি বুধবার "টক টু মেয়র" প্রোগ্রামে জনসাধারণের সমস্যার কথা শোনেন ফিরহাদ হাকিম ৷ সেখানেই রাস্তায় ইট বালি রাখা নিয়ে বেশ কয়েকটি অভিযোগ আসে মেয়রের কাছে ৷ তা শোনার পর ফিরহাদ হাকিম DG বিল্ডিং-কে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন । এরপরই এই সিদ্ধান্ত গ্রহণ করে কলকাতা পৌরনিগম । নোটিশে বলা হয়েছে, জনগণের যাতায়াতের সমস্যা করে এবার থেকে রাস্তা বা ফুটপাতের ওপরে ইট, বালি রাখা যাবে না ৷ নির্মাণকাজ যেখানে হচ্ছে সেখানেই ইট বালি রাখতে হবে ।

image
রাস্তার পাশে জমা হওয়া ইট

শুধু জনসাধারণের সমস্যা নয় এতে পরিবেশ দূষণের পরিমাণও বাড়ছে । বাতাসে মিশছে ইট বালির ধূলিকণা । তাই সব দিক মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম ৷

Intro:কলকাতা পুরনিগমে তরফে আজ একটি বিজ্ঞপ্তি জারি করেন পুর কমিশনার খলিল আহমেদ।সেই বিজ্ঞপ্তি তে বলা হয়েছে এবার থেকে রাস্তা আটকে যে কোনো ই মারতি দ্রব্য রাখা যাবে না। কোনো বাড়ি তৈরি করতে গেলে অথবা ব্যাবসার নামে কোনো ভাবেই রাস্তা আটকানো যাবে না। সেক্ষেত্রে কলকাতা পুরনিগম বিল্ডিং এর ডিজি সরাসরি হস্তক্ষেপ করতে পারবে। সেক্ষেত্রে সেই সামগ্রী বাজেয়াপ্ত করবে কলকাতা পুরনিগম।সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সহযোগিতাও পাবেন তিনি।Body:প্রতি বুধবার জনসাধারণের সমস্যার কথা শোনেননি মেয়র টক টু মেয়রে। বেশ কয়েকটি অভিযোগ মেয়রের কাছে আসে রাস্তায় ইট বালি রাখা নিয়ে। সেই অভিযোগ সোনার পরে মেয়র ফিরহাদ হাকিম ডিজি বিল্ডিং এ ঘটনাটি দেখার জন্য নির্দেশ দিয়েছিলেন। এরপরই এই সিদ্ধান্ত গ্রহণ করে কলকাতা পুর নিগম। এই নোটিশে বলা হয়েছে এবার থেকে বিজনেস রাস্তার ওপরে বা ফুটপাতের ওপরে ইট বালি রাখতে পারবে না ‌।Conclusion:জনগণের যাতায়াতের সমস্যা করে ফুটপাত ও রাস্তার ওপর রাখা যাবে না। নির্মাণ কার্য যেখানে হচ্ছে সেখানেই ইট বালি রাখতে হবে।শুধু জনসাধারণের সমস্যা নয় রাস্তার ওপর ইট বালি জোর করে রাখায় পরিবেশ দূষণের পরিমাণ বাড়ছে। নোটিসে বলা হয়েছে বাতাসে ইট বালির ধূলিকণা বাতাসে মিশছে। এর ফলে দূষণ বাড়ছে সাধারণ মানুষের সমস্যা বাড়ছে‌‌।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.